অভিমান
আমি চাইনি তোমাকে এক বিন্দু দু:খ দিতে
চাইনি এক বিন্দু একাকী অনুভূতি দিতে
চাইনি নিজের কষ্টগুলো তুমি একাকী সহ্য কর
চেয়েছিলাম তোমার অভিশপ্ত মুহূর্তে থাকব
যত ঝড়,বাধা,বিপদ,অগ্নি যা আসুক থাকব
তবুও পারিনি তা জগতের মাঝে
বাস্তবতা এবং ব্যস্ত নামে বস্তুর মাঝে
যেন চলে গিয়েছিলাম অচিন জগতে
তবুও যখন তীব্র ঘুমে দু’চোখ বন্ধ হত
আনমনে ভাবতাম তোমার কথা
হয়ত তখন তুমি তাই করতে
আমাকে বড় স্বার্থপর মনে হয় তাই না !
বড় অভিমান হয় আমার উপর তাই না?
যা ইচ্ছা তা ভেবে নিতে পার
বাধা দিব না এতটুকু ।
বাস্তবতা এবং ব্যস্ত নামে বস্তুর মাঝে
যেন চলে গিয়েছিলাম অচিন জগতে
ভালো লেগেছে 🙂
ধন্যবাদ 🙂
কবিতার সম্পদ তার চিত্রকল্প, তার উপমা। একই মেসেজ ভিন্ন চিত্রকল্পে, ভিন্ন উপমায় হয়ে ওঠে অসাধারণ।এই দিকগুলোতে একটু মনযোগ দিলে কবিতা আরো সুন্দর হয়ে ওঠে। কবিতার সাথে গৃহস্থালি অব্যাহত থাকুক। 🙂