বিলের জলে দিনরাত মাছের আনাগোনা
শাদা বক আসবেই, এই তার ঠিকানা।
শিকারের স্বপ্নে নেশাগ্রস্ত চোখ নিয়ে
ঠোঁট ভরা হননের আবেগ নিয়ে
অপেক্ষায়, বক তবু নিজেরে হারায় না।
বিলে, প্রবলতর শিকারীর আবির্ভাবে, মৃত্যুছায়া!
শিকারের ফাঁদে পড়ে শিকারীর মায়া।
ধরা পড়ে শাদা বক, শেষ হয় খেলা
মধ্যদুপুরের শুন্য বিল পরে থাকে একা;
নিষ্ঠুর উদাসে চেপে ধরে কালচে নীল আকাশ
ভুলে যায় বিল তার হারানো বকের ইতিহাস।
উড়তে উড়তে কখন যে সেই বিলে গিয়েছি
আমি হয়ত আবার কষ্ট পাবার উদ্যোগ নিয়েছি।
২৬/০৭/২০১৩
পড়লুম।
ধন্যবাদ সামিরা।
উড়তে উড়তে কখন যে সেই বিলে গিয়েছি
আমি হয়ত আবার কষ্ট পাবার উদ্যোগ নিয়েছি।>> শেষের দুটো লাইন মারাত্মক লাগলো!
চমৎকার থিম আর তার বর্ণনা!
আপু, এই দুই লাইনকে ভ্যালিডেট করতে যেয়েই পুরো থিমটা তৈরি করতে হয়েছে। ধন্যবাদ আপুকে কবিতা পড়ার জন্য।
ভাল লাগিল……(y)
ধন্যবাদ তুসিন!
পড়তে পড়তে কখন যে কমেন্ট করতে এসেছি
আমি হয়ত আমার ভালো লাগা প্রকাশের উদ্যোগ নিয়েছি।
[নকল করে ফেললাম
দ্রষ্টব্য: ভাল সাহিত্যেরই নকল করা হয় :happy: ]
ধন্যবাদ হাসান এত সুন্দর করে কমেন্ট করার জন্য
……শিকারের ফাঁদে পড়ে শিকারীর মায়া।