মীর তকী মীর- উর্দু ভাষার প্রথম শক্তিমান কবি । উর্দু কবিতার জগতে মীর “খুদা এ সুখন”- তথা কাব্যেশ্বর নামে অভিহিত হয়েছেন, অষ্টাদশ শাতাব্দীর উজ্ঝ্বলতম কবি তিনি । একদিকে প্রেমিক আকুল, অধীর, উদভ্রান্ত, দিশেহারা আর অন্য দিকে প্রেমাস্পদ সম্পূর্ণ উদাসীন- মীরের শেরের এই হচ্ছে মুল কথা ।
১৬
তোমার অবারিত করুণা দেখলাম, আশা দিয়ে খেলাচ্ছলে আশাভঙ্গ করার নিষ্করুণা ও দেখলাম ।
ভালোই হল তোমার মন্দ দিকটাও প্রত্যক্ষ জানতে পারলাম।।
১৭
যে মীর একদিন কট্টর কাফীর ছিল
আজ সে প্রেমধর্মে দিক্ষা নিল । ।
১৮
হৃদয়ের মধ্যে থেকো , আমার হৃদয়ের মধ্যে, কারন ভাগ্য নির্মাতা আজ পর্যন্ত
এর চেয়ে মনোরম বাড়ী তৈরি করতে পারেন নি । ।
১৯
আরশিতে একটু মুখ খানা দেখ, কী রুপ !
এমন মুখে কটু কথা সাজেনা । ।
২০
আমার সামনে যখন কেউ তোমার নাম মুখে আনল
এই নিপীড়িত হৃদয়কে আমি দুই হাতে চেপে ধরলাম । ।
২১
হৃদয় আমার এমন উজাড় হয়েছে যে বোঝাই যায় না-
এখানে কোন বসতি ছিল, না কি যুগযুগ ধরে উজাড় হয়েই আছে। ।
২২
আমার উজাড় হৃদয়ের কথা আর কি বলব
এই হৃদয়টি বার বার লুন্ঠিত হয়েছে । ।
২৩
হৃদয়টাকে বিরহের দাহ থেকে বাঁচানো গেলনা
দেখতে দেখতে ঘর পুড়ে গেল তবু আগুন নিভাতে পারলামনা । ।
২৪
তাঁর কোঁকড়ানো চুলের ধাঁধা কিছু বুঝতে পারলে মীর ?
কী এটা ? এ তো শিকল নয়, সাপ নয়, ফাঁদ নয় । ।
২৫
সন্তোষ যদি চাও তো মৃত্যুর দিকে হৃদয়কে নিবিস্ট করো
হৃদয়ের প্রসন্নতার আয়োজন এই ধুলামাটির পৃথিবীতে বড়ই কম । ।
২৬
হায় ভাগ্য যদি আমাকে ধুলি করে রেখে দিত
হয় পথের নয় কারো পায়ের ধুলা হতাম । ।
২৭
প্রতি পদক্ষেপেই ছিল মনজিল, কিন্তু
খুঁজে বাড়াবার পাগলামিটা মাথা থেকে গেলো না । ।
২৮
আপাদমস্তক যাচনা বলেই আমি মানুষ মাত্র,
নইলে আমি তো ঈশ্বর হতাম, হৃদয় যদি বাসনারহিত হতো । ।
২৯
তিনিই প্রলয় কান্ড ঘটাচ্ছেন চারিদিকে
তারই নিদারুন দুরন্তপনায় হাহাকার শোনা যাচ্ছে দুনিয়ায় । ।
৩০
সামান্য জেনো না আমাদের, বহু বতসর নক্ষত্র মন্ডলী ঘুরেছে,
তবেই মাটির পর্দা ঠেলে মানুষের উদ্ভব ।
৩১
খুজতে জানো না তুমি, নইলে
সারা দুনিয়া বন্ধুর রুপে উদ্ভাসিত, আর তুমি বন্ধুকে পেলে না । ।
৩২
নিজের মৃত বাসনার কান্না কাঁদো,
ওর কাছ থেকে কত শত না আশা ছিল আমার মনে ।
৩৩
এই পৃথিবীর যত আয়োজন সবই তো প্রেমের জন্য
প্রেমের আকর্ষনেই আকাশ চক্রাকারে ঘুরছে । ।
৩৪
প্রেমিক ভালবাসে প্রেমকেই, তার কত রুপ কত রং
কখনও প্রেম সাজে ভক্ত, কখনও ভগবান । ।
৩৫
মানুষের মধ্যেই থাকো, দুঃখ পাবে আবার সুখও পাবে,
এমন কিছু করে যাও যেন সহজে লোকে তোমাকে ভুলতে না পারে । ।
মীরের গজল থেকে -১
http://shorob.com/2013/07/%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%9C%E0%A6%B2-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A7/
সন্তোষ যদি চাও তো মৃত্যুর দিকে হৃদয়কে নিবিস্ট করো
Death: There’s nothing bad about it at all except the thing that comes before it—the fear of it. একটা উক্তি মনে পড়ল 😀
all wise man think alike !!!