লুকিয়ে রাখা শব্দগুলো হাওয়ায় উড়ে যায়,
এই কুহকভরা প্রাঙ্গণে কি পঙ্খী হতে চায়?
ঘুমের সাথে ছুট্টি নিলে, রাতের সাথে ভাব?
ভাবলো সবাই, ‘ফুল্ল মেয়ে হঠাৎ কী চুপচাপ!
সেদিন যখন সন্ধ্যে নামে চিলের ডানার মতো,
আকাশ-পটের পাখীরা নিজ নীড়ে ফেরায় রত।
তোমার মতো ভাবুক কবি হাওয়ার সাথে উড়ে,
পদ্ম-ফুলের পাঁপড়ি মুড়ে কাব্য দিলো জুড়ে।
আর কাব্যগুলো তামাম আকাশ খুঁজেছে পই পই,
‘মোদের যেথায় যাওয়ার ছিলো সেই ঠিকানা কই?’
অবশেষে পথ হারালো অসীম নীলের মাঝে,
একলা কবি রইলো বসে বিষণ্ন সেই সাঁঝে।
তাই জড়িয়ে রাখো শব্দগুলো অনেক মায়া দিয়ে
নাহ দিও না হারিয়ে যেতে হঠাৎ হাওয়া পেয়ে।
:love:
২০/০৮/২০১৩
রাত ৮টা বেজে ২০ মিনিট, ঢাকা।
:love: :love:
ভালো লেগেছে 😀
ধ ন্য বা দ অ বি র ল … :love:
সুন্দর তো! 🙂
Beauty lies in the reader’s heart :love:
🙂 😀 :clappinghands: :huzur: :huzur:
:thinking:
🙁 … এতো বেশীই ভাল লেগেছে তাই প্রশংসামূলক পরিচিত শব্দগুলো ‘ভাবুক কবি’র মত মাথা থেকে উড়ে গিয়েছিল তাই ‘ইস্মাইলি মতামত’ দিয়েছিলেম 😛
পাঁচ তারকার সমাহার ঘটাতেও ভাবতে হয়নি ক্ষণিকের জন্য… :guiter:
এমন করেই চলুক কলম
এখন চলছে যেমন,
হুল্লোড়েতে ফুল্ল মেয়ের
কাটুক সারাজীবন 🙂
আর কাব্যগুলো তামাম আকাশ খুঁজেছে পই পই,
মোদের যেথায় যাওয়ার ছিলো সেই ঠিকানা কই?’ সুন্দর 🙂
ধন্য ধন্য বাদ বাদ 🙂 :guiter:
:beerdrink:
আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা দেখে খুব ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড, ইন্টারফেস এ যথেষ্ট মননশীলতার ছোয়া আছে। লেখাগুলোও চমৎকার।
আর এই কবিতাটি যেই মানের, তার প্রেক্ষিতে কমেন্ট করার দুঃসাহস আমার নেই।
শুভকামনা রইল।
(ভুলভাল প্রশংসায় বিপন্ন বোধ করার ইমো হবে) 😛 ধন্যবাদ জানুন রুহশান ভাইয়া! শুভকামনা আপনার তরেও… 😀