
ফড়িং
ফড়িং, তুমি ওড়ো-
চোখের ফাঁকিতে ওড়ো,
আমার ঘুমের বালিশে ঘোরো।
ফড়িং, তুমি বসো- লাউডগায় তুমি একটুখানি বসো আশার সালিশে আমাকে একটু দোষো।
ফড়িং, তোমার ইতস্তত চোখ- তোমার পাখায় কমলা রঙের রোদ, আমি ধরতে চাই তোমার ছলনা বোধ।
ফড়িং, তুমি একা, আমার হাতের সীমানায়, একা- শুরু হোক তোমার কাছে আমার প্রেম শেখা।
জুলফিকার ইসলাম সম্পর্কে
পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
তা বালিকাটা কে 😉
এই প্রশ্ন করে কোনো লাভ নাই। কারণ এই অনুভূতি একটা কমন অনুভূতি। বালক-বালিকা নির্বিশেষে এই অনুভূতি হয়।
একদসম প্রথমে ‘ফড়িং,তুমি’ এর মাঝে একট স্পেস হবে ভাইয়া! 🙂 আর লেখকের সম্পর্কে লেখার স্থান ফাঁকা কেন! :haturi: কবিতাটা সুন্দর! :love:
ধন্যবাদ আপু কবিতাটা পড়ার জন্য। স্পেস দিয়ে দিলাম। আর আমার প্রোফাইল আপডেট করলাম। ভুলে গেছিলাম।
ফড়িং আর ভালোবাসা একাকার হয়ে গেছে কবিতায়! :love:
ভালো বলেছেন 🙂