কিছুদিন অবাধ উত্তেজনার প্রকাশ হত
অপেক্ষার নিয়ন্ত্রিত আবেগে;
কিছুদিন মন রিক্সায় চেপে
গলি গলি ঘুরে খুঁজে নিত পরিচিত বাসা।
কিছুদিন সকাল সন্ধ্যা রঙিন হত
এক আশ্চর্য নরম চশমার খেয়ালে;
অপেক্ষা,উৎকণ্ঠা, সেইসব রঙ ছিল সর্বনাশা।
আমাদের সীমার বাইরের দালানে কারুকাজ কত!
এই সব প্রলোভন হৃদয়ের নিকৃষ্ট অর্জন;
আরেকবার ভিতরের দিকে, সরিষার ক্ষেতে
লুকোচুরির ছলে করি আত্মগোপন;
তখন শান্তি নামে চারিদিক, ভুলি সব হৃদয়ের ক্ষত।
১৭/০৫/২০১৩
জুলফিকার ইসলাম সম্পর্কে
পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
তখন শান্তি নামে চারিদিক, ভুলি সব হৃদয়ের ক্ষত।
ভালো লেগেছে 🙂
ধন্যবাদ আপু।
দুই একটা টাইপো ছাড়া বাকি কবিতা বেশ ভালো লেগেছে। তবে আরেকটু বড় করলে মনে হয় আরও কিছুক্ষণ পড়া যেত । 🙂
আপু আমি তো পার্টটাইম কবি। কবিতার পেছনে সময় অনেক কম দেই। সেজন্য ছোট হয়।”আরো কিছুক্ষণ পড়া যেত” কথাটা শুনে ভালো লাগল।