তুমি খুব ছোট ছোট পায়ে কাছে এসেছিলে
দু এক নয় ছ’ বসন্ত
কিংবা তারো দু এক বেশি পেরিয়ে
খুব ধীরে এসেছিলে
মনের খুব কাছে
যতটা এলে পাঁজরের কাছটায়
কারো পায়ের ধ্বনি বাজে
যতটা যত্নে বাড়িয়েছো মায়া
ততটা কি হায়
এখনো বুকে ধরো ?
যে আঘাতে ছিন্ন করেছো সব
সে আঘাতে আহত মেঘ জড়সড়ো
কী যত্নে বানিয়েছিলে এই খেলা
খেলার পুতুল ছিলাম একা আমি
ঘুড়িয়েছো সুতো ধরে ধরে
নাটাই ধরে উড়ায়
যেমন ঘুড়ি ।
খুব ধীরে বানিয়েছিলে প্রাসাদ
বালির ছিলো
বুঝিনি কখনো আমি
মায়া ছিলো , মিথ্যামিথ্যি মায়া
মায়ার সাগরে প্রাসাদ ডুবাই , নামি ।
এতোটা হবে ভাবিনি কখনো
এতোটা পোড়াবে মায়ার দীঘির জলে
এক মুঠিতে দলা পাকানো কাগজ
পুড়ে যাওয়া ছাইয়ে মুক্তা কি আর জ্বলে ?
হুমমম…
🙂
আপনার রাগ নাই, নূহা?
রাগ থাকবেনা কেন ?
গোটা দুনিয়াটাই একটা মায়ার কারখানা আপু :thinking:
🙁