ভালো থাকতে চাই

হয়ত আমার নামের পাশে অনেকগুলো বড় বড় লোভনীয় ডিগ্রি নেই, গুলশানে আমার নামে কোন বাড়ী নেই, নেই কোন ঝকঝকে তকতকে বিএমডব্লিও গাড়ী। কিন্তু আমার একটা মা আছে! তিনি আমাকে নিজের জীবনের চেয়ে বেশী ভালবাসেন!

হয়ত শীতাতপ নিয়ন্ত্রিত কোন রুমে নরম বিছানায় ঘুমোনো হয় না আমার। ইলেক্ট্রিসিটি চলে ঘেমে বিছানা ভিজিয়ে ফেলি, বাসায় আইপিএস নাই। কিন্তু, আমার একটা ভাই আছে! ঘুমের ঘোরে মাথার নিচ থেকে বালিশ সরে গেলে সে পরম আদরে বালিশটা মাথার নিচে ঢুকিয়ে দেয় আবার!

সারাদিনের কোলাহলে হাজার বর্ণের মানুষগুলোর সাথে নানান রং-ঢঙ্গের শেষে দিনশেষে ক্লান্ত দেহে আমি একাই বাড়ী ফিরে আসি। কিন্তু আমার একটা বোন আছে, যার স্বচ্ছ ভালোবাসাময় দু’টো চোখের ঠিক মাঝখানে এক সাগর আদর মাখা কালো বিন্দু দু’টির দিকে তাকালে আমার সব ক্লান্তি যেন দৌড়ে পালায়!

হয়ত প্রতিদিন পোলাও-কোর্মা, বিরিয়ানি-জর্দা খাওয়া হয় না আমার। কেএফসি, বিএফসি, স্টার রেস্তোরার রসালো খাবারের স্বাদে প্রতিদিন জিভ ভেজাবো – সে সামর্থ্য আমার নেই। কিন্তু বাড়ীতে আমার মা নিজ হাতে রান্না করেন! আমি নিশ্চিত, স্বর্গেও এত সুস্বাদু খাবার পাওয়া যাবে না!

হয়ত আজকাল খুব একটা ঘুমুতে পারি না, অনিদ্রা রোগ ভালভাবেই জাপটে ধরেছে আমায়। কিন্তু আমার দু’টো চোখ আছে, গুলিস্থানের ফুটপাথ থেকে কেনা মোটা ফ্রেমের চশমার আড়াল লুকিয়ে রাখলেও এ দু’টো চোখ দিয়ে আমি হলুদ দুপুরেও হাজার রঙে রঙিন স্বপ্ন দেখতে পারি!

হয়ত আমি লোকাল বাসে ঝুলে ঝুলে চলাফেরা করি, রিকশা ভাড়া ৫ টাকা কম গুনব বলে রিকশাওয়ালার সাথে এক ঘণ্টা ধরে তর্ক করি। কিন্তু আমার দু’টো শক্তসমর্থ পা আছে, এ দু’টো পা দিয়ে আমি গ্রীষ্মের ভর-দুপুরেও অবলীলায় সারাটা বিশ্ব ঘুরে আসতে পারি!

হয়ত আমি একটা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান, সকালে ঘুম থেকে জেগে ওঠার পর থেকে রাতে ঘুমুতে যাবার আগ পর্যন্ত প্রত্যেকটা কদম অনেক হিসেব করে ফেলতে হয়। ভুল করে দু’টাকা বেশী খরচ করে ফেললে, তার হিসেব কোনভাবেই মেলাতে পারি না আমি। কিন্তু আমার অনেক বড় একটা বৈশিষ্ট্য আছে, আমি ভালবাসতে পারি!!

হয়ত আমার আমার একটা দামী অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নেই। পথ চলবার সময় কানে হেড-ফোন লাগিয়ে এমপিথ্রি ডিভাইসে স্টোর করে রাখা গান শুনে অলস সময় পার করে দিতে পারি না আমি। কিন্তু আমার একটা মন আছে, এ মন দিয়ে আমি দুনিয়ার যেকোনো সুর ভাঁজতে পারি!

উন্নত লেন্সের একটা ডিএসএলআর ক্যামেরা দূরে থাক, একটা সাধারণ ক্যামেরাও হয়ত আমার নেই। আনন্দের মুহূর্তগুলো বা পথ চলার মাঝে হঠাৎ খুঁজে পাওয়া কোন সুন্দর দৃশ্যকে তাই ক্যামেরা বন্দী করে রাখতে পারি না। কিন্তু আমার হাতে ৫ টা আঙ্গুল আছে, এ আঙ্গুলগুলো দিয়ে আমি নিজের মত করে সব কিছু এঁকে নিতে পারি!

হয়ত আমি সুন্দর করে কথা বলতে পারি না, কারও মন জুগিয়ে চলতেও পারি না। আমার আচার-আচরণ, ব্যবহারও ভাল নয়। না চাইলেও কেন জানি আমি হরহামেশাই প্রায় বিনা কারণেই উত্তপ্ত হয়ে উঠি আমি। এজন্যে মাঝেমাঝে খুব আফসোসও হয় আমার! কিন্তু আমি মানুষকে সাহায্য করতে চেষ্টা করি, এটা আমায় পরম তৃপ্তি দেয়!

হয়ত আমার একটা ভালো ল্যাপটপ কম্পিউটার নেই, বন্ধুদের কাছ থেকে পেন ড্রাইভে করে মুভি এনে ঘরে বসেই সিনেমা হলের স্বাদ পেতে পারি না। কিন্তু আমার অনেক বই আছে, এই বই পড়ে আমি রাতের পর রাত পার করে দিতে পারি পরম আনন্দে!!

হয়ত আমার নতুন ডিজাইনের কোন পার্টি শার্ট নাই, কোন দাওয়াত পেলে কী পোশাক পড়ে সেখানে যাব, তা ভেবে রাত পার করে শেষ বেলায় পাশের বাড়ীর বন্ধুর কাছ থেকে পোশাক ধার করতে হয় নয়ত সে অনুষ্ঠানে যাওয়াই হয় না! কিন্তু আমার একটা কালো হ্যাট আছে, আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছেন! এটা মাথায় দিয়ে আমি তপ্ত দুপুরে মাইলের পর মাইল পথে হেঁটে যেতে পারি!

অনেক কিছু পাবার থাকলেও, অনেক কিছুই হয়ত পাইনি আমি। কিন্তু, যা পেয়েছি তাই বা কম কীসে! যা পেয়েছি, তার জন্যে কোনদিন কি স্রষ্টার কাছে শোকর করেছি??

ভোর হয়েছে। কী দারুণ সুন্দর ভোর! এত সুন্দর একটা ভোর দেখতে পেলাম, এর জন্যে কী একতাবার শোকর করেছি আমি??

নিজের জন্যে ভাল থাকতে না পারি, আমার মা’র জন্যে তো আমায় ভাল থাকা উচিত! আমার ভাই, আমার বোনের জন্যে হলেও  তো আমার সুখী হওয়া প্রয়োজন! আমি নিজের জন্যে বেঁচে থাকি না। বেঁচে থাকি তাদের জন্যে, যারা আমাকে প্রাণ দিয়ে ভালবাসেন! এই মানুষগুলো আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। আমিও তাঁদের আঁকড়ে ধরে একটু একটু করে বেঁচে থাকি। এবং ভাল থাকি!

ভাল থাকতে খুব বেশী কিছু লাগে না। চাইলেই ভাল থাকা যায়! বাইরের খোলসটা একটু শক্ত করে জড়িয়ে ধরতে হয় শুধু, যেন পথের ধুলোবালি গায়ে না লাগতে পারে!

আমি ভালো আছি। আমার কাছের মানুষগুলোকে পাশে নিয়ে অনেক ভালো আছি আমি! যতক্ষণ হৃদপিণ্ডে বাতাস আছে, চেষ্টা করে যাব ভালো থাকার জন্যে!!
চলুন না, আমরা সবাই মিলে ভালো থাকার জন্যে চেষ্টা করে যাই…

সাঈদ আনোয়ার অনুজ
ঢাকা।
২৪.০৬.’১৩

অনুজ সম্পর্কে

সাদা কাগজে কালো কালিতে লিখতে গেলে হয়ত লিখতে হবে - প্রথমত আমি রক্ত মাংসে গড়া এক মানুষ, দ্বিতীয়ত চিরন্তন সত্য, মৃত্যুর সাথে করি বসবাস... https://www.facebook.com/CoercedAnuj
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to ভালো থাকতে চাই

  1. চমৎকার লিখেছেন।আকাঙ্ক্ষার লাগামটা একটু শক্ত করে ধরে রাখতে পারলে জীবনটা কিংবা চারপাশটা অনেক বেশি আনন্দের আর তৃপ্তির হয়ে উঠে।অবশ্য একটা মাপকাঠি না থাকলে বুঝা যায় না যে নিজে কতটা ভালো আছি।ঐ যে কবিতার সেই মত যিনি কিনা এক পা খোঁড়া ভিক্ষুককে দেখে নিজের জুতা হারানোর বেদনা ভুলে গিয়েছিলেন।

    • অনুজ বলেছেনঃ

      অনেক ধন্যবাদ, ভাইয়া! 🙂
      সুখের পিছে ছুটে দুঃখ পেতেই পারেন,
      এই দুঃখগুলোই চিনিয়ে দেয়, সুখের প্রকৃত স্বাদ!
      কিন্তু ভালো থাকার জন্যে যা আছে, তাই যথেষ্ট!
      ভালো থাকুন!
      🙂

  2. তুসিন বলেছেনঃ

    ফেইসবুকে পড়েছিলাম আবারও পড়লাম।:) ভাল লাগল………

  3. শারমিন বলেছেনঃ

    আমারও তাই মনে হয় ভাল থাকতে খুব বেশী কিছু লাগে না শুধু একটু ইচ্ছের প্রয়োজন।
    ভালো লেগেছে 😀
    আর নিয়মিত লিখা চাই।

    • অনুজ বলেছেনঃ

      অনেক ধন্যবাদ, আপুনি… 🙂
      একদম ঠিক বলেছ! 🙂
      নিয়মিত হবার সম্ভাবনা আপাতত কম… 🙁
      তোমার লেখাও কিন্তু বহুদিন পাচ্ছি না… !!

  4. মাধবীলতা বলেছেনঃ

    অসাধারণ একটা লেখা, দেয়ালে বাঁধিয়ে রাখার মত যেন ভুলে না যাওয়া হয়। ইতিবাচক এই চিন্তাগুলোই ছড়িয়ে দিতে হবে, “আমি”কেন্দ্রিক ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা থেকে বের হয়ে আসাটা খুব জরুরি…

    • অনুজ বলেছেনঃ

      ধন্যবাদ, আপু! 🙂
      সত্যিই এই আমার ‘আমি’ নিয়ে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনার গন্ডি থেকে বের হয়ে আসতে পারলে খুব সহজেই ভালো থাকা যায়!
      অনেক বেশী ভালো থাকুন! 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।