অভাব
তোমরা কেউ কি দেখেছ অভাব
অভাব নয় যেন হিংস্র জানোযার
যখনই ভর করে গহীন বনে
অন্ধকার হয় সবকিছু মনে
কখনো কি বের হতে পারব না
মোর ছায়া আলোতে দেখব না।
এভাবে কেটে যাবে সারা জীবন
এতদ্রুত ফুরিয়ে যাবে জীবন
আমার তো জানা ছিল সহজ জীবন
এত নির্মম তা জানা ছিল না
এখনো স্বপ্ন দেখি অভাবহীন জীবন
আলো এসে হাসবে আমার আঙিনায়
বি:দ্র: এই এলোমেলো লেখাগুলো ক্লাস টেনে থাকতে লিখছিলাম।
:nono: