সে এক পরী ছিল
আর দশটা রূপকথায় যেমন হয় ,
সোনার মত চুল আর রুপোয় গায়ের রং
সে এক পরী ছিল
দূর দুরান্ত পাড়ি দিয়ে সে চলে এসেছিল এই পৃথিবীতে
কোন এক মানবের কাছে হারিয়েছিল মন
সেই পরীটার রাত হারালো দিন হারালো
এক মানবের হাহাকার তোলা দৃষ্টির ছায়াপথে
পরী দিনরাত বসে থাকে মানবের অর্ধগ্রীলের বারান্দায়
পাখি কিংবা প্রজাপতির পাখা হয়ে ।
পরী চাতকের অপেক্ষা বুকে ধরে
আশায় বাঁধে বুক
একদিন মানবের নজরে সে আসে
মানবের দৃঢ় মুঠিতে সঁপে নিঃশব্দে
মানবের কন্ঠে ছিলো সেদিন
নতুন কম্পন
মর্ত্যের এক মানবীর সামনে
পৃথিবীর সবচেয়ে সুন্দর
প্রজাপতি ধরে
কাঁপা কাঁপা গলায় সেই পরিচিত আহ্বান
মানবীর চরম ঔত্সৌক্য বিরক্তিতে বদলায় !
একটা প্রজাপতি ?!!!
ধুর্ , এতোই অবহেলায় ভালবাসা হয় ?
আশাহত মানবের হাতের মুঠোয় চূর্ণ হয় সেই প্রজাপতির সোনারূপার ডানা ..
চুর চুর হয়ে গুড়িয়ে যাওয়া ডানা পড়ে থাকে মানবের পায়ের তলায়
অপয়া অলক্ষুণে প্রজাপতিটা ।
অথচ সেদিন কেউ জানে নি কর্পোরেটের যুগে
বুক ভরা আবেগ নিয়ে প্রজাপতির আড়ালে
মানবের হাতে হারিয়ে গেছে পরীর দেশের মেয়ে
রাজকন্যা
নেফ্রোদিতি ।
মানবের বারান্দায় অসময়ে কেউ বসে নি আর ।
না পাখি না প্রজাপতি
যদিও মানব জানে নি কোনদিন
এক যে ছিলো রাজকন্যা ..,
রাজকন্যা নেফ্রোদিতি ।
অথচ সেদিন কেউ জানে নি কর্পোরেটের যুগে
বুক ভরা আবেগ নিয়ে প্রজাপতির আড়ালে
মানবের হাতে হারিয়ে গেছে পরীর দেশের মেয়ে
ভালো লেগেছে 🙂
ধন্যবাদ ! 😀
আমার কবিতা পড়ে সবার আগে যে কথাটা মনে হয় সেটা হল – কবিতার পেছনের গল্পটা কি ছিল! 🙂
এই ছিলো গল্প ! 🙂
https://www.facebook.com/note.php?note_id=243721365647839
কী সুন্দর ! মনে হয় চোখের সামনে ডিজনির কোন একটা রুপকথার থ্রি-ডি মুভি দেখে ফেললাম !
নেফ্রোদিতি এনে দাও, প্রেম করবো !
খাইসে ! নিশম ভাইজান নাকি ! 😯
নতুন কম্পন
মর্ত্যের এক মানবীর সামনে
পৃথিবীর সবচেয়ে সুন্দর
প্রজাপতি ধরে
কাঁপা কাঁপা গলায় সেই পরিচিত আহ্বান
মানবীর চরম ঔত্সৌক্য বিরক্তিতে বদলায় !
অদ্ভূত সুন্দর লাইনগুলো
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ !
ইন্টারেস্টিং!