তুমি আলো হও


তুমি কি কখনো বুড়ি হবে, হিমিকা?
হবেই তো, যেমন আমরাও হবো বুড়ো;
শরীরের সব রূপ,রস ক্ষয়ে যাবে
স্থবির হবে সময় মাঝরাতের নগরীর মতো।

তবু কিছু ইতিহাস রয়ে যায়, হিমিকা
আমাদের টুকরো টুকরো জীবনের ইতিহাস;
সহসা বড়শিতে গেঁথে যায় কোনো মাছ-
কচুরিতে সেজে যায় চেনা সেই লেকটা।

নগরীর ইমারতে মাটির গন্ধ থাকে না
শহরের এভিন্যু ভুলে যায় মেঠো স্বাদ;
অমাবশ্যায় কেউ স্বপ্নে দেখে না চাঁদ
তুমি আলো হও, বেঁচে থাকো, হিমিকা।

জুলফিকার ইসলাম সম্পর্কে

পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to তুমি আলো হও

  1. জ্ঞানচোর বলেছেনঃ

    ভাল।

  2. সামিরা বলেছেনঃ

    দারুণ! 🙂

  3. মাধবীলতা বলেছেনঃ

    অসাধারণ লেগেছে। 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।