তুমি কি এখনো বিশ্বাস করো আমি অতীতে বাস করি ? না.. আমি এখনো সন্ধ্যাতারা দেখি আর হালকা সবুজ ঘাসে মাথা রেখে ঠিকই জোছনা দেখি। আমার কাছে জোনাকি নেই, হাতে বেলী ফুল নেই অথবা নেই তোমার সেই বর্ষা শেষের অনুভূতি !! আমার সবকিছুই থেমে আছে.. চার-পাঁচটা বছর কি খুব বেশী সময় ??
এখনো সকাল হয় তবে সেই সকালে নতুন কিছু দেখি না, এভাবেই প্রহর কাটে সকাল থেকে দুপুর, বিকেল গড়িয়ে রাতে ফিরি। একটা করে দিন শেষ হয়.. কিন্তু আমার কাজ বাদে সবকিছুই অতীতে থেকে যায়।
আমি ভেতরের ছবিগুলোতে সবাইকে যেভাবে রেখে এসেছি ঠিক সেভাবেই থেকে যায় !! অনেক গল্প, আড্ডা, এলোমেলো ঘুরতে বের হওয়া আর বন্ধুদের রেখে অনেক রাতে ঘরে ফেরা এখন অতীত। আমি এখনো বৃষ্টি ভেঙে হালকা আলোতে একটা সিগারেট ধরাই, গরম চায়ের কাপে চুমুক দিয়ে তোমার রিকশার অপেক্ষায় তাকিয়ে থাকি।
তোমার দেয়া সবগুলো বই আমার আলমারিতে সযত্নে রাখা আছে আর দেয়া সব কষ্টগুলোও।
আমি এখন আর ক্যালেন্ডারে তাকাই না, তোমাদের বেশী ফোনও করতে চাই না। আমার চাওয়াটা কি ভুল ?? আমি চাইনি আমার কোন দিন শুরু হোক তোমাদের ছাড়া..
এখানে নীল আকাশে মেঘেরা লুকোচুরি খেলে। মৃদু বাতাসে তোমার চুলের সুবাস এখনো খুঁজে পাই। তবে উদাস হই না, উদাস হলেই আমার খুব কাছে চলে আসো.. অনেক ভিড়ের মাঝেও তোমার হাসি শুনতে পাই।
আমি কল্পনা করি তোমার হাত ধরে ঠিকই আমি বসে আছি, আমাদের গল্পটা শেষ না হোক… থেমে থাক আমাদের ভালবাসার সময়টুকু
আর তাই
আমি চাই আমার সময়টা থেমে থাক সেই অতীতেই !
ব্যাপারটা এতই অদ্ভুত যে,
দেখা যায় অতীত পিছু ছাড়েনা কিছুতেই।
আাবার হঠাৎ মনে হবে অতীত থেকে অনেক দূরে চলে এসেছি।
ভালো লেগেছে আপনার লেখা।
অতীত আসলেই পড়ে থাকে আমাদের ভেতর। থ্যাংকস :love:
ভালো লেগেছে
সুন্দর লিখা 😀
আপনাকে অনেক ধন্যবাদ।
বেশ লাগলো পড়তে! 🙂
থ্যাংকস আপনাকে 😀