( সরব আইডিয়া নিয়ে ভাবার সময় আমরা অনেক অনেক আইডিয়া নিয়ে চিন্তা করি। সেই রকম একটা আইডিয়া সবার সাথে শেয়ার করছি.)
বাংলাদেশে গত কয়েক বছর নানান কাজে প্রচুর ভলান্টিয়ার তৈরি হয়েছে/ হচ্ছে।
এরা নানান রকমের ভলান্টিয়ার কাজে যুক্ত হচ্ছে, বাচ্চাদের পড়ানো / ভিন্নভাবে সক্ষম মানুষদেরকে সাহায্য/ দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য/ ম্যাপিং করা… কত কী! BYLC, Jaago, CommunityAction, 1di, BYEI, BSCAN, SAYS, PFF ইত্যাদি প্রতিষ্ঠানগুলো এই সব ভলান্টিয়ারদের নিয়ে কাজ করছে।
তারুণ্যের দেশে এমনটা হওয়াই স্বাভাবিক। (বাংলাদেশে মোটামুটিভাবে প্রতি ৩ জনে ১ জন তরুণ! )
যারা একটু টেকী লোক / ইঞ্জিনিয়ার/ Geek আছেন তারা কীভাবে এই রকম ভলান্টিয়ারিজম এর সাথে যুক্ত হতে পারে?
এই বিষয়টাকে আমরা Tech Volunteerism (TechV) কিংবা তাদের আমরা Tech Activist (Techtivist) বলতে পারি।
তারা কী করবেন?
#১ মোবাইল এপ্লিকেশন বানিয়ে দেয়া (বর্তমানে বাংলাদেশে Android ফোন এর পরিমাণ বিপুল। এই জায়গাটায় অনেক কিছু করার আছে বলে মনে করি।)
#২ ওয়েবসাইট বানানো নিয়ে নানান প্রকারের সাহায্য (ডেভেলপিং/ টেকনিকাল উপদেশ/ নেটওয়ার্কিং)
#৩ সোশ্যাল মিডিয়াতে একটিভ হওয়া, প্রচারণা চালানোতে সাহায্য করা
#৪ শিক্ষক.com এর মতো সাইটে কন্ট্রিবিউট করা
#৫ রিসার্চ করা। (বুয়েট এর HTI এমন কাজ করছে)
#৬ ডাটা কালেক্ট করা, ডিস্ট্রিবিউট করা।
#৭ উইকিপিডিয়া সহ বিভিন্ন প্রজেক্টে কিন্তু অনেকেই অনেক কাজ করেছেন/ করছেন
#৮বিভিন্ন বিষয়ে মিথ্যাচার/ হ্যাকিং প্রতিরোধ ইত্যাদি বিষয়েও উপদেশ/ সাহায্য করা
#৯ (আপনারাও সাজেস্ট করুন)
কারা করবেন?
#১ যে কেউ! আমরা সবাই!
#২ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীরা
#৩ প্রফেশনাল/ জব করছেন তারাও করতে পারেন। এমন অনেক কাজ আছে যা হয়ত প্রফেশনালদের অনেক কম সময় লাগবে! এ ছাড়া উপদেশ দেয়া/ নেটওয়ার্কিং এর কাজগুলো তো আছেই।
#৪ টেকি/ গিকি ব্লগার/ ফেইসবুকারগণ
ভলান্টিয়াররা কী পাবেন?
#১ তৃপ্তি! নিজের প্যাশনের জায়গায় দাঁড়িয়ে নিজের মা মাটি মাতৃভূমির জন্য কিছু করার সুযোগ।
#২অভিজ্ঞতার ঝুলি বড় করতে পারবেন।
কীভাবে করা যায়?
#১ একটা প্ল্যাটফর্ম করা হবে যেখানে ভলান্টিয়াররা কাজের কথা বলবেন
#২ যাদের সাহায্যের দরকার তারা ভলান্টিয়ারদের আহ্বান /সিলেক্ট করবেন
#৩ Reusable resource থেকে সবাই উপকার পাবেন।
#৪ ভলান্টিয়াররা নিজেদের কাজের কথা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। ফলে আরও
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে সাহায্য করতে পারেন?
(একটা স্যাম্পল আইডিয়া। অনেক দিন ধরে ঘুরছিল)
Computer Science এর বিভিন্ন কোর্সে প্রজেক্ট বানাতে হয় সেখানে যদি ছাত্রছাত্রীদের রিয়েল লাইফ প্রোজেক্ট দেয়া হয় তাহলে একদিকে রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে যেমন আইডিয়া/ দক্ষতা বাড়বে তেমনি সেই সব প্রোজেক্টের কারণে অনেকে উপকৃত হবেন।
উদাহরণ: ধরা যাক ডাটাবেইজ এর কোর্সে একজন শিক্ষক ছাত্রদের প্রোজেক্ট লিস্ট ধরিয়ে দিয়ে বললেন এখানে ৬ টা নন প্রফিট প্রতিষ্ঠানের নাম আছে। তোমরা তাদের সাথে বসে requirement ঠিক করে… সাইট বানিয়ে দেবে… এর উপর গ্রেডিং হবে!
সত্যিই কি সম্ভব?
আমরা এর মধ্যেই একটা Android Application এর কাজ প্রায় সম্পন্ন করেছি। খুব শীঘ্রই সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ্। (অবশ্যই ফ্রি। এবং অবশ্যই পুরোটা ভলান্টিয়ারিজম!)
এটা SLACKTIVISM হয়ে যাবে না?
নাহ আমাদের কার্যক্রম লাইক/শেয়ারিং/ profile ছবি বদলানো পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। যেমন ধরুন শিক্ষক.com এর কাজটা কিন্তু শতভাগ ভলান্টিয়ারিজম। অথচ এর মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে।
:happy: :happy: :happy: :happy: :love: :love: :love:
ভাল লেগেছে!
কিছু বলতে চাই। পরে সময় সুযোগ করে অথবা সামনাসামনি এসে বলব… 😀
ক্যান এইখানেই জানা!
সামনাসামনি না হলে বলে মজা পাব না।
আর নাহয় এইটা নিয়ে সামনে আমিও কিছু লিখে ফেলতে পারি। 😀
আমিও শুনতে চাই! 😐