যদি বন্ধু ভাবো তবে হাতটা বাড়াও………

‘Nero fiddled while the Rome burned’

সাম্প্রতি ঘটে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেলো প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড় যার রেশ কাটেনি এখনো।ব্যাকুলভাব মানুষগুলো বসে আছে সাহায্যের প্রতীক্ষায় যদিও অনেকে এগিয়ে এসেছেন সাহায্যের জন্য।ইতোমধ্যে রেডক্রস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে,রেডক্রসের সাথে হাতে হাত মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে একদল তরুণ এই নামে

তারা অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছেন খাবার,তাঁবু তৈরি করে দিচ্ছেন,চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছেন সাধ্যমতো,কিন্তু প্রয়োজনের তুলনায় তা সত্যি খুব অপ্রতুল।তাদের সাহায্যের দরকার

সরব পরিবারও চায় এই তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে,অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে।এই মুহূর্তে তাদের দরকার জরুরী চিকিৎসা সেবা দেয়ার জন্য ডাক্তার,কিছু টাকা (প্রয়োজনীয় কিছু জিনিস সাবান,লবন,মশলা ইত্যাদি)

কিন্তু শুক্রবারের মধ্যেই……মানে আমাদের সবকিছু করতে হবে শুক্রবারের আগেই।টাকা সংগ্রহ করা,ডাক্তার পাঠানো।অসহায়,দিশেহারা মানুষগুলো বসে আছে আমাদের অপেক্ষায় সবাই এগিয়ে আসুন।যতটুকও পারা যায় পরিচিতদের সাথে এ বিষয়ে কথা বলুন।আমাদের সবার সাহায্যের প্রয়োজন

 

এখন প্রথম লাইনে লেখা প্রবাদ প্রসঙ্গে আসি যার আর্থ ‘রোমে নগরী পুড়ে ছারখার হয়ে যাচ্ছে রাজা নিরো তখন বাঁশি বাজাচ্ছেন’ সোজা বাংলায় ‘কারো পৌষ মাস কারো সরবনাশ’।  ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে আক্রান্ত অসহায় মানবেতর জীবন কাটানো মানুষগুলোকে দেখে নির্লিপ্তভাবে বসে থাকাও নিরোর বাঁশি বাজানোর মতোই।তাই চলুন এগিয়ে আসি,সাহায্যের হাতটি প্রশস্থ করি ঐ মানুষগুলির দিকে।

তবে যা করার করতে হবে শুক্রবারের মধ্যেই

 

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে ইতিবাচক, উদ্যোগ, চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to যদি বন্ধু ভাবো তবে হাতটা বাড়াও………

  1. সামিরা বলেছেনঃ

    দারুণ উদ্যোগ। দোয়া রইলো, আর সাহায্য করবো সাধ্যমত ইনশাআল্লাহ্‌।

    • হৃদয় বলেছেনঃ

      ধন্যবাদ সামিরা আপু 🙂
      নিজ নিজ জায়গা থেকে সবাই একটু এগিয়ে আসলেই এই অসহায় মানুষগুলোর মুখে আবার হাসি ফোটানো যায়।

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    আপডেট আছে কোন?

    (এই জাতীয় লেখায় একটু দরদ থাকা আবশ্যক। রিপোর্ট টাইপের হলে মানুষ সেভাবে এগিয়ে আসে না… )

    • হৃদয় বলেছেনঃ

      আর কীভাবে লিখলে দরদ আসবে একটু বলবেন বাপ্পিদা?

      আপনি আমাকে বলেছিলেন,এর উপর একটা পোস্ট লিখতে তখন বাজে রাত ১১ টা তারপর আমি ছন্দা আপুকে ফোন দিলাম পোস্ট লিখার ব্যাপারটায় আরেকটু পরিষ্কার ধারণা পাওয়ার জন্য কারণ আমি এ ধরণের লিখা কখনো লিখি নি।আরও কিছু তথ্য জেনে আমি যখন লেখা শেষ করলাম তখন রাত বেজে ২ টা।দরদের সংজ্ঞায় যদি এগুলো না পরে তবে সরি বাপ্পিদা,আমার ঝুলি হয়তো দরদ শূন্য 🙁

      আমি সরবে একদমই নতুন। আমার মনে হয়েছে সরব পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসা উচিৎ । funding এর টাকা কি আমার পক্ষে তোলা সম্ভব যদি না আপনারা সাহায্য করেন?এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনি তো সবাইকে ডাকতে পাড়তেন,অন্ততপক্ষে কোন পথে হাঁটব তা ধরিয়ে দিতে পারতেন? তারপরও শারিফ রিদয় ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে।

      বাপ্পিদা কথাগুলো এভাবে বলার জন্য সত্যি খুব দুঃখিত,সাহায্যের চিন্তাটা আমার মাথায় হয়তো আগে এসেছে কিন্তু এক্ষেত্রে সবার সাহায্য ছাড়া চিন্তার বাস্তবায়ন সম্ভব না।সাহায্য চাওয়ার উপায় হিসেবে পোস্ট দেয়া ছাড়া আর কোন উপায় আমার জানা নেই 🙁

  3. ফিনিক্স বলেছেনঃ

    অবশ্যই সাথে আছি।
    বাচ্চা ছেলে, অভিমান করে না!
    অনেক অনেক ভালোবাসা কষ্ট করে লেখার জন্য। :beshikhushi:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।