অভিমান

অভিমান

running-shadow

আমি চাইনি তোমাকে এক বিন্দু দু:খ দিতে
চাইনি  এক  বিন্দু একাকী অনুভূতি দিতে
চাইনি নিজের কষ্টগুলো তুমি একাকী সহ্য কর
চেয়েছিলাম তোমার অভিশপ্ত মুহূর্তে থাকব
যত ঝড়,বাধা,বিপদ,অগ্নি যা আসুক থাকব

তবুও পারিনি তা জগতের মাঝে
বাস্তবতা এবং ব্যস্ত নামে বস্তুর মাঝে
যেন চলে গিয়েছিলাম অচিন জগতে
তবুও যখন তীব্র ঘুমে দু’চোখ বন্ধ হত
আনমনে ভাবতাম তোমার কথা
হয়ত তখন তুমি তাই করতে

আমাকে বড় স্বার্থপর মনে হয় তাই না !
বড় অভিমান হয় আমার উপর তাই না?
যা ইচ্ছা তা ভেবে নিতে পার
বাধা দিব না এতটুকু ।

 

তুসিন সম্পর্কে

নিজের সম্পকে বলার মত কেমন কিছুই নেই।প্রিয় একটি গানের লাইন তুলে দিচ্ছি Say you, say me Say it for always That’s the way it should be Say you, say me Say it together Naturally I had a dream,I had an awesome dream ভালবাসি বই পড়তে।ভালবাসি প্রযুক্তিকে :) www.tusin.wordpress.com এখানে মাঝে অনুভূতিগুলো তুলে রাখি।ভাল লাগা , মন্দ ভালা........
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to অভিমান

  1. শারমিন বলেছেনঃ

    বাস্তবতা এবং ব্যস্ত নামে বস্তুর মাঝে
    যেন চলে গিয়েছিলাম অচিন জগতে

    ভালো লেগেছে 🙂

  2. কবিতার সম্পদ তার চিত্রকল্প, তার উপমা। একই মেসেজ ভিন্ন চিত্রকল্পে, ভিন্ন উপমায় হয়ে ওঠে অসাধারণ।এই দিকগুলোতে একটু মনযোগ দিলে কবিতা আরো সুন্দর হয়ে ওঠে। কবিতার সাথে গৃহস্থালি অব্যাহত থাকুক। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।