বৃষ্টি নিয়ে …

মেঘের মায়ার কালচে ছায়ায়-
বৃষ্টি বাঁধন হারা,
তোমায় নিয়ে আমার যত-
কাব্য করাই সারা!

বৃষ্টি ঝরে, কাব্য গড়ে,
বৃষ্টি তোমায় ছোঁয়,
বৃষ্টি তোমায় জড়িয়ে ধরে-
বৃষ্টি তোমায় ধোয়।

বৃষ্টি তোমায় কাব্য শোনায়,
বৃষ্টি শোনায় গান।
বৃষ্টি শোনায় –
“টাপুর টুপুর, নদেয় এল বান”

বৃষ্টি তোমার প্রিয় কবি,
প্রিয় গায়ক বৃষ্টিটাই।
বৃষ্টি নিয়েই তোমার যত

আঁকাআকি- সৃষ্টি তাই।

বৃষ্টিটাকেই বুঝছ ভীষন-
তাইতো আমায় বুঝবেনা,
যখন তবে, মেঘ ফুরাবে
আমায় ভূলেও খুঁজবেনা ।

রুহশান আহমেদ সম্পর্কে

ছোটবেলা থেকেই টুকটাক লিখতাম, পত্রিকায় পাঠাতাম। ছাপা হতোনা, ভাবতাম দেশে এত লেখক কেন! তারা না থাকলে হয়তো আমার লেখা ছাপাত। যেদিন ব্লগের সাথে প্রথম পরিচয় হয়, আমি যেন আকাশের চাঁদ না, আস্ত একটা গ্যালাক্সী পেয়ে গেলাম। সেই গ্যালাক্সীতেই অবিরত বিচরন, বিট বাইটের প্রহেলিকায় একটু একটু অস্তিত্ব রেখে যাওয়া... পাথর কুঁচি, পাতা বাহার, রঙ্গনে- ভীড় জমালো শৈশবেরা-  রৌদ্রহীন এই বিষন্নতার প্রাঙ্গনে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to বৃষ্টি নিয়ে …

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    ভালো লাগছে।
    ছন্দ আর ফ্লো টা ভালো ছিল।

    আপনি অন্য সরব সদস্যদের সাথে ফেইসবুকে কানেক্টেড থাকতে পারেন কিন্তু।

  2. এত অভিমান কবিতায়? বৃষ্টির প্রতি ঈর্ষাবোধক কবিতা! :voypaisi: তবুও আমার খুব ভালো লেগেছে- মনে হচ্ছিলো যেন বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছিলাম… বৃষ্টির মতো ছন্দময় হয়েছে ভাইয়া… সুন্দর! :angel_not:

    • রুহশান আহমেদ বলেছেনঃ

      অভিমানের অনুভূতি গুলোই একসময় কবিতা হয়ে যায়,
      এত অভিযোগ সত্বেও কমেন্টে ভালোলাগার উপমায় বারবার বৃষ্টিকেই ব্যাবহার করলেন, ঈর্ষা তো হবেই। 😀

      অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

  3. ইকু বলেছেনঃ

    বৃষ্টি ময় কবিতা…।।
    আর এত এত অভিমান, সব মিলায়ে দারুণ লাগলো … :beerdrink:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।