আমি মানুষ খুঁজি, আমার মানুষ নাই
আমার আছে অসংখ্য, ঝুড়ি ভরা বিপ্লব;
আমার আছে লোভ, লালা-ঝরা প্রতিবাদ,
আমার রক্তে রক্তে গুহাবাসীর প্রতিশো্ধ,
আমার সৃজনচিন্তায় ভুখা মানুষের ক্ষোভ।
ইহাদের ভাড়ে নিয়ত মাটিতে মিশে যাই
আমি কবিতা খুঁজি, আমার কবিতা নাই।
আমি মানুষ খুঁজি, আমার মানুষ নাই
রাষ্ট্রের অলিতে গলিতে নর্দমার গন্ধ;
ঘরদোরে তার গর্মা কাঠের আসবাব,
সিন্দুক খুঁজে দেখি জীর্ণ সংবিধান-
পরে আছে অনাদরে , সাধক তার নাই
আমি মানুষ খুঁজি, আমার সেই মানুষ চাই।
আমি কবিতা খুঁজি, আ্মার সেই কবিতা চাই।
জুলফিকার ইসলাম সম্পর্কে
পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে
আসবাব,
কবিতা,
প্রতিবাদ,
প্রতিশোধ,
বিপ্লব,
মানুষ,
সংবিধান।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
উতলা আকাশটা মেঘে মেঘে হয়েছে কালো,
প্রচণ্ড অভিমানে আকাশ ফাঁড়ে বিজলির আলো;
আমি মানুষ খুঁজি, আমার সেই মানুষ চাই।
আমি কবিতা খুঁজি, আ্মার সেই কবিতা চাই।
ভালো হয়েছে, ভাইয়া… 🙂
ধন্যবাদ ভাইয়া!
মানুষ নাই মানুষ নাই… 🙁
মানুষ চাই, কবিতা চাই
কবিতা ভালো লেগেছে ভাইয়া।
ধন্যবাদ আপু