উৎসর্গ
ধরণীকে
রূপের শরীর তুমি,
ঠিক যেন পারমানবিক চুল্লি;
জ্বলতে জ্বলতে,জ্বালাতে জ্বালাতে
নিয়ত বিদ্যুৎ উৎপন্ন কর আমার ভিতর।
হয়ে যাক চুক্তি
যুগল বাসনার,আমার আঙিনায়
দীঘল চুল ছড়িয়ে ,চোখের বিষ ঢেলে
দিন-রাত তুমি বিদ্যুৎ উৎপন্ন করবে।
বিস্ফোরণ চাই না আমি
ফোর-জি ভালোবাসা মেখে দেব
শরীরে তোমার। থাকবে নিরাপত্তা বেষ্টনী,
প্রহরী হবে একঝাঁক নিবেদিত গ্লাডিওলাস।
উন্নয়নশীল দেশ আমার
যথাযথ বিদ্যুৎ পেলে,শহরে-গ্রামে
বয়ে যাবে নিশ্চিত উন্নয়নের জোয়ার!
কবিতা পোস্ট করলে এক প্যারা বা তিন-চার লাইন পর (যেখানে ইচ্ছা) ‘insert more’ অপশনটা যোগ করে দিতে পারেন ভাইয়া, এডিট প্যানেল থেকে। নাহলে হোম পেইজে পুরো কবিতা এসে থাকে। 🙂
“insert more” add করলাম। এখন কী ঠিক আছে?