আজ কেউ আছে ঘুমেই বিভোর অলস রাতের শেষে
আড়াল করেছে আঁখি ফড়িংয়ের ডানা দিয়ে,
প্রজাপতিরাঙা পর্দা দিয়েছে টেনে
যেই দ্বার দিয়ে খরতাপ পড়ে ঢুকে।
এরা ভীরুপ্রাণি। এদের কথাটি থাক।
বাসন্তী হাওয়া বসন্তে মিশে যাক।
তুমি ডুবে আছো কেন প্রিয় বিনয়ী অহংকারে?
নির্বোধ বিশ্বাসে কখনো, আবার
প্রশ্নের বেড়াজালে?
যদি আজো তুমি দেয়াল গড়েই চলো,
যদি আজো তুমি বিভেদের কথা বলো,
জোছনার রঙ রক্তে খুঁজেছো তবে?
জেনো স্বপ্নরা অধরাই থেকে যাবে।
নিঃস্বার্থ যাতনায় কাঁপে তাই কারো কারো মন।
ঊষার আকাশে দেখো লেখা আছে,
“তোমাকেই প্রয়োজন।”
ছোট্ট একটি আশালতা ওঠে জেগে
নির্ভরতার বৃক্ষের বাহু ধরে।
অনাদি সত্য বেঁচে থাক তব ঘরে।
যদি ‘তুমি’,’আমি’ পলিমাটি ভালোবাসি
তবে ‘আমি’,’তুমি’ নির্ভীক হাসি হেসে,
সযতনে রাখি ছোট্ট সে চারাটিরে।
জানি আমরা-ই ঝড়ের রাত্রে সমুদ্র পাড়ি দেবো।
জানি আমরা-ই প্রবল হাওয়ায় প্রদীপ জ্বালিয়ে যাবো।
জানি আমরা-ই গড়ে যাবো ভিত সুদৃঢ় বিশ্বাসে!!
উজ্জ্বল নীল কপালে পরাবো টিপ।
একটি প্রাণময় শান্ত-সবুজ ব-দ্বীপ।
আগেই পড়েছি 🙂 খুবই সুন্দর হয়েছে আরণ্যক!
“যদি আজো তুমি দেয়াল গড়েই চলো,
যদি আজো তুমি বিভেদের কথা বলো,
জোছনাররঙ রক্তে খুঁজেছো তবে?
জেনো স্বপ্নরা অধরাই থেকে যাবে।”…সুন্দর :clappinghands:
ধন্যবাদ ঝরা! বৃষ্টির মত ঝরে ঝরে পড়া শুভেচ্ছা! :love:
কবিতাটা সুন্দর তো
ভালো লেগেছে 😀
অনেক ধন্যবাদ শারমিন’পু… :beshikhushi: আপনার ভালো লাগায় আমারও ভালো লাগলো! :happy:
আরণ্যকের লেখা আমার প্রিয় কবিতা, আরো একবার পড়লাম মুগ্ধতা নিয়ে। :beshikhushi:
আরো একবার ধন্যবাদ জানাই। ভালো থেকো আপু। :guiter:
কিছু সুন্দর সুন্দর শব্দগুচ্ছ চমৎকার করে সাজিয়ে যে এমন মন কেড়ে নেয়া অভিব্যাক্তি সৃষ্টি করা যায়, আপনাদের মত কিছু নতুনদের লেখা কবিতাগুলো পড়ে তা দিন দিন টের পাচ্ছি……
কবিতার প্রতি আমার খুব বেশি আসক্তি ছিলা না আগে, কিন্তু এই কবিতাটা খুব ভাল লাগল পড়তে। বিশেষ করে-
“তুমি ডুবে আছো কেন প্রিয় বিনয়ী অহংকারে?
নির্বোধ বিশ্বাসে কখনো, আবার
প্রশ্নের বেড়াজালে?
…………
জানি আমরা-ই ঝড়ের রাত্রে সমুদ্র পাড়ি দেবো।
জানি আমরা-ই প্রবল হাওয়ায় প্রদীপ জ্বালিয়ে যাবো।
জানি আমরা-ই গড়ে যাবো ভিত সুদৃঢ় বিশ্বাসে!!
উজ্জ্বল নীল কপালে পরাবো টিপ।
একটি প্রাণময় শান্ত-সবুজ ব-দ্বীপ।” -এই লাইনগুলো খুব বেশিই ভাল লেগেছে। (আগেই একবার পড়েছিলাম 😛 )
“বিনয়ী অহঙ্কার”…… মুগ্ধ হয়ে গেলাম। :love:
তুমি আবার আপনি-আপনি বলছো কেন? :haturi:
ধন্যবাদ গাঙচিল! গাঙ হতে ভেসে আসা ঠান্ডা জলো বাতাসের শুভেচ্ছা!
:beshikhushi:
আমিও মুখ ধুয়ে ফেললাম কমেন্ট পড়ে! 😛
একটু শোধ নিলাম আর কি…… :fire: :guiter:
খুব সুন্দর। :love:
খুব সুন্দর (মন্তব্য)… 😀
ধন্যবাদ সামিরা’পু।
মন ভালো করে দেয়ার মতো কবিতা 😀
পড়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। 😀 ভালো থাকুন! শুভকামনা।