হাসপাতাল

 


হাসপাতাল আসলে বড় বিচিত্র এক জায়গা ।আপনি একই সাথে হাসি এবং কান্না দেখার অভিজ্ঞতা এক হাসপাতাল ছাড়া কোথাও পাবেন না ।ওয়ার্ডে ঘুরে যেমন আপনার চোখে পড়বে রোগক্লিষ্ট মানুষগুলোর বিবর্ণ মুখ ,কানে হয়ত ভেসে আসবে মুমূর্ষুদের অসহায় গোঙানী ;ঠিক তেমনি সুস্থ হতে চলা রোগীর অকৃত্রিম হাসিও আপনার চোখ এড়াবে না ।এমন হাসিমুখ কোটি টাকা জেতার পরেও কারো মুখে দেখবেন কি না সন্দেহ!

 আপনার যদি মন খারাপ থাকে ,তাহলে আমি আপনাকে একবার শিশু ওয়ার্ডে যেতে বলব ।দেখবেন ওয়ার্ডের প্রতিটি কোণ দেবশিশুতে ভর্তিকান্নার আওয়াজে ওরা পৃথিবীকে জানান দেয়,আমরা এসেছি ।অব্যক্ত অভিব্যক্তিতে ওরা সমস্ত নানী দাদিদের ব্যস্ত রাখতে চায় ।ছোট্ট দেহের অনেকগুলো বাবু একসাথে একবেডে হাত পা ছোড়াছোড়ি করছে,খেলছে বিষয়টা একবার ভাবুন তো ।

আবার এই ওয়ার্ডেই এদের অনেককেই দেখবেন খুবই অসুস্হ। কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে ছোট্ট দেহের সমস্ত শক্তি এক করা চিৎকার শুনে হয়তো আপনার বুক ফেটে যাবে ।আপনারও কাঁদতে ইচ্ছে করবে ।এদিকে ক্যানুলা ফোঁড়ার সময় কিম্বা নরম তুলতুলে গায়ে চিকিৎসকদের শক্ত হাতে চাপ দেবার দৃশ্য দেখতে না পেয়ে হয়ত অনেক মাকেই দেখবেন পেছনে তাকিয়ে আচলে চোখ মুছতেএসব দেখে আপনার নিজেরও হয়ত চোখ ভারি হয়ে যাবে ।কিন্তু কিছু করার নেই ।এটা হাসপাতাল ।

এখানে আরো কিছু মানুষের একটা টিম দেখতে পাবেন যারা নিজেরা সবসময়ই গোমড়া মুখে থাকেন ।তবে তাদের চেষ্টা কিন্তু চারদিকে হাসিমুখ ছড়িয়ে দেবার।সমাজে সত্যিকারের সাদা মনের মানুষ যদি কাউকে বলা হয় ,তবে এরাই সেই।

একটিশুকপাখিপর্যবেক্ষণ

শুকপাখি সম্পর্কে

নিজেকে নতুন করে আবিষ্কার করার অভিপ্রায় বুকে লালন করি সবসময়ই।তাই হয়ত নিরানন্দ মেডিকেল লাইফের বাইরের জগত সম্পর্কে আমার জানার আগ্রহে কমতি নেই,বরং বোধহয় একটু বেশিই।জানতে, জানাতেই লেখার চেষ্টা করি।লেখা সুখপাঠ্য হয় কিনা জানি না,না হলে না হোক;নিজের আনন্দ লাভের এ উপলক্ষ ছাড়তে চাই না কখনই।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to হাসপাতাল

  1. একলা পথিক বলেছেনঃ

    কিছুদিন আগে হাসপাতালে গিয়ে কয়েক ঘন্টা অপেক্ষায় ছিলাম একজনের সাথে দেখা করার জন্য।
    খুব বিরক্ত লাগছিলো প্রথমে।কিন্তু একটু পরেই মনটা খুব বেশী ভালো হয়ে গিয়েছিলো।

    কত মানুষের মুখে কত রকমের আনন্দের হাসি !!
    আবার কারো চোখে অশ্রু!
    এইক্ষেত্রে ভালো লাগছিলো এই ভেবে যে, আমি এদের চেয়ে তো ভালো আছি !
    শুকরিয়া।

  2. মাধবীলতা বলেছেনঃ

    হাসপাতাল আসলেই বিচিত্র এক জায়গা ! যার যার মনে হয় জীবনে বেঁচে থাকার আর কোন মানে নেই তাদের এক সপ্তাহ হাসপাতালে থাকা উচিত।

    নিজের অবস্থার জন্য সর্বদা আলহামদুলিল্লাহ !

  3. শুকপাখি বলেছেনঃ

    মডারেটর,আমি দুঃখিত।আমি এখনও আসলে সব নিয়ম পুরোপুরি বুঝে উঠতে পারিনি।একারনেই সমস্যাগুলো হচ্ছে।এছাড়া ইমো ব্যবহারেও কিছু প্রবলেম হচ্ছে।তবে আশা করছি আপনারা যদি আমাকে হেল্প করেন,তবে প্রবলেমগুলো হয়ত কাটিয়ে উঠতে পারবো।

  4. তুসিন বলেছেনঃ

    হাসপাতাল কঠিন এক স্থান…………

  5. সামিরা বলেছেনঃ

    কথা সত্য!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।