ভালোবাসার ধূসর রঙের বর্ণহীন বেখেয়ালি রোদ্দুর
তোমার জন্য আনমনে বুনে চলি
সাদাকালো খেলার ধূসর সমুদ্দুর ।
তোমার জন্য আমার মনের মাঝে, তিরতির করে
বেড়ে ওঠে একটি শুকনো কিন্তু সতেজ তৃণলতা —
বর্নহীন কাঠের শুকনো আঁকিবুকির উৎস হয়ে ।
তোমার জন্য আমার সাদাকালো রঙহীন ভালোবাসাই
অফুরন্ত বিকেল রোদে ঝলমলিয়ে ওঠে ।
তুমি আমার হবে বলে, অথবা অন্যকারো…
রঙহীন ভালোবাসা এরই মাঝে বরং এনে দেয় অপরূপ বর্ণকথা –
সে কথায় কথায় ভরে ওঠে আরো শত কথার শব্দমালা,
মালা গাঁথি আমি —
তোমাকে পুষ্পস্তবক দিবো বলে ।
আমার এক কাছের বন্ধু, আরেক বন্ধুকে বললো, ভালোবাসার নাকি রং নাই…
ভাবলাম, ঠিকই তো!
তাই লেখে ফেললাম এই বর্ণহীন ভালোবাসার বর্ণালেখ্য ।
আর হ্যাঁ, উৎসর্গ কিন্তু ২য় বন্ধুকে
:love: সুন্দর হয়েছে।
ধইন্যাপাতা 🙂
আমার আরো কবিতা পড়ে দেখতে পারেন :beshikhushi: