কলেজ থেকে ফিরে ঘরে ঢুকেই ব্যাগটা বিছানার একপাশে ছুড়ে মারল রোমানা। মনটা আজ ভীষণ খারাপ ওর। ক্ষোভে অপমানে চোখদুটো দিয়ে জল আসতে চাইছে। এখানে ওর দোষটা কোথায়? ও দেখতে তেমন ভাল নয় কিন্তু এটাই কি সব?
রোমানা ঢাকার এক নামী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখায় ভালই। ভাল গান গায়। স্কুলের বিভিন্ন ফাংশনে প্রায়ই গাইতো, প্রাইজও পেয়েছে বেশ কয়েকবার। কলেজে ভর্তি হবার পর এই প্রথম কোনো ফাংশনে গাইছে ও। এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটা অনুষ্ঠান হবে ওদের কলেজে। ওখানে একটা সম্মিলিত রবীন্দ্রসঙ্গীতে গাইবার কথা ওর। এজন্য রিহারসেল চলছে কদিন ধরে। আজকে রিহারসেলে ওদের ম্যাডাম তুললেন প্রথম কথাটা।
“রোমানা তুমি সামনের সারিতে দাঁড়িয়ো না…”
“কেন ম্যাম? আমার তো প্রথম অন্তরার অংশটুকু শুরু করার কথা।”
“দেখ, যা বলছি শোন। তুমি পেছনের সারির ওদিকটায় গিয়ে দাঁড়াও।”
রোমানা ভালই জানতো ওখান থেকে ওকে একদম দেখাই যাবে না। যাই হোক এতে তেমন কিছু মনে করে নি সে। কিন্তু মায়াকে বলা ম্যামের পরের কথাগুলো ওর মনে যেন শেল হয়ে বিঁধল।
“মায়া…এদিকে এসো। তুমি রোমানার জায়গায় গিয়ে দাঁড়াও।”
“কিন্তু ম্যাম প্রথম অন্তরাটুকুতো রোমানার গলায় ভাল শোনায়। তাছাড়া আমার গলাও খানিকটা বসা।”
“ওতে কি? তোমার লুক ভাল বলেই তোমাকে এখানে দাঁড়াতে বলছি, রোমানা ওখানে দাঁড়ালে কি স্টেজে ভাল দেখাবে? কেমন বেঢপ দেখতে…”। শেষ কথাগুলো বলার সময় ম্যামের দাঁতমুখ যেন খিচড়ে উঠলো।
সে শুনছে এটা জানার পরও কিভাবে কথাগুলো এভাবে বলে গেলেন উনি ভেবে পায় না ও। ম্যামের কথা শেষ হতেই আশেপাশে কানাকানি শুরু হয়ে গেল। ও শুনেও শুনছিল না। লজ্জায় মনে হচ্ছিল তক্ষুনি মরে যায়।
রিহারসেলের বাকি সময়টুকু যে কিভাবে গেছে ও জানে না। শুধু জানে এত কষ্ট করে গলায় তোলা গানের একটি লাইনও ওর মাথায় আসছিল না। মাথায় ঘুরছিল কেবল ওই শেষ শব্দকটি…
বাসায় ফিরে নিজের রুমে ঢুকেই চোখ আর বাঁধা মানল না ওর। বুকে জমা কষ্টগুলো নিমেষেই সব চোখের কোনায় জড়ো হয়ে গেল।
মনের ভেতর তোলপাড় করছিল অজস্র সব কথা।
“আচ্ছা একটা মানুষকে তুমি বিচার করবে কি দিয়ে? শুধুই কি তার চেহারা দিয়ে, বাইরের লুকটাই কি সব?”
“বাইরের লুকটাই হয়তো সব নয়…সবার কাছে, কিন্তু বেশীরভাগ মানুষ ওটাই আগে দেখে।”
“আবেগটাই যদি সব হয় তাহলে যুক্তির কি মূল্য থাকলো? সৌন্দর্যই যদি সব হয় তবে মানুষ আর মানুষ হল কেন?”
“মানুষের মধ্যে দুটো বোধই কিন্তু থাকে। তার সচেতন মনটা যুক্তি মেনে চলতে চাইলেও অবচেতন মনটায় সবসময় যুক্তিবোধের বাইরের পৃথিবীটাই প্রাধান্য পায়। মানুষ বোধ হয় কেবল নিজের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষার বেলায় নিজের অবস্থানটাকে সমালোচনার বাইরে রাখতেই যুক্তি খোঁজে। অবশ্য এক্ষেত্রেও অবচেতন মনটা প্রশ্রয় পায় নিঃসন্দেহে।
আচ্ছা, তুমি পাশের বাসার অয়ন ছেলেটার কথাই ধর না কেন? এলো চুলের অমন সব পোশাক পরা এই ছেলেটাকে যে সবাই খুব পছন্দ করে ওতে কী যুক্তি খুঁজতে যাবে তুমি? ও কি পড়ালেখায় খুব ভাল? তা তো না। তাছাড়া বলার মত গুণও খুঁজে পাবে না। কিন্তু দেখ ও ফেসবুকে একটা ছবি আপলোড করলেই সবাই কেমন হুমড়ি খেয়ে লাইক দেয়…স্ট্যাটাস দেবার বেলায়ও ও তাই। মানুষের এসব কাণ্ডগুলোকে কিভাবে নেবে তুমি? আসলে আমরা বেশীরভাগ মানুষই এমন, কেবল বাইরেরটাই দেখে বেড়াই। তুমি দেখতে সুন্দর হলেই তোমাকে সবাই অন্যভাবে নেবে। এটাই নিয়ম।”
“কিন্তু আমি এসব মানতে চাই না। এসব মানলে তো আমাকে অন্যরা কেবল মাড়িয়ে যাবার সুযোগ পাবে। জানি তথাকথিত যোগ্যতাধারীদের চেয়ে হয়তো পিছিয়েই থাকব আমি। কিন্তু নিজেকে হীনমন্যতায় রেখে আরও পিছিয়ে যাব কেন?”
নিজের ভেতরের এসব অন্তরদ্বন্দ্বে কখন যে ঘণ্টা পেরিয়ে গেছে টেরই পেল না রোমানা। এখন নিজেকে অনেকটা সামলে নিতে পেরেছে ও। দু’গাল বেয়ে নেমে আসা চোখের জলও শুকিয়ে গেছে অনেকক্ষন হল। হঠাৎ মায়ের গলার আওয়াজ শুনতে পেল ও।
“রোমানা খেতে আয়।”
“আসছি, মা।’- বলেই উঠে পড়লো সে। বাথরুমে গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খেতে চলে গেল।
খাওয়া হয়ে গেলে মাকে টেবিল গোছাতে সাহায্য করে বারান্দায় এসে দাঁড়ালো ও। তিনতলা থেকে নিচে তাকাতেই পাশের বাসায় একটা রিকশা এসে থামল। রিকশায় অয়ন আর একটা মেয়ে। অয়নের গায়ে একটা ফতুয়া। সামনের বোতামদুটো খোলা। পাশের মেয়েটার পরনে চমৎকার একটা শাড়ি, চুল ছেড়ে রাখা। অয়নকে নামিয়ে দিয়েই চলে গেল রিকশা নিয়ে। মাত্র কয়েক মুহূর্তের জন্য দেখা। দুজনকে পাশাপাশি এত সুন্দর লাগছিল। কেন জানি হঠাৎ খুব দুঃখ হল ওর আর বুকের বা দিকটায় খানিকটা শূন্যতার অনুভূতি।
আচ্ছা …কী ভাবছে ও! ঘণ্টাখানেক আগেই বা কী ভাবছিল? সব মানুষের মনই কি তাহলে এমন?
Don’t judge a book by it’s cover
আমার এই কথা বললেও কোন সুন্দর মানুষ দেখলে তাকিয়ে থাকি ক্ষণিকেরও জন্য হলেও ভুলে যাই আসলে মানুষটা কেমন তার সৌন্দর্য দেখেই তাকে বিচার করার চেষ্টা করি
কিন্তু আমাদের মনে রাখা উচিৎ সৌন্দর্যই শেষ কথা নয় মানুষটি আসলে কেমন সেইটাই আসল
কারণ সময়ের সাথে সেই সৌন্দর্য শেষ হয়ে যাবে।
ভালো লেগেছে 😀
Don’t judge a book by it’s cover.আসলেও তাই আপু।
এই প্রথমবারের মত কোন গল্প লিখলাম আমি। আপনার ভাল লেগেছে জেনে উৎসাহ পাচ্ছি। :love:
“আচ্ছা …কী ভাবছে ও! ঘণ্টাখানেক আগেই বা কী ভাবছিল? সব মানুষের মনই কি তাহলে এমন?”
এই লাইনটা গল্পটাকে অনেক অনেক বেশি অন্যরকম করে তুলেছে। আমরা সবাইই বোধহয় কোন না কোনভাবে এভাবেই ভাবি।
সুন্দর লেখা। আরও গল্প চাই নিয়মিত। 🙂
এই লাইনগুলো লিখব বলেই হয়তো গল্পটা লেখা।
ধন্যবাদ অক্ষর। 😀
গল্পটা পড়ার পর যে ভাবনাটা আমার মনে এসেছিল তা অক্ষর তার মন্তব্যে আগেই বলে ফেলেছে। 😛
যাই হোক, শেষ লাইন দুটো লাইন গল্পটাতে যোগ করেছে ভিন্ন একটা মাত্রা, নিয়েছে অন্য একটা উচ্চতায়। যা দ্বারা পাঠক, লেখকের অনুধাবন শক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা কিছুটা আন্দাজ করতেই পারে :thinking:
ভালো লেগেছে, সামনে এরকম আর লেখা পাবো এই প্রত্যাশাই করছি 😀
কী জানি…একটু বেশী বলে ফেললেন না 😐 ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
:guiter:
প্যাটার্নটা একটু অন্যরকম,ভালোই লাগলো
ধন্যবাদ মন্তব্যের জন্য 🙂
মানুষ সৌন্দর্য ভালোবাসে, এর প্রতি দুর্বল কারণ মানুষের আল্টিমেট গন্তব্য পরম সৌন্দর্য। একটা সমাজ সৌন্দর্য বলতে কী বুঝবে সেটা নির্ভর করে সেই সমাজে প্রচলিত সৌন্দর্য বিষয়ক বয়ানগুলোর উপর। আমাদের সমাজে, শ্রেণি নির্বিশেষে সৌন্দর্যের ব্যাখ্যা অনেকটা অমানবিক। এই ব্যাখ্যাটাকে আরো মানবিক করে তুলতে হলে এর পক্ষে লিটারারি কাজ থাকতে হবে, ছড়িয়ে দিতে হবে সেই কথাগুলো। লেখা ভালো হয়েছে।
সৌন্দর্য নিয়ে অমানবিক দৃষ্টিভঙ্গি কিন্তু শুধু আমাদের শ্রেণী বা সমাজে সীমাবদ্ধ নয়. পৃথিবীর সব শ্রেণী বা সমাজেই কোনো না কোনো ভাবে এরকমের ধারণা লালিত হয়ে আসছে. তাই যতই অমানবিক বলি না কেন প্রকারান্তরে এটাকেই কিন্তু অনেকটা মানবিক বলে মনে হয়!
ধন্যবাদ, মন্তব্যের জন্য. 🙂
. “তাই যতই অমানবিক বলি না কেন প্রকারান্তরে এটাকেই কিন্তু অনেকটা মানবিক বলে মনে হয়!”- আপনার এই কথা বুঝি নাই। বুঝিয়ে দিলে খুশি হব।
ভাইয়া, মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে কেবল সচেতনতা বা শিক্ষা যাতে খুব একটা পরিবর্তন আনতে পারে না…তাই নিজেদের যত মানবিকই দাবি করি না কেন, মনের অজান্তেই কখনো কখনো এই সীমাবদ্ধতায় আটকা পড়ে যাই..এই অক্ষমতাটুকুকে আমার অনেকখানি মানবিক মনে হয়.. 🙂