যেই ভালোবাসার রং নাই

ভালোবাসার ধূসর রঙের বর্ণহীন বেখেয়ালি রোদ্দুর
তোমার জন্য আনমনে বুনে চলি
সাদাকালো খেলার ধূসর সমুদ্দুর ।
তোমার জন্য আমার মনের মাঝে, তিরতির করে
বেড়ে ওঠে একটি শুকনো কিন্তু সতেজ তৃণলতা —
বর্নহীন কাঠের শুকনো আঁকিবুকির উৎস হয়ে ।
তোমার জন্য আমার সাদাকালো রঙহীন ভালোবাসাই
অফুরন্ত বিকেল রোদে ঝলমলিয়ে ওঠে ।

তুমি আমার হবে বলে, অথবা অন্যকারো…
রঙহীন ভালোবাসা এরই মাঝে বরং এনে দেয় অপরূপ বর্ণকথা –
সে কথায় কথায় ভরে ওঠে আরো শত কথার শব্দমালা,
মালা গাঁথি আমি —
তোমাকে পুষ্পস্তবক দিবো বলে ।

আমার এক কাছের বন্ধু, আরেক বন্ধুকে বললো, ভালোবাসার নাকি রং নাই…
ভাবলাম, ঠিকই তো!
তাই লেখে ফেললাম এই বর্ণহীন ভালোবাসার বর্ণালেখ্য ।
আর হ্যাঁ, উৎসর্গ কিন্তু ২য় বন্ধুকে

প্রকৃষ্টপুত্র সাধ সম্পর্কে

আমি একজন কম্পিউটার প্রকৌশলী ও প্রোগ্রামার; শখের বশে ছবি আঁকা, বই পড়া, আড্ডাবাজি এসব কাজকর্মের পাশাপাশি কখনো সখনো লিখালিখিও করে থাকি। সাধুবচনে আমি সাধুভাষায় লিখে থাকি আর আমার বিভিন্ন অপসাহিত্যের স্থান হয় সুলল সংগ্রহে । আমার নিয়মিত ব্লগঃ ইনসাইড দ্য ইনসাইট ॥ সরবে মাঝে মাঝে কিছু লেখা দেয়ার ইচ্ছা আছে — মন্তব্য সমাদৃত :)
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to যেই ভালোবাসার রং নাই

  1. জ্ঞানচোর বলেছেনঃ

    :love: সুন্দর হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।