তোমার কথা একটুও ভাবি না

এভাবেই নিজেকে নিজে আগ্‌লে রাখি।
তুমি যতোবার হাসো, হয়তো কোথাও তৈরি হয় নতুন ঝর্ণাধারা,
আমি কখনোই তৃষ্ণার্ত হই না।
যতোবার তোমার ঐ নীল চোখের পলক পড়ে,
হয়তো প্রশান্ত মহাসাগর উত্তাল হয়, ডুবে যায় কোনো দ্বীপ।
আমি কখনোই তীরের সন্ধান করি না।

এভাবেই আমি আমাকে ভালোবাসি।
তুমি যতোবার ভাবো কেনো তোমার উড়বার পাখা নেই,
হয়তো বাতাস স্তব্ধ হয়, তিন লক্ষ ডানা ঝাপ্‌টে ক্ষান্ত হয় গ্যাব্রিয়েল।
আমি তখনোও প্রাণ খুলে নিঃশ্বাস নেই।
যতোবার তোমার ঐ খেয়ালি মন স্বপ্ন দেখে,
সূর্য নিভে যায়, সমস্ত তারারা আড়াল হয় লজ্জার চাদরে।
আমার দুচোখ তখনো জ্যোতির্ময়।

এভাবেই আজ নিজেকে নিয়েই ভালো আছি,
সত্যি বলছি, তোমার কথা একটুও ভাবি না ।

 

সাইব্রিয়ান সৌরভ সম্পর্কে

আমার আকাশ তারায় ভরা। নিযুত-কোটি তারার আলো আলোকিত করে রেখেছে আমার কল্পনার রাজ্যকে। আমার কল্পনা বিলাসী মন ভালোবাসে নিরন্তর অনুভূমিক কল্পনায় বিভোর হতে। নক্ষত্রেরা যেমন প্রবল প্রাচুর্যে আকাশ দখল করে অবস্থান করে আমার খেয়ালী মন তার পেশাগত গন্ডির বাইরে গড়ে তুলেছে আরেক আকাশ, যেখানে সে তার কল্পনার জাল বিস্তার করে সদর্পে। আমার এলোমেলো মনের বিচ্ছিন্ন ভাবনার অবিন্যস্ত সংকলন আমার লেখাগুলো। যেখানে আমি আমার আমির বাইরে হয়ে উঠেছি একজন স্বপ্নদ্রষ্টা, একজন সৌন্দর্যানুরাগী। যারা আমার লেখা পড়েছেন বা পড়বেন তাদের সকলের জন্য নিরন্তর শুভেচ্ছা এবং ধন্যবাদ। বারংবার দেখা হবার আখাংক্ষা রইলো।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

17 Responses to তোমার কথা একটুও ভাবি না

  1. হাসান বলেছেনঃ

    Chomotkar likheso bondhu…
    Onubhutigulou govir…………..

    “সত্যি বলছি, তোমার কথা একটুও ভাবি না ।”
    Kake vebe ai oviman boloto sotti kore?

  2. তুসিন বলেছেনঃ

    হয়তো বাতাস স্তব্ধ হয়, তিন লক্ষ ডানা ঝাপ্‌টে ক্ষান্ত হয় গ্যাব্রিয়েল।
    আমি তখনোও প্রাণ খুলে নিঃশ্বাস নেই।

    ভাল লাগল লাইন দুইটো

  3. মাধবীলতা বলেছেনঃ

    এত ভাইবা কী হবে !? যার মুরোদ নেই ভাবানোর মত তাকে পুড়িয়ে ছাই করে দেয়াই ভালো…

    ভালো লেগেছে কবিতা

  4. অনাবিল বলেছেনঃ

    কবিতা ভালো লাগে… তুমি-আমি’র বাহিরে কিছু লিখুন!!
    🙂

    • ধন্যবাদ 😀

      আসলে বহুদিন তুমি-আমির বাইরে লিখছিলাম বলে বন্ধুরা ‘বিপ্লবী’ ট্যাগ লাগিয়ে দিচ্ছিলো আর কি। তাই ভাবলাম এমন কিছু লিখি যেটা অন্তত তরুণ প্রেমিক/প্রেমিকাদের সামনে এগিয়ে যাবার কথা বলবে। আমি শুনেছি বহু নবীন প্রেমিক/প্রেমিকা একটি ঘটনায় জীবনকে স্থবির করে ফেলেছে। তাদের জন্য বলতে চেয়েছি যে পেছন ফিরে লাভ নাই। সামনেই আসল জীবন। আফটার অল প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কি আছে, বলুন :love:

  5. অক্ষর বলেছেনঃ

    :huzur:

    :welcome:

  6. শারমিন বলেছেনঃ

    :welcome:
    ভালো লেগেছে

  7. বানানটা “জ্যোতির্ময়” হবে। ঃ)

  8. হৃদয় বলেছেনঃ

    কঠিন বাস্তবতার নিরিখে লেখা কবিতা
    দারুণ, ভাইয়া 🙂
    :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।