মেঘের মায়ার কালচে ছায়ায়-
বৃষ্টি বাঁধন হারা,
তোমায় নিয়ে আমার যত-
কাব্য করাই সারা!
বৃষ্টি বাঁধন হারা,
তোমায় নিয়ে আমার যত-
কাব্য করাই সারা!
বৃষ্টি ঝরে, কাব্য গড়ে,
বৃষ্টি তোমায় ছোঁয়,
বৃষ্টি তোমায় জড়িয়ে ধরে-
বৃষ্টি তোমায় ধোয়।
বৃষ্টি তোমায় কাব্য শোনায়,
বৃষ্টি শোনায় গান।
বৃষ্টি শোনায় –
“টাপুর টুপুর, নদেয় এল বান”
বৃষ্টি তোমার প্রিয় কবি,
প্রিয় গায়ক বৃষ্টিটাই।
বৃষ্টি নিয়েই তোমার যত
আঁকাআকি- সৃষ্টি তাই।
বৃষ্টিটাকেই বুঝছ ভীষন-
তাইতো আমায় বুঝবেনা,
যখন তবে, মেঘ ফুরাবে
আমায় ভূলেও খুঁজবেনা ।
ভালো লাগছে।
ছন্দ আর ফ্লো টা ভালো ছিল।
আপনি অন্য সরব সদস্যদের সাথে ফেইসবুকে কানেক্টেড থাকতে পারেন কিন্তু।
অনেক ধন্যবাদ,
হ্যা সরবের ফেসবুক পেজ এ লাইক দেয়া আছে।
এত অভিমান কবিতায়? বৃষ্টির প্রতি ঈর্ষাবোধক কবিতা! :voypaisi: তবুও আমার খুব ভালো লেগেছে- মনে হচ্ছিলো যেন বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছিলাম… বৃষ্টির মতো ছন্দময় হয়েছে ভাইয়া… সুন্দর! :angel_not:
অভিমানের অনুভূতি গুলোই একসময় কবিতা হয়ে যায়,
এত অভিযোগ সত্বেও কমেন্টে ভালোলাগার উপমায় বারবার বৃষ্টিকেই ব্যাবহার করলেন, ঈর্ষা তো হবেই। 😀
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
বৃষ্টি ময় কবিতা…।।
আর এত এত অভিমান, সব মিলায়ে দারুণ লাগলো … :beerdrink: