এখন আমি অনেক বড়-
যা কিছু চাই করতে পারি,
যেথায় খুশী যাইতে পারি,
ইচ্ছে মতন ঘুরতে পারি,
একাই বাসে চড়তে পারি,
না পাওয়াতেও হাসতে পারি,
সাগর জলে ভাসতে পারি,
মনের কথা বলতে পারি,
নিজের পয়ে চলতে পারি,
আপন মনে গাইতে পারি,
নদীর জলে নাইতে পারি,
আকাশটাকে ছুঁইতে পারি,
শক্ত মেঝেতে শুইতে পারি,
ভালবাসায় বাঁধতে পারি,
হারাবার ভয়ে কাঁদতে পারি,
বৃষ্টি হয়ে ঝরতে পারি,
দেশের তরে মরতে পারি,
অনেক পথ পারি দিয়ে,
সেই ছোট্ট আমি আজ অনেক বড়।
ভেঙ্গে সব বাঁধা-শৃঙ্খল,
করতে চাই সব ‘ভালোকে’ জড়ো।
১৩ই জুলাই, ’১৩
সকাল, ঢাকা

অনিমেষ ধ্রুব সম্পর্কে
"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.''
অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে।
ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
পাগলামি-এ এবং ট্যাগ হয়েছে
বড় হয়েছি আমি।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
নিজের পয়ে চলতে পারি,
এই লাইনে একটু ভুল আছে।
শেষের ৪ লাইনের ছন্দ টা ঠিক থাকে নাই।
শুরুটা চমৎকার
রবিঠাকুর এর একটা গল্প ছিল না? বড় হয়ে যে বিপদে পড়ে?
বাপ্পি’দা প্রথমেই ধন্যবাদ দিয়ে রাখছি, মন্তব্যের জন্য :love: কারণ লিখাগুলো হাহাকার করে এই মন্তব্যের জন্যই যদিও আমি নিজে তা অনুভব করিলেও পালন করি কদাচিৎ 😛
আমার অবাধ চলাচলে এখন যে আর কারো উপর নির্ভরশীল হচ্ছি না, নিজের মতই চলতে পারছি এমনটা ভেবছি/বোঝাতেই ‘নিজের পায়ে চলতে পারি’ লাইনটা লিখেছিলাম…
আসলে পুরো কবিতাটাই একই অন্তঃমিলের উপর দাঁড়িয়ে লিখতে চেয়েছিলাম কিন্তু শেষটাকে আলাদা করার জন্যই ঐ ছন্দপতন কিংবা একটু ভিন্ন ধারা
অবলম্বন করেছি…
হায়রে, রবিঠাকুরের ঐ গল্পের নামটা-তো আমারও মনে আসছে না 🙁
আসলে নিজে অন্যের পোস্ট এ কমেন্ট না করলে অন্যেরাও কেন করবে?!
কদাচিৎ করি বলেছিতো। আর আমি অলস বলিয়া, অন্যেরাও অলস হইবে, ইহা কেমন কথা হইল বাপ্পি’দা ? 😛
নাহ, এখন থাকিয়া কমেন্ট করিবার ব্যাপারে যাবতীয় সকল অলসতা দূর করিয়া, মনোযোগী হইবার প্রাণান্ত চেষ্টা চালাইব, ইনশাল্লাহ। 😀 😛
হুম, মাঝে মাঝে আমারও নিজেকে বড় বড় লাগে।
ছন্দময় যেকোন কিছুই সুখপাঠ্য। সুখপাঠ এবং সুখরচনা চলুক অবিরত।
পড়া+মন্তব্য, উভয়ের জন্যই ধন্যবাদ 🙂
প্রিয় সরব সদস্য, প্রথম পাতায় একজনের সর্বোচ্চ ২টি পোস্ট রাখা সম্ভব।
অনুগ্রহ করে পরে পোস্ট করুন।
দুঃখিত, এ নীতিটি আমি জানতাম না 🙁
😛
হুদাই, টাঙ্গু দেখানো ভালো কথা আফু :nono: 😛
ভালো কোথা বলেই তো দেখালাম… 😛
সুখপাঠ্য কবিতা…অনেকটা স্কুলের বাংলা বইতে পড়া কবিতাগুলোর মত 🙂
টিঙ্কু, আপু 😀