অভিনন্দন….এলেন জনসন সারলিফ, লেমাহ বোয়িই , তাওয়াক্কুল কারমান….

টেলিভিশনের পর্দায় যখন খবরটা বারবার ফ্ল্যাশ হচ্ছিল, ঠিকমত খেয়াল করিনি। অন্য কি একটা কাজে যেন ব্যস্ত ছিলাম। ঘরের টুকিটাকি কাজ। মেয়েরা যতই আজকাল মহাকাশ পর্যন্ত চড়ে বেড়াক না কেন, ঘরে এসে সে সেই আদুরে বউ অথবা মেয়েটি হয়ে যায়, চিরমায়াময়ী, সর্বজয়ী।

নারী।

নারীরা সবসময়ই এমন। তাদেরকে কষ্ট করতে হয় ঘরে, ঘরের বাইরে, সর্বত্র। সবজায়গায় অত পেতে থাকা কাল বাঘের থাবা, অন্ধকারের বিভীষিকা, আর পরীক্ষা, সব যেন নারীর জন্য তৈরি। কাল পরিবর্তন হয়েছে, সময়ের কত ঘণ্টা মিনিট সেকেন্ড কেটে যাচ্ছে হরদম। নারী, তাকে প্রমাণ করতে হয়, বারে বারে, এই সমস্যাজর্জরিত পৃথিবীতে নারীদেরও সামর্থ্য আছে, যোগ্য কিছু করে দেখানোর।

এবছর নোবেল শান্তি পুরস্কারে তাই তিন তিনটি তারার উপস্থিতি আমাকে আনন্দিত করেছে, ভীষণ। অভিনন্দন জানাচ্ছি, তিন মহীয়সী নারীকে…

এলেন জনসন সারলিফ, লেমাহ বোয়িই , তাওয়াক্কুল কারমানকে……

লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ। এই অত্যুজ্জ্বল নারীকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আফ্রিকার প্রথম নারী সরকারপ্রধান এবং বর্তমানে একমাত্র নারী হিসেবে এই গৌরব এখনো মাথা পেতে রেখেছেন। পৃথিবী দেখতে পেয়েছে, এই ৭২ বয়সী নারীর পদচারণা, সমগ্র ক্ষেত্রে। বাবা ছিলেন নিতান্তই দরিদ্র একজন ছাপোষা মানুষ। কিন্তু, যার আলোয় পৃথিবী একদিন আলোকিত হবে, তাকে বেঁধে রাখা যায় না। অর্থনীতিতে নিজের পেশাগত জীবন গড়ে তোলা এই নারী কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংক, ইউ এন ডি পি এর মত প্রতিষ্ঠানে। লাইবেরিয়ার অর্থমন্ত্রী হিসেবে একদফা দায়িত্ব পালনের পর অবশেষে ২০০৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত এলেন ২৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

লাইবেরিয়ারই আরেক মহীয়সী নারী, লেমাহ বোয়িই। লাইবেরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শান্তিমুলক কর্মকাণ্ড আর তার সমাপ্তির পিছনে যে কয়জন মানুষের ছিল সবচেয়ে বেশি হাত, লেমাহ তাদের অন্যতম। অহিংস উপায়েও কেমন করে এই অস্ত্রসজ্জিত ভয়ানক পৃথিবীতে প্রতিবাদ করা যায়, লেমাহ দেখিয়েছেন। শুধুমাত্র প্রার্থনা আর সঙ্গীত পরিবেশনে যে আন্দোলনের সূত্রপাত হয়, তার পরিসমাপ্তি ঘটে এলেন জনসনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।

ইয়েমেনের নারীদের প্রতিনিধিত্ব করে এই দুইজনের সাথে এবার আরও একজন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলেন। তাওয়াক্কুল কারমান , ইয়েমেনের গণতান্ত্রিক আন্দোলনের কর্মী।মাত্র ৩২ বছর বয়সেই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে তিনি ইতিহাসের পাতায় প্রথম আরব নারী হিসেবে জায়গা করে নিয়েছেন। নিজের তৈরি নারী সাংবাদিকদের নিয়ে সংগঠন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সরকারের বিরোধিতায় ছিল সবসময় সোচ্চার, কয়েকবার কারাবরণও করতে হয়েছে কারমানকে। কিন্তু দমে যান নি, বরং কলমের কালিতে তাঁর কণ্ঠস্বরকে দমানো যায় নি।

এই তিন নারী, এবার যৌথভাবে, তাদের কর্মেই চিনিয়েছেন পুরো বিশ্বকে। নোবেল শান্তি পুরস্কার কমিটির এবারের এই তিন নারীকে পুরস্কৃত করেছেন তাদের বিশেষ অবদানের জন্য।
“শান্তিমুলক কাজে অংশগ্রহণের জন্য অহিংস আন্দোলনের মাধ্যমে নারীদের নিরাপত্তা আর তাদের অধিকারের নিরাপত্তা নিশ্চিত করা” -এই ছিল এই তিন নারীর পুরস্কার পাওয়ার মূল উপজীব্য।

সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের অন্যান্য শাখায় নারীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম। কিন্তু শান্তির এই শাখায় আমরা পেয়েছি অনেক অনেক বিখ্যাত নারীকে, যারা পৃথিবীটাকে তাদের কাজে কর্মে আর চিন্তায় বদলে দেয়ার স্বপ্ন দেখেছেন, দেখে যাচ্ছেন। কয়দিন আগেই আমরা চিরবিদায় জানিয়েছি আফ্রিকার আরেক চিরসবুজ নারী ওয়ানগারি মাথাই কে। সবুজের জন্য তাঁর হাহাকার সবাইকে ছুঁয়ে গেছে। তিনিও স্বপ্ন দেখতেন একটা শান্তিময় বিশ্বের, একটা আলোকিত জীবনময় পৃথিবীর।

স্বপ্ন, আমরাও দেখি, দেখেই যাই। কখনো সত্যি হবে কিনা জানি না। কিন্তু ঝড়ের পর যেমন রৌদ্রকরোজ্জল বসুধা আমাদের স্বাগত জানায়, একদিন তেমন একটা দিন আসবে।

স্বপ্ন দেখতে দোষ কি?

 

 

 

নোবেল শান্তি পুরস্কার ২০১১ বিজেতারা…
বাঁ থেকে… তাওয়াক্কুল কারমান, লেমাহ বোয়িই, এলেন জনসন সারলিফ…

এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

23 Responses to অভিনন্দন….এলেন জনসন সারলিফ, লেমাহ বোয়িই , তাওয়াক্কুল কারমান….

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    লেখাটা তখন পড়েছিলাম, মন্তব্য করার সময় নেট এ প্রব্লেম!

    চমৎকার লাগল! :dhisya: আমি নিজে এঁদের সম্পর্কে কিছু জানতাম না!

    সরবে স্বাগতম! :welcome:

  2. নীল রঙ পরী বলেছেনঃ

    ধন্যবাদ।
    প্রথম দিন এসেই এত একটা বিষয় নিয়ে লিখতে পারব, আশা করিনি।

    স্বাগত জানানোর জন্যও ধন্যবাদ।

  3. কিনাদি বলেছেনঃ

    :welcome: :welcome:

  4. প্রজ্ঞা বলেছেনঃ

    স্বপ্ন দেখতে দোষ কি? সত্যিই তো! তাই তো স্বপ্ন দেখে যাই নিরন্তর! 🙂

    সরবে স্বাগতম আপু! :welcome:

  5. বোকা মানুষ বলেছেনঃ

    স্বপ্ন দেখার মানুষ! ভালো লাগলো।
    বিশ্বজোড়া অভিনন্দন বার্তা এই তিন মহীয়সীর জন্য।
    এই প্রথম তিন জন নারী এক সাথে শান্তির জন্য নোবেল পেলেন!
    একই বিষয়ে তিন জন নারী নোবেল পেলেন।

    • নীল রঙ পরী বলেছেনঃ

      হুম, নারীরাও যে পিছিয়ে নেই, এই তিন নারী প্রমাণ করলেন।
      আমি ব্যক্তিতগভাবে অনেক অনুপ্রেরণা পেয়েছি এই খবরটি শুনে।

  6. নিশম বলেছেনঃ

    কি দুর্দান্ত !!!

    জয় মায়েদের, জয় বোনদের।

    ” জয় বৌদের ” 😛 😛

  7. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    আমি পত্রিকায় পড়ে জেনেছি। এত ভালো লেগেছে 🙂

  8. ফিনিক্স বলেছেনঃ

    যেদিন খবরটা জানলাম যে সবুজের রানি মাথাই আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য দেশে, সেদিন কেমন একটা কষ্টে বকটা হু হু করে কেঁদে উঠেছিল। তখনও ভাবি আর কিছুদিন পরেই এই জল আমার কাছে অন্য এক অর্থ নিয়ে দাঁড়াবে! তিন মহীয়সী নারীর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর যখনই টেলিভিশনে শুনলাম, সাথে সাথে নেটে সার্চ দিয়ে তাদের সম্পর্কে বিস্তারির জানার লোভটা সামলাতে পারলাম না। ভিন্ন ধর্মাবলম্বী এই তিন নারীর প্রয়াস পড়ে এত ভাল লাগল। আর ব্লগে আরেকজন নারীর সেই শান্তি বার্তা তুলে ধরার চেষ্টাটাও অসম্ভব আনন্দ দিল আমায়। :beshikhushi:

    ব্লগে স্বাগতম নীল রঙ পরী। আশা করি এইরকম আরো ইতিবাচক পোস্ট পাব আপনার কাছ থেকে। :welcome:

  9. দারুণ ধরণের আনন্দ লাগে যখন শান্তিতে নোবেল প্রাইজের কথা শুনি, মনে হয় এই মানুষগুলো আছে দেখে এখনো পৃথিবীতে মানুষ আছে, আর এবার আনন্দে লাফাতে ইচ্ছে করেছে, কারণ বৈষম্য দূর করার যুদ্ধে যখন একজন নারী নেতৃত্ব দেন, তখন আবার ইচ্ছে জাগে সত্য আর সুন্দরের পাশে দাঁড়ানোর……
    অনেক কিছুই জানতাম না এঁদের সম্পর্কে…
    দারুণ!

  10. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    এদের কথা পড়ে মনে হয়, এখনও এমন ভালো মানুষ তাহলে আছে পৃথিবীতে!!! 😮 🙂

    সরবে স্বাগতম। :welcome:

    • নীল রঙ পরী বলেছেনঃ

      ভাল মানুষের পৃথিবীতে অভাব নাই… ভাল মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো বেঁচে আছে।

      স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।

  11. নিলয় বলেছেনঃ

    সরবে স্বাগতম 🙂

  12. মাসরুর বলেছেনঃ

    নোবেলপ্রাপ্ত এই তিনজন সম্পর্কে জেনেছিলাম। আবারও ভালোভাবে জানানোর জন্য ধন্যবাদ।

    আমি চিন্তা করি, আমাদের দেশের দুই মহিয়সী কে এখনো নোবেল পুরস্কার দিচ্ছে না কেন কেন কেন? :wallbash: :wallbash: :wallbash:

  13. মাসরুর বলেছেনঃ

    আসল কথা বলতে ভুলে গেলাম!! সরবে স্বাগতম :welcome: :welcome:

    • নীল রঙ পরী বলেছেনঃ

      ধন্যবাদ ভাই।
      নোবেল প্রাপ্তি নিয়ে আমার কোন সন্দেহই নাই।

      খুব শিগগির অন্তত একজন নোবেল(!) পেয়ে যেতে পারেন, দরকার হলে নতুন এক ‘নাইবেল’ উৎপাদন করে অতঃপর পুরস্কৃত হতে পারেন!!

      আমরাও কিন্তু “সাউথ সাউথ” অ্যাওয়ার্ড পেয়েছি( যদিও ঠিক মত বুঝিই নাই কোন দুঃখে আর কারাই বা কেন এই পুরস্কার দিল)।

  14. ভাবের পাগল বলেছেনঃ

    বেশ বেশ well করে সরবে come করলেন দেখি…..
    :welcome:

  15. অনাবিল বলেছেনঃ

    এর আগে তেমন জানা ছিলো না এঁদের সম্পর্কে…… ধন্যবাদ পোস্ট টার জন্য………

    সরবে স্বাগতম!
    🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।