কান্না পাচ্ছে? কাঁদো, মন ভরে কাঁদো
কালো মেঘের চেয়ে বৃষ্টি ভালো।
জৈষ্ঠ্যের খাঁখাঁ মাঠের বৃষ্টি্র বড় দরকার
কাঁদো, সময় এখন ডুকরে ওঠা কান্নার।
জানি, বিচিত্র ফসল ফলে তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে
সাধনার জমিজমা তোমার বহু প্রাণের জীবিকা।
তোমার সচ্ছলতার পলপুঞ্জে পড়ে বাজারির চোখ-
দামাদামি করে শুধু তারা, মায়া বোঝে না।
তবু তোমার পুঁজির লোভ, নাও বিক্রির উদ্যোগ
দরদামে হেরে যাও অভিজ্ঞ বাজারির কাছে।
এইসব দরদাম, হারজিত ভুলে যাওয়া সহজ
চাষাবাদের ব্যস্ততায়, ফসলের আকাঙ্ক্ষায় থেকে থেকে।
তবু মৌসুম শেষে জৈষ্ঠ্যের শূন্য মাঠ দেখে
যদি ভর করে পুরাকালের কোন অচিন আবেগ,
যদি পুরো আকাশ কালো হয় মেঘে মেঘে
জানি, ভীষণ কান্না পাবে তোমার , তুমি কাঁদবে।
ইদানিং কান্না কম আসে কেন জানি। কাঁদতে না পারাটা কষ্টকর যখন ভেতরের কষ্টগুলোকে বের করার খুব দরকার হয়ে পড়ে।
কবিতা ভালো লাগল।
বড় হয়ে গেছি, পরিণত হয়ে গেছি। কাঁদতে অস্বস্তি লাগে। তাই কবিতা লিখি।
ইদানিং কান্না আছে কিন্তু চোখ দিয়ে পানি পরে না অস্বস্তি তো লাগে বটে সবই বড় হওয়ার লক্ষন।বড় হয়ে যাচ্ছি 🙁
সুন্দর। 🙂