সাভার ট্র্যাজেডিতে এখন পর্যন্ত গণমানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে রক্তদানের যে কর্মসূচী শুরু হয়েছিল তা এখন অর্থোসাহায্য, উদ্ধারকারী দল, খাদ্য ও পানীয় সাহায্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বড় আকারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ব্যক্তি ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মত কাজ করে যাচ্ছেন সাভারে আহত মানুষকে সাহায্য জন্য। কিন্তু এখনো অনেকেই দ্বিধান্বিত কাকে, কীভাবে অর্থসাহায্যের পাশাপাশি অন্যান্য সাহায্য পৌঁছে দেবেন, বিশেষ করে ঢাকার ও দেশের বাইরে থাকা অধিবাসীরা। তার ওপর যুক্ত হয়েছে সাহায্য প্রদানকারী দলগুলোর ওপরে নির্ভরশীলতার প্রশ্ন। সবার সব উদ্যোগকে সমন্বয় করে একসাথে জানানোর প্রয়াসেই এই লেখা যাতে করে সাহায্যকারী দলগুলোর কথা সবাই একবারে জানতে পারেন এবং নিজেদের এলাকার কাছে অবস্থারত সাহায্যকারী দলকে সাধ্যমত সাহায্য করতে পারেন।
চলুন আগে জেনে নেই কী কী সাহায্য প্রয়োজন-
- অক্সিজেন – কোথায় পাবেন? লাজ ফার্মাতে। দাম? সাধারন মূল্য ১০০০ টাকা। সাভারের কথা বললে উনারা ৮৩০ টাকায় দিয়ে দিচ্ছে।
লাজ ফার্মার ঠিকানা-
Kalabagan 911-1843 01191-882-832
4, Kalabagan, Mirpur Road.Panthopath 911-7839, 911-0864, 01198-195-799, 01712-926-399 64/3 Lake Circus, Kalabagan,
Zubida Super Market,
Dhaka-1205.Pallobi 900-9985 01726-233-306 2/2 Laboni Plaza,
Rupnagar, Pollobi, Dhaka.Uttara 891-8264 01191-882-833
1, Jashimuddin Avenue
Sector # 3
Uttra Tawer, Uttra. - পল্টনের বিএমএ ভবনে অক্সিজেন পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়!
ঠিকানা-
Bangladesh Medical Association
BMA Bhaban, 15/2 Topkhana Road
Dhaka-1000
Phone: 88-02-9555522
Fax: 88-02-9566060
E-mail: [email protected] - BangladeshOxygen Corporation (LindeBangladesh Limited নামেও পরিচিত) এ যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও I/a; ফোন-028870322
- N.K. International/Nelema Surgical Small Cylinder at 400tk
17/2, Topkhana Road (Opposite of Press club)
Mobile: 01715425557, 01711185651 - বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি)
ঠিকানা: ২৮৫ তেজগাঁও ইন্ডাসট্রিয়াল এরিয়া, ফোন: 8821 240-45 -
মিটফোর্ড হাসপাতাল
- টর্চ – চার্জার টর্চ নয়, ব্যাটারি টর্চ। নতুন কেনা চার্জার টর্চ ৫-১৫ মিনিটের বেশি টেকে না চার্জের অভাবে।
- জুস – আটকে পরা কেউ আর স্যালাইন / বিস্কুট খেতে চাচ্ছে না।
- মেডিকেল গ্লোভস – ৭ ইঞ্চি
- মাস্ক – গন্ধের জন্যে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছেন না। প্রচুর মাস্ক দরকার।
- ছোট প্যাকেটের বিস্কুট। ভারী খাবার আপাতত দরকার নেই। প্রচুর পানির মজুত রয়েছে।
- মেয়েদের জন্য ম্যাক্সি
- জরুরি ভিত্তিতে প্রয়োজন:::
অক্সিজেন সিলিন্ডার, হেলমেট, চশমা, বেলচা আর ড্রিলিং মেশিন
অর্থোপেডিক প্লাস্টার ব্যান্ডেজ, ব্লিচিং পাউডার
Thread Silk – অপারেশনে প্রয়োজন, ১০ মিটারের রোলের দাম ৫০ টাকা
হ্যান্ড রাব- ৯৫ টাকা
পভিডোন ১০- ৩০/১০৫ টাকা
ম্যট্রেস/ফোম/তোষক (রোগিদের জন্য পর্যাপ্ত বেড নেই)
কর্পূর (মাঠে রাখা লাশে পচন ঠেকানোর জন্য)
আল বিদায়ী স্টোর, কাঁটাবন- 01757066687 - লিভার জ্যাক
- অর্থ সাহায্য
যারা সরাসরি সাহায্য পাঠাতে চান এনাম মেডিকেলে তারা সাহায্য পাঠান এই অ্যাকাউন্টে-
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
সাভার, ঢাকা
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল
অ্যাকাউন্ট- 009113100000016
যারা নিজে যেতে পারছেন না, আশেপাশে বিকাশ খুঁজে পাচ্ছেন না, ব্যাংক অ্যাকাউন্ট খোঁজাখুঁজির ঝামেলা প্লাস সরকারি ছুটির দিন বলে সাহায্য পৌঁছানোর রাস্তা যাদের কাছে দুর্গম বলে মনে হছে, তারা নিজেদের মুঠোফোন থেকেই সাহায্য করতে পারেন।
একমাত্র বাংলালিংক সংযোগ (আমার জানামতে) এই সুবিধা দিচ্ছে। নিজের বাংলালিংক সংযোগ না থাকলে পরিবার-আত্মীয়-বন্ধুর সংযোগটি ব্যবহার করে সাহায্য পাঠান।
*** বাংলালিংক থেকে *১০১০# ডায়াল করে সাহায্য করা যাবে
প্রতিবার ডায়ালে ১০ টাকা করে জমা হবে ***
অ্যাম্বুলেন্সের খোঁজ::::::::::
আল মাজহারুল ইসলাম এম্বুলেন্স: ৮১২৫৫৪৯, ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০
আনজুমান মফিজুল ইসলাম: ৯৩৩৬৬১১, ৭৪১১৬৬০, ৭৪১০৭৮৬
আপনজন এম্বুলেন্স: ৯১২৫৪২০
বারডেম: ৯৬৬১৫৫১-৬০, ৮৬১৬৬৪১-৫০ এক্স-২৩০১
ঢাকা আই হাসপাতাল: ৮০১৪৪৭৬
সিটি কর্পোরেশন: ৯৫৫৬০১৪, ৯৫৫৬০১৮৬, ৯৫৫৭১৮৬-৮৭
মিরপুর কন্ট্রোল রুম: ৯০০৪৭৩৪
সি এম এইচ: ৯৮৭১৪৬৯, ৯৮৭০০১১
ডে নাইট এম্বুলেন্স: ৯১২৩০৭৩, ৮১২২০৪১
ঢাকা মেডিকেল: ৮৬২৬৮১২
ফায়ার সার্ভিস এম্বুলেন্স: ৯৫৫৬৬৬৬, ৯৫৫৫৫৫৫
গ্রীন এম্বুলেন্স: ৯৩৩৪১২১, ৮৬১২৪১২
হাড হাসপাতাল: ৯৮০১৭৪, ৯৮০৩৩০২
হলি ফ্যামিলি: ৯১১৩৫১২, ৯৩১১৭২১-২৫
কলেরা হাসপাতাল: ৮৮১১৭৫১-৬০
লাইফ লাইন: ৮১৫৫৫৫০-২
মেডিনোভা: ৮১১৩৭২১, ৯১২০২৮৮, ৯১১৬৮৫১
মনোয়ারা হাসপাতাল: ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২
জাতীয় হার্ট ইনষ্টিটিউট: ৯১২২৫৬০-৭২
পিজি হাসপাতাল: ৮৬১৪০০১-৫, ৮৬১৪৫৪৫-৯, এক্স ৪৬৯
প্রাইম হাসপাতাল: ৯৫৬২২৬৭, ৯৫৫৯৮৬২
রাফা এ্যাম্বুলেন্স: ৯১১০৬৬৩রেড ক্রিসেন্ট এ্যাম্বুলেন্স: ৯১১৩৫১২, ৮৩১১৭২১-২৫
সলিমুল্লাহ মেডিকেল: ৭৩১৯০০২-৬
শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল: ৯১৩০৮০০, ৯১২২৫৬০-৬৯
শেফা এম্বুলেন্স: ৯১১১৭৫৮, ৮১১০৮৬৪
শিশু হাসপাতাল: ৮১১৬০৬১-২, ৮১১৪৫৭১-২
সাউথ এশিয়ান হাসপাতাল: ৮৬১৬৫৬৫, ৯৬৬৫৮৫২
চলুন জেনে নেই এখন পর্যন্ত কোন কোন দল আহতদের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছে-
বাংলাদেশে কার কাছে সাহায্য পাঠাবেন?
এক.
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় একটা গাড়ি কাটিং টুলস নিয়ে বনানীর ৪ নম্বর রাস্তা, বাড়ি # ১০৫, ব্লক-এ থেকে সাভারে যাবে। কাল সকাল ৮ টায় আরেকটি গাড়ি যাবে:
যদি কেউ কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫’ ও ১০ ‘ দেয়াল কাটা যায়) পাঠাতে আগ্রহী হন তবে নীচের ঠিকানায় অনুগ্রহ করে যোগাযো করুন:
Design Alliance Ltd
http://www.designallianceltd.com/
House # 105, Level-4, Road # 4, Block-A, Banani.
যোগাযোগঃ
সফিকুর রহমান, অফিস এসিস্টেন্ট: 01714787824
রামকৃষ্ণ দাস, হিসাব রক্ষক: 01718194950
ত্রিশোনকু 01979700009, 01715036547.
দুর্ঘটনাস্থলে ত্রাণ কাজে নিয়োজিতদের কাছ থেকে ওখানে এ মূহুর্তে প্র্য়োজনীয় জিনিসগুলোর তালিকা পাওয়া গেছে কিছুক্ষণ হল(যা আমরা নিয়ে যাবো এবং যা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন) তালিকাটি নীচে দেয়া হল (প্রয়োজনের অগ্রগন্যতা অনুযায়ী):
১. কাটিং টুলস (যে কোনো ধরনের যা দিয়ে ৫’ ও ১০ ‘ দেয়াল কাটা যায়)
২. বৈদ্যুতিক তারো, তার টেনে বাতি জ্বালানো ও টুলস চালানোর জন্যে
৩. টর্চ লাইট (গতকাল পর্যাপ্ত পরিমানে ছিল আজ খুঁজে পাওয়া যাচ্ছে না)
৪. অক্সিজেন বহনের জন্যে প্লাস্টিক পাইপ
৫. সেইফটি গগলস, ধাতব সামগ্রী কাটার সময়ে প্রয়োজন
৬. ডিসপোজেবল মেডিক্যাল গ্লাভস
৭. এয়ার ফ্রেসেনার (ওখানে মানুষ পঁচার প্রচন্ড দুর্গন্ধে ত্রাণ কাজে নিয়োজিতদের কাজ করতে বেগ পেতে হচ্ছে)
দুই.
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় টায় TSC থেকে একটি টিম যাচ্ছে সাভারে। যারা অন-গ্রাউন্ড যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এবং যে যাই পারেন তাই দিয়ে এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।
* নিজে উপস্থিত থাকতে না পারলেও অন্তত এক বোতল পানি তো কিনে দিতেই পারি মানবতা যখন হুমকির মুখে পড়ে আছে সেই সময়টিতে।
*তাদের উদ্ধার করার জন্য যেই লোকটি সারাদিন কাজ করে যাচ্ছে তার জন্য তো কিছু খাবারের ব্যবস্থা করাই যেতে পারে।
ভলেন্টিয়ার টিমের বিস্তারিত সময়সূচী:
যাত্রা শুরু: ১৪.৩০ মিনিট, আজ ২৫.০৪.২০১৩
স্থান: TSC
যোগাযোগ:
তন্ময়,সিলেট ক্যাডেট কলেজ (০২-০৮)
মোবাইল: 01733000304
তুষার,বরিশাল ক্যাডেট কলেজ (০২-০৮)
মোবাইল: 01729251262
নাঈম রিজভী, কুমিল্লা ক্যাডেট কলেজ (০৪-১০)
মোবাইল: 01678060561
b-kash করতে পারেন নীচের নাম্বারে:
01733000304,persoal account (তন্ময়,সিকক)
#ব্যাঙ্ক ট্রান্সফার:
Mushfiqur Rahman Tushar
105.101.438048
DBBL, motijheel Foreign exchange branch
তিন.
বৃহস্পতিবার সকাল দশটায় দলটি উত্তরা সেক্টর ৭, ১৮ নম্বর রোডে মিলিত হবার কথা একটি উদ্ধারকারী দলের।
ডাক্তার, পরিশ্রমী ব্যক্তি অথবা অর্থ দিয়ে সাহায্য করতে চাওয়া ব্যক্তিরা এগিয়ে আসুন।
উদ্ধারকারী দলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রী:
* উদ্ধারকারী সরঞ্জাম (কোদাল, হাতুড়ী, শাবল, দড়ি, টুকরী ইত্যাদি)
* টর্চ ও চার্জার লাইট
* প্রচুর পরিমানে খাবার পানি ও স্যালাইন। কোন প্রকার খাদ্য আনতে হবে না কারন ভূমিগর্ভে চাপা পড়া মানুষদের সাথে সাথে খাওয়ানো যায় না। পানিও খুবই অল্প পরিমানে খাওয়াতে হয়
* প্রচুর পরিমানে শুকনো কাপড়
* অ্যান্টিসেপটিক (ডেটল, স্যাভলন), তুলা ও ব্যান্ডেজ
* প্রয়োজনীয় অর্থ
উদ্ধারকারী হিসেবে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ঢিলেঢালা পোশাক, হেলমেট, গ্লাভস জাতীয় সুরক্ষা জোগাতে সক্ষম কাপড় পরার অনুরোধ জানানো হচ্ছে।
আগ্রহী যে কেউ তানিম ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন।
ফোন নম্বর: 01842-606060 (তানিম)
চার.
আরো একটা টিম বৃহস্পতিবার সাভার যাচ্ছে উদ্ধারকাজে অংশ নিতে। সাভারে এই মুহুর্তে জীবন বাঁচানর জন্যে অক্সিজেন মাস্ক, খাবার পানি, শুকনো খাবার এবং উদ্ধারকাজের জন্যে টর্চলাইট, রড কাটার যন্ত্র ইত্যাদির দরকার। আমরা যতোটা সম্ভব যোগার করার চেষ্টা করছি। আপনারাও হাত লাগান, উদ্ধার কাজে অংশ নিন অথবা সহযোগিতা করুন।
যোগাযোগ করুন:
কাজী মনির হোসেন – ০১৯১৬৮০৯৬৯৩
আনিস রায়হান – ০১৭৩২৭২৯০২৭
আজম – ০১৬৮৩১৭৭৫৯৭
বাবু আহমেদ – ০১৭১৭৫৭৭৩২৭
পাঁচ.
ডাক্তার ও মেডিকেল টিমের সাথে সাথে খাদ্য ও পানীয় সাহায্য নিয়ে বৃহস্পতিবার যাচ্ছে ভলান্টারি প্রতিষ্ঠান ওয়ান ডিগ্রী ইনিশিয়েটিভ (1dI)। তাদের কাছে সাহায্য পৌঁছাতে পারেন ২৬.০৪.২০১৩ তেও।
তাদের সাথে যোগাযোগের জন্য কল করুন: 01716646666
A/C TITLE: One Degree Initiative Foundation.
A/C NO: 171.120.1841
A/C TYPE: SND
DUTCH-BANGLA BANK LTD
Satmasjid Road Branch
ছয়.
ভলান্টারি প্রতিষ্ঠান বিওয়াইএলসি (BYLC) এর কার্যালয় থেকে একটি সাহায্যকারী টিম পাঠানো হবে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সাহায্য পৌঁছাতে পারবেন তাদের কাছে।
ঠিকানা-
প্লট ৩, রোড ২০, ব্লক জে, বারিধারা।
সাত.
এশিয়াটিক সেন্টার থেকে সাহায্যকারী আরেকটি দল বৃহস্পতিবার তিনটি গাড়ি নিয়ে রওনা হয়েছে সাভারের উদ্দেশ্যে। তাদেরই আরেকটি দল আবারো রওনা দিচ্ছে একই দিন বিকেল পাঁচটায়। সাহায্য দিতে পারেন তাদের কাছেও।
যোগাযোগ-
হাউজ ৬৩, রোড ৭বি, ব্লক এইচ, বনানী।
আট.
জাগো ফাউন্ডেশন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিডি সাইক্লিস্টদের সাহায্যকারী দল গেছে সাভারে বৃহস্পতিবার সকাল ৭টায় । পরবর্তী সাহায্য কর্মসূচী জেনে নিতে যোগাযোগ করতে পারেন তাদের সাথেও।
আবদুল্লাহ নাঈম: 01750931944
Bkash এর মাধ্যমে অর্থ পাঠাতে চাইলে ০১৭১৩৪৮৬৬৯৩ নাম্বার এ পাঠাতে পারেন। Bkash এ পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে, রেফেরেন্স ফিল্ড এ savar লিখে কাউন্টার ফিল্ড এ 0 লিখতে হবে।
ডাচ বাংলা মোবাইল ব্যাংকে এয়ারটেল থেকে রেজিস্ট্রেশন করা থাকলে এয়ারটেল সংযোগ থেকেও টাকা পাঠানো যাবে।
এজন্য *400# তে ডায়াল করে ‘পেমেন্ট’ সিলেক্ট করতে হবে। কোড ০১৬, বিল নাম্বার ‘S’
বিস্তারিত জানতে কুল করুন DBBL সেন্টারে- 16216
নয়.
বৃহস্পতিবারেই ফেইসবুক গ্রুপ ‘আমরা খাঁটি গরিব’ থেকে একটি দল উদ্ধারকৃত আহতদের এবং উদ্ধারকর্মীদের সহায়তা করার জন্য প্রাথমিক ত্রাণ নিয়ে পৌঁছে গেছে সাভারে।এবার দরকার আহতদের চিকিৎসা।
যারা যারা আর্থিক সাহায্য করতে চান তারা টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন নিচের অ্যাকাউন্টে-
Account Name : Rohit hasan Kislu
Account No : 110.101.97783
Dutch Bangla Bank Ltd.
এছাড়াও আর্থিক সাহায্য যারা বিকাশে পাঠাতে চান তাদের জন্য রয়েছে বিকাশ নাম্বার- ০১৭৫৯৫০১২২২
যারা বিদেশ থেকে আর্থিক সাহায্য পাঠাতে চান তারা Western union বা Money gram এর মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে পারেন-
নাম : Md. Rafiqul Islam
মোবাইল : 01190 137283
এই সবগুলো অ্যাকাউন্ট ৩০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে।
আপনাদের পাঠানো সাহায্যের পরিমাণ অনুযায়ী ৫০-১০০জন কিংবা সম্ভব হলে তারও বেশি সংখ্যক আহত মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন করবে এই দলটি।
দশ.
বৃহস্পতিবার দুপুরে সাভারে ২০০ টর্চ লাইট, ২০০ ডাস্ট মাস্ক, ২০০ লিটার পানি, ৫০ রড কাটার হ্যাচকো ফ্রেম আর হ্যাচকো ব্লেড পাঠানোর ব্যবস্থা করেছে আরেকটি দল। পাশাপাশি উদ্ধারকাজে সরকারের গাফিলতি, অভিযুক্তদের বিচার ও ধারাবাহিক শ্রমিক হত্যার প্রতিবাদে বিকেলের সমাবেশে সবাইকে আহবান জানিয়েছিল তারা। তারা আরো সাহায্য পাঠানোর চেষ্টা করছে। যাদের সাধ্য আছে তাদের সাহায্য করতে পারেন।
যোগাযোগ : ০১৯১৬ ৮০৯৬৯৩, ০১৬৮৩১৭৭৫৯৭, ০১৭৩২৭২৯০২৭
এগারো.
ভলান্টারি প্রতিষ্ঠান কমিউনিটিঅ্যাকশন (CommunityAction) হাতে নিয়েছে দুর্ঘটনা পরবর্তী দীর্ঘমেয়াদী প্রকল্প। তাদের তিনটে প্রোজেক্টের ভেতর আছে-
- ইচ্ছুক অ্যাকশনিয়ার ও অন্যান্য সাধারণ জনগণকে ফায়ার ডিপার্টমেন্টের সাথে সাথে উদ্ধারকাজের ট্রেইনিং দেয়া যেন দুর্ঘটনা পরবর্তী অবস্থায় তারা দক্ষতার সাথে কম সময়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে
- দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারকে কর্মসংস্থান খুঁজে দেয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা
- আহত ব্যক্তিদের চলাচল সুগম করার জন্য হুইল চেয়ার কিনে দেয়া
দেশের ভেতরে যারা অর্থ সাহায্য পাঠাতে চান তারা নিচের অ্যাকাউন্টে পাঠাতে পারেন-
Name: The CommunityAction Foundation
Account # 2812100130158
Bank: EXIM Bank
Branch: Satmasjid Road
যোগাযোগ করতে পারেন-
শরিফুল হক হৃদয়- 01915974786
টাকা পাঠানোর পর হৃদয় ভাইয়াকে ম্যাসেজ বা কল দিয়ে জানাতে হবে।
বারো.
ফেইসবুক পেইজ ‘ভালোবাসার গল্প’ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়েছে। সাহায্য পাঠাতে পারেন তাদেরকেও-
বিকাশ নম্বর – 01740313647
তের.
বুয়েটের সাহায্যকারী দলকে অর্থ সাহায্য পাঠাতে চাইলে বিকাশ করতে পারেন।
বিকাশ নাম্বার- ০১৯১২২৪৪৯৩০
অন্য যে কোন সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন তানভীর ভাইয়ার সাথে।
তানভির- ০১৯২৩২৭৩৭৯৩
চৌদ্দ.
সাহায্যকারী আরো তিনটি দল শুক্রবার ভলান্টিয়ার ও ডোনেশান নিয়ে যাচ্ছে।
তাদের সাথে যোগ দিন, তাদেরকে আপনার সাহায্য পাঠান।
দল ১ – ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল ৮টা পর্যন্ত আছে।
যোগাযোগ: ০১৬১৫৫৯৯৫৫৫
দল ২ – গুলশান ১ চত্বরে সকাল ১১টা পর্যন্ত আছে।
যোগাযোগ: http://www.facebook.com/KeoNaBRACU
দল ৩ – টাউন হল, মোহাম্মদপুর বিকেল ৪:৩০ পর্যন্ত আছে।
যোগাযোগ: ০১৬৭৬১৬২১১৫,০১৬৮৮৭৪৮১১৬, ০১৬৭৬০০৮৪৬৫
বিদেশ থেকে কার কাছে সাহায্য পাঠাবেন?
এক.
ভলান্টারি প্রতিষ্ঠান কমিউনিটিঅ্যাকশন (CommunityAction) হাতে নিয়েছে দুর্ঘটনা পরবর্তী দীর্ঘমেয়াদী প্রকল্প।
দেশের বাইরে থেকে যারা সাহায্য পাঠাতে চান, তারা নূন্যতম ১০ ডলার থেকে শুরু করে যে কোন অঙ্কের অর্থ সাহায্য করতে পারেন চাইলে।
সিঙ্গাপুর থেকে যারা সাহায্য করতে চান তারা টাকা পাঠাতে পারেন এই অ্যাকাউন্টে-
তন্ময় চক্রবর্তী: 054-3-029927 DBS savings plus
সিঙ্গাপুর ছাড়া অন্য যে কোন দেশ থেকে টাকা পাঠাতে চাইলে পে-পাল অ্যাকাউন্টে পাঠাতে পারেন-
তন্ময় চক্রবর্তী: [email protected]
দুই.
হার্ভার্ড এবং এমআইটিতে অর্থ সংগ্রহ চলছে।
পেপাল এ পাঠাতে পারেন [email protected]
তিন.
এশিয়াটিক সেন্টার থেকে ইরেশ জাকেরের তত্ত্বাবধানে সাহায্যকারী দল অর্থ সংগ্রহ করছে।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন-
Paypal- [email protected]
চার.
আর্থিক সাহায্য পাঠাতে পারেন ‘আমরা খাঁটি গরিব নামের ফেইসবুক গ্রুপ থেকে গড়ে ওঠা সাহায্যকারী দলকেও। Western union বা Money gram এর মাধ্যমে নিচের ঠিকানায় টাকা পাঠাতে পারেন-
নাম : Md. Rafiqul Islam
মোবাইল : 01190 137283
এই অ্যাকাউন্ট ৩০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে।
পাঁচ.
ফেইসবুক পেইজ ‘ভালোবাসার গল্প’ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়েছে। সাহায্য পাঠাতে পারেন তাদেরকেও-
পেপাল একাউন্ট – [email protected]
ছয়.
কানাডাবাসীরাও সাহায্য করতে পারেন। নিচের ইভেন্টে বিস্তারিত দেখে নিন-
https://www.facebook.com/events/124454404416767/
সাত.
ইংল্যান্ডবাসীর জন্য খোলা হয়েছে একটি ফেইসবুক গ্রুপ-
https://www.facebook.com/groups/578740485469619/
আট.
সাহায্য করতে পারেন কোরিয়া থেকেও।
A/C No: 301-0051-9597-21
HOSSAIN MD ASHRAF
NongHyup Bank
আজকে কি ঢাকা বিশ্ববিধ্যালয় এর আশেপাশে থেকে কেউ সাহায্য নিয়ে যাবে?
Some people are looking for ways to help. For those who are not in Bangladesh but want to help please donate,
Paypal- [email protected]
This money will be transferred to Iresh Zaker, representative of ASIATIC to buy more supplies.
Thanks to people who have already contributed.
অনেক ধন্যবাদ এই আপডেটগুলোর জন্যে
শুধু বর্তমানের উদ্ধার এর জন্য না, ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পুনর্বাসনেও কাজে লাগবে
wanna be at savar,wanna join the rescue team or atleast help them.i can provide 70pcs rechargeable torch light(initially recharged,will last for more than 12-13housr),but i am from rajshahi,cannot find any team to join.feeling guilty.may b i should have left for savar all by myself… 🙁
ভাইয়া রওনা দিয়ে দেন যদি সম্ভব হয়। সময় নেই হাতে…৭২ ঘণ্টা তো শেষ হতে চলল 🙁