আজকে রিকশায় করে পান্থপথে বিয়ে খেতে যাচ্ছিলাম, তখন গ্রিনরোড-পান্থপথের ক্রসিং মোড়ে দাঁড়ায় আছি ।
দেখলাম একজন যুবক, (আমাদের চেয়ে ৫-১০ বছর বড় হবে হয়ত বয়সে), উশকু খুসকো চেহারা আর ছেড়াফাটা জামা গায়ে, হাতে সাফারির প্যাকেট নিয়ে ঘুরছে আর বিক্রির চেষ্টা করছে । আমি ছিলাম ১-২ মিনিটের মতো ওইখানে, ততক্ষণে কারো কাছে বিক্রি করতে পারে নাই । আর আমি জুলুজুলু লোভাতুর চোখে Safari এর দিকে তাকায় আছি । লোকটা মনে হয় বুঝলো যে আমার পছন্দ জিনিসটা; আমার কাছে আসলো…
কিনবো কিনা জানতে চাইলো, বললাম – নারে ভাই বিয়ের দাওয়াতে যাচ্ছি এখন নিবো না । খুব করুণ করুণ চোখে বললো, যে “নেন না, বাসার ছোট ভাই বোন কে দিবেন” । বললাম যে, নিতাম যদি আমার সাথে ব্যাগ থাকতো, নাহলে তো এখন নিয়ে ক্যারি করা সমস্যা । প্যাকেট করে দিতে চাইলো… আর জানালো যে এইটা বিক্রি করে যে তার সংসার চালায়, আমি নিলে সে খুব “হ্যাপ্পী” হবে । আবারো বুঝিয়ে বললাম যে, না ভাই প্যাকেট দিলেও তো বিভিন্ন জায়গায় ঘুরবো, নিতে পারবো না 🙁
বেচারা করুন চোখটা নিয়ে অন্য জায়গায় চলে গেলো ।
লোকটার হাবভাব দেখে মনে হলো, শিক্ষিত + হয়তো কখনো মোটামোটি ভালো অবস্থাতেও ছিল – কিন্তু জীবনের নিঠুর চক্রে আজ পথে পথে এভাবে ঘুরছে ।
আমি আর যে-ই এই পোস্টটা পড়ছে সেই অনেক অনেক ভালো আছে । আমরা সবাইই আসলে অনেক ভাগ্যবান । এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শোকরানা আদায় করা উচিৎ (যাদের অন্যরকম বিশ্বাস, তাদেরও ধন্যবাদ দেয়া উচিৎ কাওকে বা অনেককে) ।
বছরের শেষ দিনে, সবাই নিজ নিজ অবস্থা নিয়ে খুশি ও আনন্দিত বোধ করুক এরকমই প্রত্যাশা । হালখাতার আয়োজন না হোক… পার্সোনাল অ্যাকাউন্টের হিসাব নিকাশ সেরে ঐতিহ্যটা ধরে রাখুক সবাই । সবারো আরো উন্নতির প্রত্যাশায় শুভ হালখাতা, শুভরাত্রি ও আগাম (যখন এটা পড়তেছেন তখন ভোর হয়ে গেলে আগাম বাদ) “শুভ নববর্ষ”
বছরের শেষ দিনে, সবাই নিজ নিজ অবস্থা নিয়ে খুশি ও আনন্দিত বোধ করুক এরকমই প্রত্যাশা । হালখাতার আয়োজন না হোক… পার্সোনাল অ্যাকাউন্টের হিসাব নিকাশ সেরে ঐতিহ্যটা ধরে রাখুক সবাই । সবারো আরো উন্নতির প্রত্যাশায় শুভ হালখাতা, শুভরাত্রি ও আগাম (যখন এটা পড়তেছেন তখন ভোর হয়ে গেলে আগাম বাদ) “শুভ নববর্ষ”
হুমম, হালখাতাটা দেখাই যায় না।
প্রতি বছরই নিজের অ্যাকাউন্ট্স গোছানো দরকার… দেনাপাওনা, হিসাব… অ্যাকাউন্ট অডিট/রিভিউ – যদিও আমার টাকা পয়সা কিছু নাই তবুও আমি চেষ্টা করি খাত হালনাগাদ করতে ।
আসলেই কয়জন নিজের অবস্থাটা এভাবে চিন্তা করে দেখে ! আনন্দফূর্তির মাঝে নতুন বছরে নিজের সাথে কিছু বোঝাপড়ার দরকার আসলেই…
আসলে নিজের যা আছে তাতে খুশি হয়েই নিজের আর আশে পাশের সবার আরো উন্নতির চেষ্টা করা উচিৎ।
একদম ঠিক বলেছেন !
শুধু বছরের শেষ দিনে নয়, প্রতিদিনই সবাই নিজ নিজ অবস্থা নিয়ে খুশি ও আনন্দিত বোধ করুক এরকমই প্রত্যাশা।
হমম, এটাই বলতে চেয়েছি। মানে বছরের শেষ দিনের প্রত্যাশা: “সবাই নিজ নিজ অবস্থা নিয়ে খুশি ও আনন্দিত বোধ করুক”
কিছু দিন আগে একটা নোট পড়েছিলাম–কৃতজ্জতার শুরু আসলে কোথায় হওয়া উচিত…… সুন্দরভাবে বেঁচে থাকতে পারা… এই পৃথিবী আলো-বাতাস উপভোগ করার সুযোগ যে পাচ্ছি, এর জন্য ধন্যবাদার্হ হই কি!
হমম। সৌন্দর্য আর সুখ আসলে সবকিছুতেই। কেউ খুঁজে পায়, কেও কেও অনেক প্রাচুর্যে থেকেও পায় না।
এই রকম দার্শনিক হওয়া ভালো।
ঠিক ঠিক