মায়াপুরী


বিলের জলে দিনরাত মাছের আনাগোনা
শাদা বক আসবেই, এই তার ঠিকানা।
শিকারের স্বপ্নে নেশাগ্রস্ত চোখ নিয়ে
ঠোঁট ভরা হননের আবেগ নিয়ে
অপেক্ষায়, বক তবু নিজেরে হারায় না।

বিলে, প্রবলতর শিকারীর আবির্ভাবে, মৃত্যুছায়া!
শিকারের ফাঁদে পড়ে শিকারীর মায়া।
ধরা পড়ে শাদা বক, শেষ হয় খেলা
মধ্যদুপুরের শুন্য বিল পরে থাকে একা;
নিষ্ঠুর উদাসে চেপে ধরে কালচে নীল আকাশ
ভুলে যায় বিল তার হারানো বকের ইতিহাস।

উড়তে উড়তে কখন যে সেই বিলে গিয়েছি
আমি হয়ত আবার কষ্ট পাবার উদ্যোগ নিয়েছি।

২৬/০৭/২০১৩

জুলফিকার ইসলাম সম্পর্কে

পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to মায়াপুরী

  1. সামিরা বলেছেনঃ

    পড়লুম।

  2. ফিনিক্স বলেছেনঃ

    উড়তে উড়তে কখন যে সেই বিলে গিয়েছি
    আমি হয়ত আবার কষ্ট পাবার উদ্যোগ নিয়েছি।>> শেষের দুটো লাইন মারাত্মক লাগলো!

    চমৎকার থিম আর তার বর্ণনা!

  3. তুসিন বলেছেনঃ

    ভাল লাগিল……(y)

  4. হাসান বলেছেনঃ

    পড়তে পড়তে কখন যে কমেন্ট করতে এসেছি
    আমি হয়ত আমার ভালো লাগা প্রকাশের উদ্যোগ নিয়েছি।

    [নকল করে ফেললাম
    দ্রষ্টব্য: ভাল সাহিত্যেরই নকল করা হয় :happy: ]

  5. ধরণী বলেছেনঃ

    ……শিকারের ফাঁদে পড়ে শিকারীর মায়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।