নিজের তোলা কিছু ছবি

গত সপ্তাহে হঠাৎ করেই বেশ তুষারপাত হয়। সকাল বেলা ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে বাইরে বের হয়ে পড়লাম। বাসার আশেপাশে তোলা কয়টা ছবি দিলাম।

এই লেখাটি পোস্ট করা হয়েছে ফটোগ্রাফি-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

11 Responses to নিজের তোলা কিছু ছবি

  1. মাধবীলতা বলেছেনঃ

    সুন্দর !! জার্মানির কোথায় আছেন ? এখনও বরফ থামল না ?

  2. শারমিন বলেছেনঃ

    অনেক সুন্দর 😀

  3. ফিনিক্স বলেছেনঃ

    ছবিগুল আরেকটু বড় করে দিতেন ভাইয়া!
    এত সুন্দর ছবি ছোট ছোট দেখতে ইচ্ছে করে না! 🙁

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    সরব এ স্বাগতম।

    আমাদের সরব এ এক ছবিয়াল আছেন। দেখতে পারেন সময় করে

  5. অবন্তিকা বলেছেনঃ

    সরবে স্বাগতম! :welcome:

    একটার পর একটা একটু বড় করে দিলে দেখতে সুন্দর লাগতো। 🙂

  6. বাহ!! চমৎকার!!! ভীষণ ধরণের ভালো লাগলো……

    বরফের প্রতি ছোটবেলা থেকেই একখানা বিশাল ধরণের ভালোবাসা আছে ভাইয়া!! জন্মই বরফের দেশে!! আরো কিছু ছবি দিতেন ভাইয়া, আমরা যারা দূরে থাকি তাদের জন্য!! :welcome:

    অপেক্ষায় থাকলাম! :happy:

  7. হৃদয় বলেছেনঃ

    চমৎকার 🙂
    বিশেষ করে ৪ এবং ৫ নাম্বার ছবি দুটি,

    এই দুটি ছবি মানুষের মন ভাল করে দেয়ার মতো সুন্দর 😀
    :welcome:

  8. নিশম বলেছেনঃ

    ৫ নম্বর ছবিটাতো পুরাই মাখন হয়েছে !!! :welcome:

  9. সামিরা বলেছেনঃ

    এত সুন্দর, কিন্তু এত ছোট! একটু বড় করে দিয়েন ছবিগুলি। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।