এভাবেই নিজেকে নিজে আগ্লে রাখি।
তুমি যতোবার হাসো, হয়তো কোথাও তৈরি হয় নতুন ঝর্ণাধারা,
আমি কখনোই তৃষ্ণার্ত হই না।
যতোবার তোমার ঐ নীল চোখের পলক পড়ে,
হয়তো প্রশান্ত মহাসাগর উত্তাল হয়, ডুবে যায় কোনো দ্বীপ।
আমি কখনোই তীরের সন্ধান করি না।
এভাবেই আমি আমাকে ভালোবাসি।
তুমি যতোবার ভাবো কেনো তোমার উড়বার পাখা নেই,
হয়তো বাতাস স্তব্ধ হয়, তিন লক্ষ ডানা ঝাপ্টে ক্ষান্ত হয় গ্যাব্রিয়েল।
আমি তখনোও প্রাণ খুলে নিঃশ্বাস নেই।
যতোবার তোমার ঐ খেয়ালি মন স্বপ্ন দেখে,
সূর্য নিভে যায়, সমস্ত তারারা আড়াল হয় লজ্জার চাদরে।
আমার দুচোখ তখনো জ্যোতির্ময়।
এভাবেই আজ নিজেকে নিয়েই ভালো আছি,
সত্যি বলছি, তোমার কথা একটুও ভাবি না ।
Chomotkar likheso bondhu…
Onubhutigulou govir…………..
“সত্যি বলছি, তোমার কথা একটুও ভাবি না ।”
Kake vebe ai oviman boloto sotti kore?
😛
সে কোন ধূসর নগরের রাজকণ্যা,
আমি তাকে চিনি না।
শুধু জানি তার নূপুরের ধ্বনি
হাজার বনের হরিণ বধ করে চলে অবিরাম।
আমি সে হরিণ পালের একজন বুঝি :love:
হয়তো বাতাস স্তব্ধ হয়, তিন লক্ষ ডানা ঝাপ্টে ক্ষান্ত হয় গ্যাব্রিয়েল।
আমি তখনোও প্রাণ খুলে নিঃশ্বাস নেই।
ভাল লাগল লাইন দুইটো
ধন্যবাদ 🙂
আশা করি উতসাহ দিয়ে সাথেই থাকবেন
এত ভাইবা কী হবে !? যার মুরোদ নেই ভাবানোর মত তাকে পুড়িয়ে ছাই করে দেয়াই ভালো…
ভালো লেগেছে কবিতা
সেটাই 8)
ধন্যবাদ 😀
কবিতা ভালো লাগে… তুমি-আমি’র বাহিরে কিছু লিখুন!!
🙂
ধন্যবাদ 😀
আসলে বহুদিন তুমি-আমির বাইরে লিখছিলাম বলে বন্ধুরা ‘বিপ্লবী’ ট্যাগ লাগিয়ে দিচ্ছিলো আর কি। তাই ভাবলাম এমন কিছু লিখি যেটা অন্তত তরুণ প্রেমিক/প্রেমিকাদের সামনে এগিয়ে যাবার কথা বলবে। আমি শুনেছি বহু নবীন প্রেমিক/প্রেমিকা একটি ঘটনায় জীবনকে স্থবির করে ফেলেছে। তাদের জন্য বলতে চেয়েছি যে পেছন ফিরে লাভ নাই। সামনেই আসল জীবন। আফটার অল প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কি আছে, বলুন :love:
:huzur:
:welcome:
:cuthair: ইউ রিয়েলি নিড আ হেয়ারকাট 😛
:welcome:
ভালো লেগেছে
ধন্যবাদ 🙂
বানানটা “জ্যোতির্ময়” হবে। ঃ)
ধন্যবাদ 🙂 শুধরে নিচ্ছি
কঠিন বাস্তবতার নিরিখে লেখা কবিতা
দারুণ, ভাইয়া 🙂
:welcome:
অনেক ধন্যবাদ 🙂