বন্ধু…

বন্ধু মানে-

ঝুম বৃষ্টিতে ছাতা ফেলে দিয়ে কাকভেজা হওয়া,

বন্ধু মানে-

ক্লাস ফাঁকি দিয়ে চটপটি আর ফুচকা খাওয়া।

 

বন্ধু মানে-

আড্ডার ফাঁকে, খুনসুটি বেঁধে চিমটি কাটা,

বন্ধু মানে-

হাতে-হাত রেখে রেললাইন ধরে অকারণে হাঁটা।

 

বন্ধু মানে-

বাদল দিনে পাতলা খিচুড়ি আর ভাজা-ইলিশ খাওয়া,

বন্ধু মানে-

দূরে কোথাও, হঠাৎ একসাথে মিলে হারিয়ে যাওয়া।

 

বন্ধু মানে-

আনন্দে আটকানা হওয়া, সাথে একটু অভিমান

বন্ধু মানে-

ক্যাফেটেরিয়ায় বসে যখন-তখন, গলা ছেড়ে গান।

 

বন্ধু মানে আর কত-কি, শেষ করা যাবে না লিখে

মান-অভিমানে হয় না কখনও সেই রঙটা ফিকে।

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to বন্ধু…

  1. সামিরা বলেছেনঃ

    প্রিয় গানওয়ালা মিনারের ‘বন্ধু’ গানটা মাথার মধ্যে বাজতেছিল (শেষ কবে শুনছিলাম মনে নাই, কয়েক বছর হবে!), ঠিক তখনই এই কবিতাটা পড়লাম।

    “বন্ধু তোকে মনে পড়ে
    এই শহরে এই বিকেলে
    একলা কোনপথে

    বন্ধু তোকে মনে পড়ে
    ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তরা
    ব্যস্ত চায়ের কাপে

    তোকে কি কখনো ভোলা যায়?
    তবুও দিন কেটে যায় ।।

    বন্ধু তোকে মনে পড়ে
    খেলার মাঠে
    ক্রিকেট ব্যাটে
    আর প্রানহীন আড্ডায়

    বন্ধু তোকে মনে পড়ে
    কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গন
    আর অসীম শূন্যতায়

    তোকে কি কখনো ভোলা যায়?
    তবুও দিন কেটে যায় ।।

    বন্ধু তোকে মনে পড়ে
    সবুজ ঘাসের ঠোটের কোনে
    তপ্তরোদের আভায়

    বন্ধু তোকে মনে পড়ে
    রাতের রাজপথে সোডিয়াম আলো
    আর এক পশলা বর্ষায়

    তোকে কি কখনো ভোলা যায়?
    তবুও দিন কেটে যায় ।।”

    True friends are blessings indeed! 🙂

  2. হৃদয় বলেছেনঃ

    মিনারের ‘বন্ধু’ গানটা শোনা হয় নাই তবে ও’র ‘সাদা’, খুব বেশী শোনা হয় এমন গানগুলোর মধ্যে একটি 🙂

    ‘True friends are blessings indeed’ 🙂

  3. ইকু বলেছেনঃ

    সুন্দর ভাবনা 🙂 :thinking:

  4. রুহশান আহমেদ বলেছেনঃ

    মানুষের জীবনের অন্যতম একটি আশ্রয় এই বন্ধুত্ব।
    বন্ধুত্বের জয় হোক,
    চমৎকার একটি ছড়ার জন্য আপনাকে অভিনন্দন।

    • হৃদয় বলেছেনঃ

      বন্ধু মানে উঁরা-ধুরা, :cuthair:
      বন্ধু আমার এভারেস্টের চূড়া, :balancin:
      বন্ধু হইলো কালো- জিরা, :happy:
      কাছে থাকলে মানিক-হীরা :love:
      দূরে গেলে পেটের পীড়া 🙁
      ক্যামনে বাচুম, দোস্ত ছাড়া? 😐
      জীবন হবে ছ্যাড়া-বেড়া 😳
      ব্রায়ান লারা-ব্রায়ান লারা (ননসেন্স রাইম 😛 )

      আপনাকেও ধন্য-হতে-বাদ দিলাম 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।