সুপারহিরোদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে যায় সুপারম্যান, স্পাইডার-ম্যান, আয়রন-ম্যান, হাল্ক সহ আরও অনেক সুপারহিরোদের কথা। আর নারী সুপারহিরোদের কথা বললে ওয়ান্ডার উমেন,সুপার গার্ল। ওয়ান্ডার উমেন, ক্যাট উমেন, সুপার গার্লের অনুরূপ পাকিস্তানে এই প্রথম নারী সুপারহিরো বুরকা আভেঞ্জার। বোমা আর জঙ্গি আক্রান্ত পাকিস্তান এর জন্য আদর্শ সুপারহিরো।
বুরকা আভেঞ্জার পাকিস্তানের প্রথম অ্যানিমেটেড সুপারহিরো কার্টুন সিরিজ। বুরকা আভেঞ্জার, সে লড়াই করে মেয়েদের শিক্ষা আর নারীর অধিকারের জন্য। পাকিস্তানের পপ স্টার হারুন রশিদ এই কার্টুন এমনভাবে বানিয়েছে যাতে সে তালেবানদের নারী শিক্ষার বিরোধিতার বিরুদ্ধে লড়াই করতে পারে।
বুরকা আভেঞ্জার হল একজন নরম স্বভাবের স্কুল টিচার, পরবর্তীতে যে পরিণত হয় মার্শাল আর্টের টিচারে, আর তার অস্ত্র হল কলম আর বই। বুরকা আভেঞ্জার তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করার সময় পরে কালো রঙয়ের স্পেশাল বুরকা। এই জন্যই শো এর ট্যাগলাইন আর থিম সং হল-
‘’Don’t mess with the lady in black’’
বুরকা আভেঞ্জার টিভি সিরিজটি প্রচারিত হচ্ছে GEO TV তে। এটি শুরু হয়েছে আগস্টের প্রথম দিকে। স্টার হারুন রশিদের মতে, এটি নারীদের শিক্ষার অধিকারের উপর গুরুত্ব আরোপ করবে আর বৈষম্য দূর করতে সাহায্য করবে। এই কার্টুন সিরিজের প্রতিটা পর্বে একটা করে মরাল থাকবে।
সুপারহিরো হিসেবে বুরকা আভেঞ্জার পদচারণ করার আগেই জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে। বুরকা আভেঞ্জারের নিজস্ব ফেসবুক পেইজ রয়েছে ২০০০০ সংখ্যক ফ্যান নিয়ে। তাছাড়া আরও রয়েছে ফোন-গেইম, সাউন্ডট্রাক, টি-শার্ট। বুরকা আভেঞ্জার ১৮ টি ভাষায় অনূদিত হয়েছে এর মধ্যে রয়েছে ইংলিশ, ফ্রেঞ্চ, আর স্ক্রিনিং করা হচ্ছে ৬০ দেশে।
এবার দেখা যাক যে বুরকা আভেঞ্জার কেন আলোচনায় উঠে এসেছে,
এটি পুরো ভিন্ন ধাঁচের একটি কার্টুন যেখানে নারী হচ্ছে প্রধান চরিত্রের সুপারহিরো। এর অন্যতম বিশেষত্ব হল তার সৌন্দর্যের উপর কোন জোর দেওয়া হয় নি।
যেখানে বেশীরভাগ নারী কার্টুন-ক্যারেক্টারদের কে দেখা যায় কলম বা বই নিয়ে শুধু নাচ বা গানের প্রপ হিসেবে ব্যবহার করতে, সেখানে বুরকা আভেঞ্জারের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র হল বই আর কলম।
এছাড়াও আরও কিছু বিশেষ দিক রয়েছে। যদিও বর্তমানে প্রচলিত অধিকাংশ কার্টুনের নারী কার্টুন ক্যারেক্টারদের জীবনের মূল লক্ষ্য হিসেবে দেখানো হয়, তাদের প্রিন্স চার্মিংকে খুঁজে বের করা আর তাকে পটানো, সেখানে বুরকা আভেঞ্জারের মূল লক্ষ্য হল মেয়েদের শিক্ষা অধিকার রক্ষা করা।
বুরকা আভেঞ্জার নারী সুপারহিরো আর সমগ্র নারী ক্যারেক্টারের মধ্যে এক বিপুল পরিবর্তন এনেছে। শুভ সুচনা করেছে নতুন এক দিকের। যে নারী কোন পণ্য নয় আর নারীকে তার সৌন্দর্য দিয়ে আর বিচার করা নয়।নারীর সৌন্দর্যই তার সব কিছু না। একজন নারী অনেক কিছুই করতে পারে। আর নারীকে নারী হিসেবে দেখতে কোন ভোগ্য বস্তু বা সাজানোর উপকরন হিসাবে নয়। । সেই নারী যে একই সাথে সবচেয়ে কোমল রূপ আর সবচেয়ে কঠিন রূপ ধারণ করতে পারে। যেমন জিয়া সে হল নরম স্বভাবের এক স্কুল টিচার আর যখন তার স্কুলের উপর হামলা হয় তখন সে হয়ে যায় বুরকা আভেঞ্জার। শেষ করব Diane Mariechild একটা উক্তি দিয়ে-
“A woman is the full circle. Within her is the power to create, nurture and transform.’’
আপনার চাইলে ট্রেইলারও দেখতে পারেন নিচের লিংকের মাধ্যমে
http://www.youtube.com/watch?v=8pdbshf4iPE
আর যে সমস্ত লিংক থেকে সাহায্য নেওয়া হয়েছে :
http://www.huffingtonpost.com/2013/07/24/burka-avenger-pakistan-superhero_n_3644555.html
http://www.huffingtonpost.com/2013/07/29/burka-avenger-vs-disney_n_3660387.html
http://www.thenews.com.pk/article-112477-Burka-Avenger-set-to-go-global–
“Don’t mess with the lady in black’’…… 8)
একেবারে ফাটিয়ে দিয়েছেন মশাই। :dhisya:
বানানের দিকটা একটু খেয়াল দিস, আর একটু ডিটেইলস হলে ভালো হত… 🙂
ধন্যবাদ ধন্যবাদ :happy:
ওকে খেয়াল রাখবো নে 😀
really nice…i agree with sharmin
ধন্যবাদ 😀
বানানগুলো না ঠিক করতে বললাম! শেষ অনুচ্ছেদটাও! :haturi:
🙁
বাদবাকী পুরোটাই দারুণ হয়েছে! :clappinghands:
😳 😳
ধন্যবাদ 😀
আপু, বানান ভুল না করলে/খেয়াল না করলে, ‘ম্যাটেরিয়াল আর্ট’, এই শব্দখানা জানতে পারতি? 😛
হা…হা…
এই নতুন ধরণের ‘আবিষ্কার’ উপলক্ষ্যে আপুর কাছে একটা ট্রিট তো পাওনা আছেই… তাই না, ভাইয়া? 😛 😛
বল, তাই না শারমিনা’পু? 😛 😛
লাইক আ বস! 😀 কার্টুনের আইডিয়াটা দারুণ। আশা করি এইটা দেখে অনুপ্রাণিত হয়ে হোক আর প্রতিযোগিতার লক্ষ্যে হোক, এমন অনেক কার্টুন সামনে আসবে। :dhisya:
কার্টুনের আইডিয়াটা আসলেই দারুণ 😀
সামনেএইরকম ভিন্নধর্মী কার্টুনের অপেক্ষাই আছি 😀
আশাবাদী হলাম! ফাটাফাটি!! :love: “A woman is the full circle. Within her is the power to create, nurture and transform.’’ :penguindance:
কিন্তু আমি জিও টিভি চ্যানেলটা খুঁজে পেলাম না আমাদের টিভিতে… 🙁
ধন্যবাদ :love: :love: :happy: :happy:
এই উক্তিটা খুবই পছন্দের তাই দিলুম 😀
আমাদেরও নাই তবে তুমি এই লিংকের মাধ্যমে দেখতে পারবে 😀
“একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে” ! :love:
[গোয়িং টুঁ হ্যাভ ক্রাশ অন দ্যাট বুরকা এভেঞ্জার] :babymonkey:
ভাইয়াও এই গান বাহ 😛 😛
:happy:
আসলে ক্রাশ খাওয়ারই মত 🙂
*গান
কার্টুন বা এনিমেশানকে ঘিরে নতুন সব আইডিয়া উঠে আসছে।এর আগে টেড টকে দেখিছিলাম Dr. Naif A. Al-Mutawaর ইসলামিক সুপারহিরো THE 99।বেশ ভালো লেগেছিল সেগুলো।বুরকা এভেঞ্জার দেখে মনে হচ্ছে এটি মালালা ইউসুফজাই দ্বারা অনুপ্রাণিত।ফেসবুকে ও ইসলাম বেসড বেশ মজার কিছু কার্টুন দেখা যায়।ছোটবেলা থেকে দেখে আসা অনেক দিনের সুপার হিরোদের রাজত্বে ভাগ বসাতে এরা বেশ তাড়াতাড়িই এগুচ্ছে মনে হচ্ছে।লক্ষণ শুভ :happy:
দেখা হয়নি দেখতে হবে তো
ধন্যবাদ ভাইয়া এই কার্টুন সম্পর্কে জানানোর জন্য :happy:
আসলেই লক্ষণ শুভ :happy: :happy:
এটার নাম শুনেছিলাম মনে হয় কয়েকদিন আগে, অতিমাত্রায় বেশি পুলকিত হইলাম এই ধরনের সিরিজের কথা জেনে। আজকেই দেখতে বসে যাব, আশা করি ইউটিউবে পাওয়া যাবে পর্বগুলো।
অনেকদিন পর ঝাকানাকা পোস্ট দিয়ে সরব হওয়ার জন্য লেখিকাকে কচি ধইন্যাপাতা !!! :happy:
হ্যাঁ আপুনি ইউটিউবে পাবে 😀
কি যে বলনা তুমি লজ্জা পেলুম 😐 😐 :happy: :love:
আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ :love: :happy:
ঝকঝকে লিখা। এরকম একটা সুপার হিরো থাকতে পারে আমার ধারনাই ছিল। 🙂
এবারে নতুন একটা বিষয় সম্পকে জানানো জন্য ধন্যবাদ 🙂 :love:
ধন্যবাদ :happy:
আমারও ছিল না 😀 আমি নিজেই প্রথমে অবাক হয়েছিলাম আর এত ভালো লেগেছে আইডিয়াটা তাই তো লিখলুম এইটা সম্পর্কে 😀
তোকেও অনেক অনেক ধন্যবাদ :happy: 😐
বাহ :clappinghands: … 😐 … 🙂 … :love:
:happy: :happy:
ধন্যবাদ 😐 😐
তোমার লেখাটা বেশ আগেই পড়েছি, আজ আমার দুই ভাগ্নীকে তোমার লেখাটা পড়ালাম এবং বুরকা আভেঞ্জার এর ট্রেলার দেখালাম। খুব ভালো লেগেছে। একদম ছকের বাইরে বেরিয়ে এসে নতুন কিছু সৃষ্টি হয়েছে।
তোমার লেখার হাত কিন্তু ঝরঝরে- আর নতুন নতুন টপিকে লিখেও যাও। অনেক অনেক ভালোবাসা রইলো।
ওরা দুই জন পড়েছে এইটা শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি :yahooo: :yahooo:
ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো :love: :love: :love: :love:
আর তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা রইলো :love: :love: :love:
অনেক অনেক ধন্যবাদ :happy:
তোমার পোস্টে ৫ তারকা দাগিয়ে গেলাম। :beshikhushi:
:yahooo: :penguindance: 😐
নামমাত্র পোশাকের ‘wonder woman’, ‘powergirl’ কিংবা ‘superwoman’এর ভীড়ে বোরকা পরা সুপারগার্ল টাইপ কিছু নিয়ে হাজির হওয়ার উদ্যোগ আসলেই প্রশংসনীয়। কিন্তু স্যরি টু সে, আর কিছুর প্রশংসা করতে পারতেসি নাহ। স্টান্টগুলো দেখল্লে ম্যাট্রিক্সের হিরোইনটার কথা মনে পড়ে যাচ্ছে, কখনো বা নিনজা, উড়ে বেড়ায় ব্যাটম্যানের মতন, নামে avenger, ‘lady in black’ আর ‘men in black’! :S
ইউনিক কিছু করলে ঢের বেশি খুশি হতাম, সত্যি।
পোস্ট ভালো হইসে। 🙂
হুম… কবে যেন আমাদের দেশেরই কোন একটা চ্যানেলে এই অ্যানিমেশনটার উপর একটা রিভিউ রিপোর্ট দেখাচ্ছিল। সেই রিপোর্টটা দেখেই মজা লেগেছিল। আর আপনার এই লেখাটা পড়ে আরও ভাল লাগলো। 🙂
সুন্দর লেখার মাধ্যমে সুন্দর একটা জিনিসের সাথে সবার পরিচয় করিয়ে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। :happy:
তোকেও অসংখ্য ধন্যবাদ :happy: :happy:
দারুন তো ।তাহলে তো এনারে দেখতেই হয় !