নিলাদ্রি মেঘবালিকা…

মেঘবালিকা, তোমার মনে কষ্ট অনেক?
দেবে একটা সুযোগ আমায়- আমি বয়ে নেব।

মেঘবালিকা, তোমার বুকে জ্বলছে চিতার আগুন?
দেবে একটা সুযোগ আমায়- আমি সয়ে নেব।

মেঘবালিকা, তোমার বুকে বিসর্জনের চপা ব্যথা?
দেবে একটা সুযোগ আমায়-আমি মুছে দেব।

মেঘবালিকা, তোমার আকাশ বিষাদ মেঘের আঁধারে ঢাকা?
দেবে একটা সুযোগ আমায়-আমি মনের জোনাকিতে আঁধার গুচবো।

মেঘবালিকা, তোমার জগৎ নীল-যাতনার তুলিতে আঁকা?
দেবে একটা সুযোগ আমায়-আমার মত করে আমি রাঙিয়ে দেব।

মেঘবালিকা, একলা হাঁটতে- হাঁটতে আজ তুমি ভীষণ ক্লান্ত?
আমায় একটা সুযোগ দাও-আমি সারাজীবন তোমায় ধরে রাখবো।

০৭ই আগস্ট, ২০১৩
সকাল, ঢাকা

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, পাগলামি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to নিলাদ্রি মেঘবালিকা…

  1. রুহশান আহমেদ বলেছেনঃ

    ভাই এত কিছু করলে, আপনার কি থাকবে?

    নামটা সুন্দর হয়েছে, লেখা চলুক।

  2. হৃদয় বলেছেনঃ

    প্রথমেই ধন্যবাদ দিয়ে রাখছি মন্তব্যের জন্য,
    মেঘবালিকার মধ্যেই হয়তো তখন আমাকে খুঁজে পাওয়া যাবে 🙂

    ভাবছেন, তাহলে আমার অস্তিত্ব রইলো কোথায়, আমি তো আর সেই ‘আমি’ থাকলামঃ-), তাইতো?

    মানুষ স্বভাবতই স্বাধীনচেতা, পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পরতে চায় না সে। ভালবাসা মানে একটা শেকলে বাঁধা পরা, সেই বাঁধা পরাতে মানব-মন বন্দী হয় আরেকজনের স্বপ্নে কিন্তু সেই বাঁধা পরাতেই মানুষের প্রকৃত মুক্তি মেলে, স্বাধীনতার স্বাদ আস্বাদন করে…মানুষের জন্মই হয়েছে ঐ শৃঙ্খলে নিজেকে বন্দী করে মুক্তির পথ খোঁজার জন্য 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।