আত্মতুষ্টি

কেএফসির ফ্রাইড চিকেন, গ্রিল চিকেনের

লোভনীয় পোড়া গন্ধও তোমায় করে না তুষ্ট।

চোখ থেকে ক্ষণিকের জন্য সানগ্লাসটা সরিয়ে দেখো,

শুকনো মাটিতে ছেঁড়া কাপড়ে বসে থাকা টোকাইগুলোকে,

এরা বসে আছে ফ্রাইড চিকেনের উচ্ছিষ্ট হাড়গুলো খাওয়ার জন্য,

এদের চোখে মুখে নেই এতটুকোও কষ্ট।

 

মখমলের মসৃণ বিছনা,নরম বালিশে শুয়েও

তোমার রাত কাটে অনিদ্রায়,

সোডিয়াম ল্যাম্পের হলুদ আলোতে ইটের বালিশে

ঘুমিয়ে থাকা মানুষগুলোর দিকে একবার তাকাও,

কি পরম নিশ্চিন্তেই না এরা ঘুমায়।

 

Nokia Lumia-800 তোমার কাছে ব্যাকডেটেড মনে হয়,

প্রাইভেট কারের ডার্ক জানালা বেয়ে আসা ক্ষীণ সৌর রেখা

তোমার চোখে বড্ড পীড়া দেয়,

তাকাও মধ্যাহ্নের ঝাঁঝালো রোদে নিরন্তর ইট ভাঙতে থাকা

৭০ বছরের বৃদ্ধার সহস্র ছিদ্রের ছাতাটির দিকে,

বৃষ্টির ছাঁট,রোদ্রের তাপ তা সাগ্রহে লুফে নেয়।

 

এরা জানে না আত্মতুষ্টি কী? কী এর সংজ্ঞা?

কিন্তু সমগ্র অভাব,জরা-জীর্ণতা,শীর্ণতা সত্ত্বেও

এরাই সবচেয়ে তুষ্ট মানুষ।

কারণ,বিধাতা তোমায় ‘আত্মতুষ্টি’ নিয়ে সুশীলদের সভায়

ঘণ্টার পর ঘণ্টা বুলি আউড়ানোর ক্ষমতাটুকোই দিয়েছেন।

‘আত্মতুষ্ট’ হওয়ার ক্ষমতা দেননি।

 

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to আত্মতুষ্টি

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    ভাবনাটা দারুণ ইতিবাচক।

    কয়েক বছর আগে আমিও এমন একটা লেখা লিখেছিলাম

  2. শারমিন বলেছেনঃ

    অনেক ভালো লেগেছে
    শেষের কথাগুলো বেশি ভালো লেগেছে

  3. অনুজ বলেছেনঃ

    বিধাতা তোমায় ‘আত্মতুষ্টি’ নিয়ে সুশীলদের সভায়
    ঘণ্টার পর ঘণ্টা বুলি আউড়ানোর ক্ষমতাটুকোই দিয়েছেন।
    ‘আত্মতুষ্ট’ হওয়ার ক্ষমতা দেননি।

  4. ফিনিক্স বলেছেনঃ

    দ্বিতীয়বারের মত পড়লাম এবং আবারো শিউরে উঠলাম! 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।