শ্রদ্ধেয় স্টিভ জবস,
আপনাকে নিয়ে একটা লেখা লিখব লিখব করেও লেখা হচ্ছিলো না। কী নিয়ে লিখব? কী দুর্দান্ত আপনার প্রেজেন্টেশন? কী অসাধারণ আপনার নেতৃত্ব দেবার ক্ষমতা? সাধারন ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা বোঝার ব্যাপার? … আপনি মারা যাবার পর সবাই তাদের প্রোফাইল চেঞ্জ করল, স্ট্যাটাস দিলো, টুইট করল। আমি ভাবছিলাম কী করা যায়? মনে হলো আপনার দুর্দান্ত জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে লিখলে, কেমন হয়? নিজের জন্য, সবার জন্য।
প্যাশন (স্পৃহা):
Your work is going to fill a large part of your life, and the only way to be truly satisfied is to do what you believe is great work. And the only way to do great work is to love what you do. If you haven’t found it yet, keep looking. Don’t settle. As with all matters of the heart, you’ll know when you find it. And, like any great relationship, it just gets better and better as the years roll on. So keep looking until you find it. Don’t settle.
এবং
“Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma – which is living with the results of other people’s thinking. Don’t let the noise of other’s opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition.
আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি – আমাদের কর্মক্ষেত্র/শিক্ষা প্রতিষ্ঠানে যাই – দারুণ বিরক্তি নিয়ে! কারণ শেষ পর্যন্ত আমরা প্রায় সবাই এমন কাজটিই করি – যেটার ব্যাপারে আমরা প্যাশনেট না! যেই কাজটি আমরা ভালোবাসি না! তাই আমাদের কাজে যেতে ইচ্ছে করে না, কাজ করতে গিয়ে আমরা ক্লান্ত হই – আমরা ভালো কিছু করতে পারি না!
কাজের প্রতি প্যাশন থাকলেই কেবল ভালো কিছু করা সম্ভব। এবং সে ক্ষেত্রে আমাদের শুনতে হবে নিজেদের ভেতরের স্বরকেই! আমার আমিকেই! আমিই জানি কেবল – আমি কী চাই!
“Being the richest man in the cemetery doesn’t matter to me … Going to bed at night saying we’ve done something wonderful… that’s what matters to me.”
অর্থের পেছনে না- ছুটতে হবে প্যাশনের পেছনে!
টিম স্পিরিটঃ
আপনি নিজে একজন দক্ষ লোক ছিলেন, দক্ষ লোকও নিয়োগ করতেন। অ্যাপল এর সাফল্যের পেছনে সঠিক টিম স্পিরিট ছিলো শুরু থেকেই। আপনার প্রতিটা কীনোটে পুরো টিমকে ক্রেডিট দিতেন।
My model for business is The Beatles: They were four guys that kept each other’s negative tendencies in check; they balanced each other. And the total was greater than the sum of the parts. Great things in business are not done by one person, they are done by a team of people.
টিম এর গুরুত্ব বুঝতে পারা মানে কাজের অনেক দূর এগিয়ে যাওয়া!
আপনার আরেকটা শিক্ষণীয় উক্তি
Innovation has nothing to do with how many R&D dollars you have. When Apple came up with the Mac, IBM was spending at least 100 times more on R&D. It’s not about money. It’s about the people you have, how you’re led, and how much you get it.
এবং টিম স্পিরিট ব্যাপারটা যে কী কুল হতে পারে সেটা আপনার চেয়ে ভালো কে বুঝেছে?
[pullquote]It’s more fun to be a pirate than to join the navy.[/pullquote]
প্রোডাক্ট/ পণ্যঃ
“We think the Mac will sell zillions, but we didn’t build the Mac for anybody else. We built it for ourselves. We were the group of people who were going to judge whether it was great or not. We weren’t going to go out and do market research. We just wanted to build the best thing we could build.
ভালো পণ্য বানানোর জন্য এত চেয়ে ভালো মন্ত্র আর কী হতে পারে?
সিমপ্লিসিটিঃ
“That’s been one of my mantras — focus and simplicity. Simple can be harder than complex: You have to work hard to get your thinking clean to make it simple. But it’s worth it in the end because once you get there, you can move mountains.”
অ্যাপল পণ্যের সিমপ্লিসিটির কথা সবাই জানে! আমাদের দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য এটি দারুণ জরুরি বলে মনে করি।
হতাশা এবং ভবিষ্যৎঃ
আপনার আরেকটি অসাধারণ উক্তি আছে।
“You can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something — your gut, destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life.”
আসলেই তো! আমরা কত কিছুর মধ্য দিয়ে যাই- আমরা কী সব জানি কোন শিক্ষা/অভিজ্ঞতা আমাদের কী কাজে লাগবে? একদম হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে নিজের কাজটি করে যেতে হবে। আপনার জীবনের এত উত্থান পতনের মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে বড় শিক্ষা! কোন অভিজ্ঞতা কোথায় কাজে লাগে- কেউ জানে না, কেউ জানে না! (উনার স্ট্যানফোর্ডে দেয়া স্পীচটা যারা পড়েন নি, প্লিজ পড়ে ফেলুন!)
পরিবারঃ
আমি নীচের এই ছবি দেখি আর মুগ্ধ হই!
প্রিয় স্টিভ জবস
আপনার অ্যাপল থেকে পদত্যাগের পর অসংখ্য লেখা বেরুলো, এর মধ্যে এই লেখা ((http://lisenstromberg.wordpress.com/2011/08/29/my-neighbor-steve-jobs/))পড়ে আমি কেঁপে উঠেছিলাম। ” I will think of the day I saw him at his son’s high school graduation. There Steve stood, tears streaming down his cheeks, his smile wide and proud, as his son received his diploma and walked on into his own bright future leaving behind a good man and a good father who can be sure of the rightness of this, perhaps his most important legacy of all.”
সুখী হবার একটি পূর্ব শর্ত হচ্ছে সঠিক মানুষদের সাথে সময় ব্যয় করা। আমরা কাজের/পড়ার ব্যস্ততায় – ক্যারিয়ার এর ইঁদুর দৌড়ে নিজের আপনজনদের কতটা সময় দেই? অর্থ/ক্যারিয়ার এর পেছনে ছুটতে গিয়ে যদি আমরা আপনজনদের হারিয়ে ফেলি তাহলে সেই অর্থ/খ্যাতির কি হবে?বাসার বাইরে/আড্ডায়/ ফেইসবুকে বেশি সময় ব্যয় করি- পরিবার খুউউব গুরুত্বপূর্ণ। এটা সবার মাথায় রাখা উচিৎ। [ জন গ্রুবার অ্যাপলকে স্টিভ জবসের সেরা কৃতিত্ব বলতে পারেন ((http://daringfireball.net/2011/08/resigned)), কিন্তু আসলে সেটা হবে তাঁর পরিবার!]
লক্ষ্য
[pullquote]“We’re here to put a dent in the universe. Otherwise why else even be here?”[/pullquote]
আমার আপনার বলা সবচেয়ে প্রিয় উক্তি হচ্ছে এটি। আসলেই তো! আমরা যদি এমন কিছু না করতে পারি যে মানুষ আমাদের মনে রাখবে তাহলে জন্মালামই বা কেন?
মৃত্যুঃ
মৃত্যু এবং প্যাশন নিয়ে এর চেয়ে ভালো উক্তি আমি কখনো পড়ি নি, শুনি নি।
Remembering that I’ll be dead soon is the most important tool I’ve ever encountered to help me make the big choices in life. Because almost everything — all external expectations, all pride, all fear of embarrassment or failure — these things just fall away in the face of death, leaving only what is truly important.Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. You are already naked. There is no reason not to follow your heart.
(নেট থেকে পাওয়া একটি ছবি শেয়ার করছি)
এক নজরে ২১ শিক্ষা
মুনির হাসান স্যার একটি চমৎকার সিরিজ লিখছেন না পড়ে থাকলে আজই শুরু করুন এখানে
কৃতজ্ঞতা ((ছবি লিঙ্ক http://mindmappingsoftwareblog.com/21-life-lessons-from-steve-jobs/))
স্টিভ জবস এর স্পীচ এর বাংলা লিঙ্ক ((http://www.somewhereinblog.net/blog/bilashbdblog/28965380))
স্টিভ জবস, অসম্ভব প্রিয় একজন মানুষ …
অসাধারণ!!
“We’re here to put a dent in the universe. Otherwise why else even be here?”
সত্যিই তো, “আমরা যদি এমন কিছু না করতে পারি যে মানুষ আমাদের মনে রাখবে তাহলে জন্মালামই বা কেন?”
অসম্ভব প্রিয় একজন মানুষকে নিয়ে খুবই অনুপ্রেরণামূলক একটা পোস্ট! 😀
Lets livelikesteve!
ভালো লাগল। :huzur:
‘Stay Hungry, Stay Foolish’ এই কথাটা সারাজীবন মেনে চলব..
দারুণ লাগলো 🙂 প্রিয় স্বরে নিলাম 😀
ছবিগুলো এত জীবন্ত কেন?
চোখ ভিজে গেল কেন যেন। ভাল লাগছে না।
ভাল মানুষগুলো বেশিদিন থাকেন না কেন আমাদের সাথে?
অনেক ভালো লাগল। স্টিভ জবস এর খবর শুনে আমার চোখ ভিহে গিয়েছিলো। মানুষটাকে এতো পছন্দ করতাম জানা ছিলো না। স্যালুট হিম।
চমৎকার সব কথা। উনি যে অসাধারণ একজন মানুষ ছিলেন, তা তার চিন্তাভাবনা থেকেই বোঝা যায়। Hats off to him.
:clappinghands:
স্টিভের বক্তৃতা পড়ে মুগ্ধ হয়েছিলাম।
“Being the richest man in the cemetery doesn’t matter to me … Going to bed at night saying we’ve done something wonderful… that’s what matters to me.”আর
“You can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something — your gut, destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life.”
আমার খুব প্রিয় এই কথাগুলো……..
খুব ভালো লাগলো পড়ে……………..
চমৎকার মানুষকে নিয়ে চমৎকার পোস্ট।
কী যে ভাল লাগলো পড়তে!
প্রিয় স্বরে নিলাম। 🙂
ধন্যবাদ! কেন জানি না আজ এই পোস্ট এ আসলাম!
বেশ প্রিয় একটা পোস্ট।
নিজের কাছেই
“You can’t connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something — your gut, destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life.”>> কী অসাধারণ উক্তি!
আর পারিবারিক ছবিটার প্রতি ‘ভালোবাসা’।
মৃত্যু নিয়ে লেখা উক্তিটা কী ভয়ংকর! আমাকে ছুঁয়ে গেছে!
সবচেয়ে খারাপ লাগছে, আগে এসবের কিছুই জানতাম না! শুধু একটা মানুষ ঝরে যাওয়ার পর, এত পরে কেন জানলাম? নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে, ক্ষুদ্র মনে হচ্ছে।
একটা সাজেশন, জানি এইরকম লেখার সাথে সেটা কিছুতেই যায় না, তবুঃ
‘সাধারন’ বানানটা ‘ণ’ দিয়ে হবে।
মারাত্মক হয়েছে লেখাটা- Steve Jobs এর quotes এর বাছাইও সুন্দর 🙂
স্টিভ জবস ,প্রিয় একজন মানুষ 8)
১ বছর 🙁
দারুণ লিখেছেন 🙂
খুব ভাল লেগেছে!লেখক কে অনেক ধন্যবাদ ………