অভাব

অভাব

 

তোমরা কেউ কি দেখেছ অভাব
অভাব নয় যেন হিংস্র জানোযার
যখনই ভর করে গহীন বনে
অন্ধকার হয় সবকিছু মনে
কখনো কি বের হতে পারব না
মোর ছায়া আলোতে দেখব না।
এভাবে কেটে যাবে সারা জীবন
এতদ্রুত ফুরিয়ে যাবে জীবন
আমার তো জানা ছিল সহজ জীবন
এত নির্মম তা জানা ছিল না
এখনো স্বপ্ন দেখি অভাবহীন জীবন
আলো এসে হাসবে আমার আঙিনায়

বি:দ্র: এই এলোমেলো লেখাগুলো ক্লাস টেনে থাকতে  লিখছিলাম।

তুসিন সম্পর্কে

নিজের সম্পকে বলার মত কেমন কিছুই নেই।প্রিয় একটি গানের লাইন তুলে দিচ্ছি Say you, say me Say it for always That’s the way it should be Say you, say me Say it together Naturally I had a dream,I had an awesome dream ভালবাসি বই পড়তে।ভালবাসি প্রযুক্তিকে :) www.tusin.wordpress.com এখানে মাঝে অনুভূতিগুলো তুলে রাখি।ভাল লাগা , মন্দ ভালা........
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

1 Response to অভাব

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।