তোমার উপর আর রাগ করব না;
যৌবনের একশ বিশটি কাঁঠালপাকা দুপুর পার করেছি
মায়ার বড়শি পেতে অপেক্ষা করেছি সোনালি মাছের।
বলতে পারো, কত সেই অপেক্ষার মানসিক ব্যয়?
খবর রেখেছ, নষ্ট হয়েছে আমার কত কষ্টের সঞ্চয়?
প্রয়োজন নেই এইসব হিসেব-নিকেশ, শুধু জেনে রাখো-
শূন্য হয়েছে আমার ছিল যত উদ্বৃত্ত
এখন থেকে-
তুমি আমার রাগ থেকে হবে বঞ্চিত।
তোমার উপর আর রাগ করা হবে না;
আমার রক্ত এখন বাজারি বরফ,
স্পর্শে তার শীতল হয় উচ্ছ্ল মাছ।
সেইসব মায়া, অপেক্ষার দুপুর -এখন ইতিহাস
শৌখিন, ব্যর্থ, মেছো মানুষের কামনা।
১৫/০৬/২০১৩
তুমি আমার রাগ থেকে হবে বঞ্চিত।
তোমার উপর আর রাগ করা হবে না;
তুসিনকে অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
পাখিটা হয়ত এখন আর উড়বে না,
তপ্ত দুপুরে তার ছায়া পড়বে না কোন পুকুরের জলে,
পড়ন্ত বিকেলে এখন কেবলি তার স্মৃতিচারণ,
আমার রাগ থেকে তোমায় বঞ্চিত করলাম…
সুন্দর কবিতা! 🙂
ধন্যবাদ অনুজ
রাগ করতে করতে আর রাগ আসে না, নির্লিপ্ত হয়ে যায় সব…
কবিতা ও ছবি সবটাই ভালো লাগল 🙂