রাগ করব না


তোমার উপর আর রাগ করব না;
যৌবনের একশ বিশটি কাঁঠালপাকা দুপুর পার করেছি
মায়ার বড়শি পেতে অপেক্ষা করেছি সোনালি মাছের।
বলতে পারো, কত সেই অপেক্ষার মানসিক ব্যয়?
খবর রেখেছ, নষ্ট হয়েছে আমার কত কষ্টের সঞ্চয়?
প্রয়োজন নেই এইসব হিসেব-নিকেশ, শুধু জেনে রাখো-
শূন্য হয়েছে আমার ছিল যত উদ্বৃত্ত
এখন থেকে-
তুমি আমার রাগ থেকে হবে বঞ্চিত।

তোমার উপর আর রাগ করা হবে না;
আমার রক্ত এখন বাজারি বরফ,
স্পর্শে তার শীতল হয় উচ্ছ্ল মাছ।
সেইসব মায়া, অপেক্ষার দুপুর -এখন ইতিহাস
শৌখিন, ব্যর্থ, মেছো মানুষের কামনা।

১৫/০৬/২০১৩

জুলফিকার ইসলাম সম্পর্কে

পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to রাগ করব না

  1. তুসিন বলেছেনঃ

    তুমি আমার রাগ থেকে হবে বঞ্চিত।

    তোমার উপর আর রাগ করা হবে না;

  2. অনুজ বলেছেনঃ

    পাখিটা হয়ত এখন আর উড়বে না,
    তপ্ত দুপুরে তার ছায়া পড়বে না কোন পুকুরের জলে,
    পড়ন্ত বিকেলে এখন কেবলি তার স্মৃতিচারণ,
    আমার রাগ থেকে তোমায় বঞ্চিত করলাম…

    সুন্দর কবিতা! 🙂

  3. মাধবীলতা বলেছেনঃ

    রাগ করতে করতে আর রাগ আসে না, নির্লিপ্ত হয়ে যায় সব…

    কবিতা ও ছবি সবটাই ভালো লাগল 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।