কান্না

কান্না পাচ্ছে? কাঁদো, মন ভরে কাঁদো
কালো মেঘের চেয়ে বৃষ্টি ভালো।
জৈষ্ঠ্যের খাঁখাঁ মাঠের বৃষ্টি্র বড় দরকার
কাঁদো, সময় এখন ডুকরে ওঠা কান্নার।

জানি, বিচিত্র ফসল ফলে তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে
সাধনার জমিজমা তোমার বহু প্রাণের জীবিকা।
তোমার সচ্ছলতার পলপুঞ্জে পড়ে বাজারির চোখ-
দামাদামি করে শুধু তারা, মায়া বোঝে না।
তবু তোমার পুঁজির লোভ, নাও বিক্রির উদ্যোগ
দরদামে হেরে যাও অভিজ্ঞ বাজারির কাছে।

এইসব দরদাম, হারজিত ভুলে যাওয়া সহজ
চাষাবাদের ব্যস্ততায়, ফসলের আকাঙ্ক্ষায় থেকে থেকে।
তবু মৌসুম শেষে জৈষ্ঠ্যের শূন্য মাঠ দেখে
যদি ভর করে পুরাকালের কোন অচিন আবেগ,
যদি পুরো আকাশ কালো হয় মেঘে মেঘে
জানি, ভীষণ  কান্না পাবে তোমার , তুমি কাঁদবে।

জুলফিকার ইসলাম সম্পর্কে

পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to কান্না

  1. মাধবীলতা বলেছেনঃ

    ইদানিং কান্না কম আসে কেন জানি। কাঁদতে না পারাটা কষ্টকর যখন ভেতরের কষ্টগুলোকে বের করার খুব দরকার হয়ে পড়ে।

    কবিতা ভালো লাগল।

  2. তুসিন বলেছেনঃ

    ইদানিং কান্না আছে কিন্তু চোখ দিয়ে পানি পরে না অস্বস্তি তো লাগে বটে সবই বড় হওয়ার লক্ষন।বড় হয়ে যাচ্ছি 🙁

  3. সামিরা বলেছেনঃ

    সুন্দর। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।