কামলা দরকার … অনেক অনেক কামলা …

কেন লিখি ? পাতার পর পাতা ? দেশ বদলে দেয়ার জন্য ? লেখা দিয়ে কি আসলেই দেশ বদলে যায় ?

যায় না । আমরা ভাবি বদলে দেব । কিন্তু তিতা সত্য হল আমাদের লেখায় দেশ এক ইঞ্চিও বদলায় না ।

তাহলে কেন লিখি ? নিজেকে খুঁজে পাওয়ার জন্য , নিজের মতো কিছু মানুষ খুঁজে পাওয়ার । কিছু মানুষ পেলে কাজ করার জন্য । দেশ বদলে দেয়ার কাজ । হয়তো কোন একজন আমার লেখা পড়ে বদলে যাবে লেখা পড়ে সেই আশায় লিখি । নিজের মাথার জট খোলার জন্য লিখি । আরো মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য লিখি । রাগের বহিঃপ্রকাশে লিখি । লেখাটা ভীষণ স্বার্থপর একটা কাজ । একদম নিজের জন্যই করা । দেশ তাহলে কিভাবে বদলায় ? ভাবছি ভাবছি ভাবছি …

হয়তো যখন মনের মতো দল পাওয়া যায় , তাদের সাথে কামলার মতো খাটলে দেশ বদলায় । দেশের এখন ব্লগার , সাংবাদিক ,পাবলিক স্পিকার কিছুই দরকার নাই । অনেক অনেক আছে , প্রয়োজনের চেয়ে বেশীই আছে । দেশের এখন কামলা দরকার । অনেক অনেক কামলা । কেও সরকারী চাকরি করুক, কেও বেসরকারি , কেও বিজ্ঞানী হোক , কেও ডাক্তার হোক, কেও ব্যবসা করুক অথবা কেও সমাজ সেবাই করুক ।  সৎ ভাবে করুক ।

কামলা যেমন খালি পরিশ্রম দিয়ে কাজ করে , সেই ভাবে যদি আমরা কাজ করতে থাকি , তাহলেই দেশ বদলাবে ।

সূর্য কথন সম্পর্কে

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো, খুব ছোট একটি স্বপ্নের জন্যে, খুব ছোট দুঃখের জন্যে, আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে, একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে .........
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to কামলা দরকার … অনেক অনেক কামলা …

  1. তুসিন বলেছেনঃ

    লেখার মর্ম কিছুটা উদ্ধার করিতে পারিলাম……….
    ভাল লাগার কথাটি বলে ফেলুন………..:) :love:

    • পূষন বলেছেনঃ

      দুজনই বিশিষ্ট চিন্তাবিদ ! তাই জটিলতা বেশী । দুই মেরুর দুই মানুষ, গন্তব্যও এক নয় । কি লাভ কষ্ট বাড়িয়ে !

  2. পূষন বলেছেনঃ

    http://shorob.com/wp-includes/images/smilies/icon_sadfinal.gif

    দুজনই বিশিষ্ট চিন্তাবিদ ! তাই জটিলতা বেশী । দুই মেরুর দুই মানুষ, গন্তব্যও এক নয় । কি লাভ কষ্ট বাড়িয়ে !

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।