আঁধারের কোলাহল

আয়নাতে জেগে ওঠা কথা,
ধোঁয়াশার মাঝে ভাসা ছবি,
হৃদয়ে বয়ে বেড়ানো বারুদ
কেবলই বাড়ায় ক্ষতি।
পিঠে গজিয়েছে পিঁপড়ের মত পাখা,
কপালে ফুটেছে মরণের তিলক,
স্বপ্নেরা থেমে গেছে অনেক আগেই
বাস্তবতা আজ বিপন্নতার বাহক।
মরছি খুঁজে আমার সমাধি,
জীবন পথে চলছিল যে
গতকাল অবধি।
রুদ্ধদ্বার গলায় জড়ানো দড়ি,
স্বপ্নেরা বেরিয়ে গেছে ছুটে পড়িমড়ি;
রৌদ্রের আলোয় রাঙানো পথ.
ঢাকা পড়ে গেছে নিভিয়ে সব শপথ।
চারিদিকে শুধু ফিসফাস কিছু কথা
ব্যথা বেদনার ছল,
একেই তবে বলে বুঝি
আঁধারের কোলাহল!

ঝরা পালক সম্পর্কে

মনসাগরের তীরে বসে নিভৃতে ছিপ ফেলে বড়শিতে গেঁথে স্বপ্ন ধরে বেড়াই! রঙিন মাছগুলো যেমন জল ছেড়ে বাইরের আলো হাওয়ায় এলেই তাদের জীবন হারিয়ে বসে, স্বপ্নেরাও বোধ হয় তেমন..বাস্তবে রূপ পেতেই কেমন যেন ফিকে হয়ে আসে :( https://facebook.com/nadiatasnim.ahmed
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to আঁধারের কোলাহল

  1. অক্ষর বলেছেনঃ

    কবিতা পড়া হয় না খুব কিন্তু ভালো কিছু পেয়ে গেলে তো পড়েই ফেলতে হয় ! :happy:

    সুন্দর হয়েছে। আর সরব থাকুন সবসময়।

    :welcome:

  2. শাহরিয়ার বলেছেনঃ

    আররে…! চমৎকার!! আশেপাশে যে এত কবি আছে তা তো টেরই পাওয়া যায় না!! 😀

    :welcome:

    কবিতা আসলে একটু কম বুঝি, তাই এর ভিতরের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করার দুঃসাহস করছি না। তবে, আসলেই ভাল লেগেছে পড়ে। :happy:

    লিখতে থাক। 🙂

  3. কানিজ আফরোজ তন্বী বলেছেনঃ

    :welcome:

    কবিতাটা নিঃসন্দেহে ভালো। তবে প্রথমবার পরেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। 🙁
    বিশেষ করে এই লাইন দুটি পড়ে তো বেশ হতাশা তৈরি হয়-
    “স্বপ্নেরা থেমে গেছে অনেক আগেই
    বাস্তবতা আজ বিপন্নতার বাহক।”

    স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা অনেক তীব্র হতে হবে রে পিচ্চি। বাস্তবতার কাছে হেরে গেলে হবেনা। আর জীবনে আঁধার যেমন আছে, আলোও কিন্তু আছে। 😀

    সরব থাকো। শুভকামনা। 🙂

  4. আরণ্যক বলেছেনঃ

    ভারী সুন্দর তো!!
    কিন্তু এত হতাশা কেন কবিতায়?? 🙁
    :welcome:
    শুভকামনা সতত..

    ছোট্ট একটুখানি সংশোধন– *ব্যথা 😛

  5. ঝরা পালক বলেছেনঃ

    ধন্যবাদ অক্ষর ভাইয়া, শাহরিয়ার, তন্বী আপু, আরণ্যক 🙂 ভালো হয়েছে কিনা জানি না… তবে একটা জায়গা থেকে শুরু করতে হতো বলে শুরু করে দেয়া।
     আশেপাশে আরো কবি আছে নাকি শাহরিয়ার? কই জানতাম না তো। 🙂
    হুম.. কিছুটা হতাশা থেকেই বোধ হয় লিখা আপু। তবে আলো আসবেই, তাই না!
    ঠিক করে নিচ্ছি আরণ্যক 🙂

    • ফিনিক্স বলেছেনঃ

      ঝরাপু, প্রত্যেকের মন্তব্যের উত্তর আলাদা আলাদা করে দিয়ে দেন। প্রত্যেকের মন্তব্যের নিচে দেখেন ‘রিপ্লাই’ নামের একটা অপশন আছে। রিপ্লাই না দিলে অন্যদের কাছে নোটিফিকেশান যাবে না। তাই কাকে স্পেসিফাই করে কী বলছেন, সেটা অন্যরা জানতে পারবে না। 🙁

      লেখকের সাথে পাঠকের একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত না? প্রত্যেকটা পাঠকের তাহলে আলাদা করে ভালো লাগবে লেখক বা কবির সাথে কথা বলতে পেরে। 🙂

  6. অবন্তিকা বলেছেনঃ

    কবিতাটা খুব সুন্দর! দুই তিনটা প্যারা করতে পারতেন! লিখতে থাকুন… লেখকের সম্পর্কে লেখার স্থানে অতি স্বত্তর কিছু লেখা দেখতে চাই। শুভ কামনা!
    :welcome:

    • ঝরা পালক বলেছেনঃ

      ধন্যবাদ অবন্তিকাপু 🙂 আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।পরেরবার থেকে  formatting এর দিকে নজর দেব আপু.. মাত্রইতো শুরু করলাম,আস্তে আস্তে সব গুছিয়ে নেব 🙂

  7. ফিনিক্স বলেছেনঃ

    কবিতার থিম দারুণ লেগেছে!
    আঁধারের কোলাহলেই মানুষ নিজেকে খুঁজে পায় পুরোপুরি- নিজের গ্লানি, ভুল কিছুই লুকিয়ে থাকে না তখন। যদিও কষ্টগুলোই বেশি কড়া নাড়ে, তবু নিজের ভেতরের ‘আমি’টাকে চিনতে পারা জরুরি, নিজের জন্যই।

    :welcome: আপু!
    নিয়মিত লিখবেন অবশ্যই।

    অবন্তিকার মত ‘লেখকের সম্পর্কে’ আমিও জানতে ইচ্ছুক! 😀

  8. গাঙচিল বলেছেনঃ

    বাহ্‌! বেশ সুন্দর কবিতা তো! কিন্তু পড়ে এমন মন খারাপ হয়ে যাচ্ছে কেন? 🙁 🙁

    আপনাকে ‘সরব’ হতে দেখে খুবই ভাল লাগল। :love:

    কিন্তু স্বপ্নরা থেমে গেলে তো চলবে না! :nono: নতুন করে অনেক অনেক স্বপ্ন দেখে রকেটের গতিতে ছুটে যেতে হবে…… 😐

    সরবে সময় ভাল কাটুক-এই শুভকামনা রইল। 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।