১।
পাথরের যে দেবতা সেও পুজো গ্রহণ করে
তোমার আর কতো টুকুই বা দোষ,
দেবী থেকে তুমি হলে শঙ্খনীল পদ্ম
আর আমি হলাম নষ্ট পুজরির মত ।
২।
আমি নাহয় বালিয়াড়ির বালি ই রব
স্পর্শ করব তোমার পায়,
আমি না হয় একটি ধূসর আকাশ হব
আকুল দু চোখ সপ্নে বিভোর তোমায় নিয়ে।
কৃষ্ণচূড়ার আগুন দিয়ে
শীত পোহাব হিমেল রাত এ ।
একলা মনের কল্পনা তে
করব নাহয় তোমায় আপন।
৩।
মধ্য দুপুর, খুব একলা
বিষন্ন দুটি চোখ,
এলোমেলো পথ খুব কাছে টেনে
চোখে চোখ রেখে
আগুন পোহালে
প্রেয়সীর বুকে মিথ্যে প্রেমের
শঙ্খ কি বেজে ওঠে ?
ইকু সম্পর্কে
নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা। মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে।
আদতে স্বপ্ন দেখা একজন মানুষ আমি, হাজার অযুত স্বপ্ন নিয়ে আমার পথ চলা। অনেক গুলো প্রিয় মানুষ নিয়ে আমি পথ চলি, খুব সহজে কাউকে আপন করে নিতে পারি। তারপরেও মাঝে মাঝে হেলাল হাফিজের মত বলতে ইচ্ছে হয়,
"কেন আমার হাতের মাঝে হাত থাকেনা কেউ জানেনা।"
আমার নিজস্ব একটা ভাবনার জগত আছে, যেই জগতে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানেনা। জীবন ও মৃত্যু সম্পর্কে প্রায় ই একা বসে বসে ভাবি। জীবন আমার কাছে অনেকটা রহস্যের মত, যে রহস্যের সমাধান আমি আজো করতে পারিনি। তবে মৃত্যু মনে হয় একটা অসুখ, যার ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি।
আমি জ্যোৎস্না ভালোবাসি আর ভালোবাসি ভর দুপুরের সোনালী রোদ। ভালোবাসি রঙধনু আর ভালোবাসি তুমি-আমি নিয়ে লিখা সব কবিতা । ভালোবাসি কোন মেঠো পথের ধারে সবুজ মাঠে একা বসে থাকা, ভালোবাসি নীলাম্বরী শাড়ি পরা কোন এক কিশোরী আকাশ, ভালোবাসি নদীর পাড়ে বসে মাছরাঙ্গা দের উৎসব দেখা ।
ভালোবাসি সমুদ্র বালিয়াড়িতে উপলব্ধি করতে নিজের ক্ষুদ্রতা। ভালোবাসি অরণ্য, ভালোবাসি পাখি। ভালোবাসি রাত, ভালোবাসি রৌদ্র। ভালোবাসি দেশ, ভালোবাসি আমায়।
https://www.facebook.com/iqusan
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে
কবিতা।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
খুব সুন্দর তো! খুব কম কবিতাই ভালো লাগে।
লাল গানে নীল সুর
প্রেম প্রেম গন্ধ! 😀
লাল গানে নীল সুর
প্রেম প্রেম গন্ধ! হাহাহাহাহা …… কমেন্ট টা খুব ভালো লাগলো 😛
ধন্যবাদ 🙂