পুণ্যের মত বৃষ্টি ঝরলে কেমন হয় ?
টুপটাপ ঝরা শিউলির মত ,
বোঁটায় শেষ বিকেলের সূর্যরঙ মাখা শিউলির মত
শুভ্রতা এসে মুছে নিয়ে যাবে পাপবোধ
গ্লানিটুকু ধুঁয়ে যাবে
যেমন জলে স্নান করে পবিত্র হয় গাঢ় সবুজ পাতা ।
একরাশ মেঘ গলে গলে
পুণ্যের মত বৃষ্টি ঝরলে কেমন হয় ?
রাতের তারার মত ,
হীরে বসানো জ্বলজ্বলে নাকফুলের মত
জলকণা এসে ভাসিয়ে নিয়ে যাবে ল্যাপটানো কাজল
হাহাকার গুলো মিলিয়ে যাবে
হে লুব্ধক ঢেকে দেয়া কালো মেঘ
বোকা শহরের একপ্রান্তে কোন এক বৃষ্টিচাতক ডাকছে
তুমি কি সাড়া দেবে ?
“হে, লুব্ধক ঢেকে দেয়া কালো মেঘ
বোকা শহরের একপ্রান্তে কোন এক বৃষ্টিচাতক ডাকছে
তুমি কি সাড়া দেবে?”
বাহ! ক্কিক্ সুন্দর!!
ধন্যবাদ অনুজ ! 🙂
তুমি কি সাড়া দেবে?
দিব! :love:
ওরে খাইসেরে! শুরু হয়া গেলো! 😛
এই পিচ্চি দেখি গল্প কবিতা সবই লেখে!
এই পিচ্চি অছাম! :love:
আই এম নট আ পিচ্চি এনিমোর ! 8)
অ্যাঁ? তুই পিচ্চি না?! বলিস কী?! 😯
দোযখে যাবি বলে দিলাম ! :haturi:
বোহেমিয়ান ভাই দেখসেন পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে ! 😯
ভাগ !! :dhisya:
ওকে! :love:
:fire:
:brokenheart:
শুভ্রতা এসে মুছে নিয়ে যাবে পাপবোধ
গ্লানিটুকু ধুঁয়ে যাবে
যেমন জলে স্নান করে পবিত্র হয় গাঢ় সবুজ পাতা ।
কবিতা ভাল্লাগসে! 🙂
ধন্যবাদ , ধন্যবাদ ! 😀