ইয়া বড় সাইজের এপ্রোনের একটা হাসি :)

ফাইনাল প্রফের আগের কথা, তখন পেশেন্ট দেখতে প্রায়ই হয় সকাল নাহয় বিকাল বা রাতে হাসপাতালে যেতে হয় রুগী দেখতে, এক্সামিনেশন করতে।

একদিন এরকম মেডিসিনের এক্সামিনেশন করার জন্য ওয়ার্ডে গেলাম। দরজার পাশেই পেলাম হিউজ অ্যাসাইটিস সহ CLD এর এক পেশেন্ট। সবার দৃষ্টি গেল তার দিকেই, গিয়ে দাঁড়ালাম। একবন্ধু পেশেন্টের বডি সোজা করতে গিয়ে হঠাৎ করে হাত লেগে গেল বাম হাতে লাগানো ক্যানুলাতে, কিন্তু নড়ে যায় নাই। এমনিতেই CLD এর পেশেন্ট তার উপর এই ব্যাথ্যা পেয়ে সে বিশাল চেচামেচি করা শুরু করল- আমরা সবাই পরলাম বিব্রত এক অবস্থায়। বিভিন্নজন তাকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করছে, ক্যানুলা দেখে বলছে ঠিক আছে কোন সমস্যা নাই। কিন্তু সে আর থামেনা।
আমাদেরই আরেক বন্ধু পিছনে দাঁড়িয়ে দেখছিল, সে এবার সামনে এল। রুগীর মাথায় হাত রাখল, স্বভাবমত সুন্দর একটা হাসি দিয়ে আস্বস্ত করল, হাত ক্যানুলার ভেইনের উপর দুই তিনবার ট্যাপিং করে বললঃ “চাচা! ঠিক হয়ে গেছে না এখন, সব ঠিক তো” আর মুখে লেগে থাকা সেই হাসি!

এদিকে অস্থির রুগীও দেখি কি সুন্দর থেমে শান্ত হয়ে গেল, সেও একটা হাসি দিয়ে বলল “হ্যাঁ ঠিক আছে!”

আমরা সবাই তো অবাক! ঘটনা কি? পরে এক্সাম শেষে তাকে জিজ্ঞেস ক্রলাম সবাই মিলে কিরে রহস্যটা কিরে? সে বলল- কেন? হাসি, তোরা রুগীর চেচামেচি দেখে সব ভরকায় গিয়ে মুখ কাচুমাচু করেছিলি, আর আমি যেয়ে দিলাম একটা হাসি  🙂

আমি বলে উঠলাম- আরো দুইটা বাদ পরেছে… তোর এপ্রোন (ওই শুধু এপ্রোন পরা ছিল) আর তোর সাইজ! যে সাইজ তাতে তো ডাক্তারই মনে করবে যে কেউ!

এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to ইয়া বড় সাইজের এপ্রোনের একটা হাসি :)

  1. শারমিন বলেছেনঃ

    😀 এই যে আমিও হাসি দিয়ে বললাম যে মজা পেয়েছি ভাইয়া 😛
    একটা সুন্দর আর আন্তরিক হাসি অনেক সমস্যার সমাধান করে দিতে পারে 😀

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    এত বেশি জার্গন! ডাক্তার ভুঁই পাই!
    জার্গনগুলা যারা বুঝবে ভালো তারা হয়ত বেশি মজাটা পাবে

  3. ফিনিক্স বলেছেনঃ

    হাসির মত বড় ওষুধ পৃথিবীতে আর নাই! :happy:

  4. সামিরা বলেছেনঃ

    :happy:

  5. অনাবিল বলেছেনঃ

    হিউজ অ্যাসাইটিস, CLD ( clear decrement mode??? 😛 ) ইত্যাদি
    টার্ম গুলো বুঝলাম না, কিন্তু মজা লেগেছে অনেক পড়ে…… :happy:

    আন্তরিক হাসিমাখা ব্যবহার সবসময় মন এতোটাই ছুঁয়ে যায় যে বহুক্ষণ ভালো লাগার একটা রেশ রেখে যায়…… :happy: :happy:

  6. গাঙচিল বলেছেনঃ

    জার্গনগুলো হয়ত প্রফেশনালরা ভাল বুঝতে পারবেন। আমাদের মত আম-জনতারা বুঝতে গিয়ে হিমশিম খাবেন। :thinking:

    CLD= Chronic Liver Disease আর ক্যানুলা যে কী জিনিস সেটা গুগলি করে অবশেষে বুঝলাম! 😯

    অবশ্য মূল থিমটা বুঝতে সমস্যা হয় নাই! ডাক্তারের হাসি…… :angel_not:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।