শিরোনামহীন পোস্ট

চিকিৎসক ইভা হত্যাকাণ্ড: কেউ কথা রাখে নি ।

চিকিৎসক ইভার কথা মনে আছে? উহু, মনে নেই ???না থাকারই কথা ।কারন সে তো আর লাক্স তারকা রাহা কিম্বা নায়ক সালমান শাহের মত বিখ্যাত কেউ না।সামান্য চিকিৎসক ছিলেো মাত্র । সমাজ সংসারের বিশেষ গুরুত্বপূর্ন কেউ তো আর না ! এমন অখ্যাত মানুষকে সাধারন মানুষ মনে রাখবেই বা কেন?

সাধারণ মানুষদের কথা না হয় বাদ দিলাম। চিকিৎসকদের তারা কসাই,রক্তচোষা হিসেবেই জানেন।কিন্ত তার নিজের পেশাজীবী চিকিৎসকরা ?তারা কি তাকে মনে রেখেছেন? নাকি “শক্ত স্নায়ুর” লোক বলে তারা সব ভুলে গেছেন? বড় বড় কথার ফুলঝুরি ছুটিয়ে দেওয়া নারীনেত্রীরা আজ কোথায়?চিকিৎসকদের অভিভাবক নামে পরিচিত সংগঠন বিএম এ,তারা কি তাকে মনে রেখেছেন ? নাকি বাতিলের খাতায় পরে আছে সেটা ।আর BRAC নামের তথাকথিত “লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা”-র ধ্বজাধারী সংগঠনটিরই বা ভুমিকা কি? খালি প্রতিশ্রুতি দিয়েই কি তাদের দায়িত্ব শেষ? বিভিন্ন মেডিকেলে পড়ুয়া তার ছোট ভাইবোনদেরই বা কি হলো?তারাও কি তাকে ভূলে গেছে ?হয়তো বা। কারণ আইটেম ,প্রফের ঝামেলায় কি এতসব মনে রাখা যায়!

যারা ভুলে গেছেন, তাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি ।সাজিয়া আফরিন ইভা একজন চিকিৎসক ছিলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪১ তম ব্যাচের একজন মেধাবী ছাত্রী ছিলেন!দুই- দুইবার পেশাগত পরীক্ষায় মেধাস্হান দখল করেছেন ।FCPS PART -2 অধ্যয়নরত ইভা দক্ষিনখান ব্র্যাক হাসপাতালে কর্মরত থাকাকালে ঐ প্রতিষ্ঠানেরই ওয়ার্ডবয় ফয়সাল তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে ।সম্ভাবনাময় একটি স্বপ্নের অপমৃত্যু হয় এই ঘটনার মধ্য দিয়ে ।হৃদয়বিদারক এই ঘটনা মনে করিয়ে দেবার উদ্দেশ্যে কিন্তু এই লেখাটি লিখিনি ।

ইভা হত্যাকাণ্ডের মত এত বড় ঘটনা ঘটার অনেক পরেও কিন্ত সাধারন মানুষ কিছুই জানত না। এর অবশ্য কারন আছে।ইভারা সাগর রুনিদের মত বিখ্যাত কেউ নয় ।সাগর রুনিদের উদারমনা সহকর্মী আছেন।তারা প্রতিবাদ করতে জানেন ।তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনে আল্টিমেটাম দেয়ার সাহস রাখেন।কিন্ত ইভার সহকর্মীদের এতটা সাহস নেই।তারা মৌনতা পছন্দ করেন ।প্রতিবাদ করার চাইতে নিজ নিজ চেম্বারে বসে টু পাইস কামানোর ধান্দায় ব্যস্ত থাকতেই তারা ভালবাসেন ।ফেসবুকে স্ট্যাটাস আর কয়দিন কালো ব্যাজ পরেই তাদের দায়িত্ব শেষ করেন।তিনি যে সংগঠনে চিকিৎসক হওয়ার পর থেকে চাদা দিয়ে এসেছেন,তাদেরও এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় নেই ।এতসব কারনে হয়ত এই ইস্যুটি ধামাচাপা পরে যেতে পারত। ।অভিযোগ আছে ব্রাক নাকি এ ঘটনা চেপে যেতে সব রকম চেষ্টা করেছিল ।তবে নায়লা রহমান,শাহানা শানু,জেসিকা ইরফানসহ মেডিকেল স্টুডেন্টদের উদ্যোগের কারনে সেটি সফল হয়নি।সিলেট ওসমানী মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেলের স্টুডেন্টরা JUSTICE FOR DR SAJIA AFRIN EVA ও আরো কয়েকটি ফেসবুক গ্রুপের ব্যানারে প্রতিবাদ গড়ে তোলে।তাদের উদ্যোগে ঢাকা ও সিলেটে মানব বন্ধন হয় ।এতে নড়েচড়ে বসে সবাই ।কুলুপ এঁটে বসে থাকা নারী সংগঠনগুলোর ভুমিকা নিয়েও সমালোচনা হয় ।বিএমএ-রও ঘুম ভাঙে ।দাবি আদায়ে নানা কর্মসূচীর ঘোষণা দেয় তারা ।আদালত সুয়োমাটো রুল জারি করে।এদিকে পুলিশ দুদিনের মাথায় গ্রেফতার করে আসামী ফয়সালকে ।ব্র্যাকও এগিয়ে আসে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ।ফলাও করে তারা প্রচার করে “As soon BRAC Management heard of this great tragedy, the organization decided to provide all support to her family including logistical, financial, legal and emotional support to help deal with this immense loss.”।ঘটনার এত অগ্রগতি দেখে আশায় বুক বাঁধেন ইভার পরিবার ও এর সাথে জড়িতরা।

তবে সে আশায় গুড়ে বালি হতে বেশিদিন সময় লাগে নি ।ব্রাক কোন প্রতিশ্রুতিই রক্ষা করে নি ।তারা কোনপ্রকার সাহায্য কিম্বা ক্ষতিপূরণ দেয়নি নিহতের পরিবারকে ।এছাড়া সরকার,বিএমএ পরবর্তিতে সেভাবে কোন সহযোগিতা করেনি।মহামান্য আদালতও পরে আর কোন নির্দেশনা দেন নি।মামলারও কোন অগ্র্র্রগতি নেই।সবমিলিয়ে এখন যে অবস্হা চলছে,তাতে নিহতের পরিবার ন্যয়বিচার ও যথোপযু্ক্ত ক্ষতিপূরন পাবে কিনা সেটা একমাত্র উপরওয়ালাই জানেন।।

কৃতজ্ঞতা: JUSTICE FOR DR SAJIA AFRIN EVA

শুকপাখি সম্পর্কে

নিজেকে নতুন করে আবিষ্কার করার অভিপ্রায় বুকে লালন করি সবসময়ই।তাই হয়ত নিরানন্দ মেডিকেল লাইফের বাইরের জগত সম্পর্কে আমার জানার আগ্রহে কমতি নেই,বরং বোধহয় একটু বেশিই।জানতে, জানাতেই লেখার চেষ্টা করি।লেখা সুখপাঠ্য হয় কিনা জানি না,না হলে না হোক;নিজের আনন্দ লাভের এ উপলক্ষ ছাড়তে চাই না কখনই।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

1 Response to শিরোনামহীন পোস্ট

  1. মাধবীলতা বলেছেনঃ

    বলার কিছু পাই না আর। দমবন্ধ লাগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।