–তুমি পথ চলছো অন্যের চোখে নিজেকে দেখে দেখে। তোমার স্বাধীন ইচ্ছেটুকুকেও জলাঞ্জলি দিচ্ছো। এতে কতটা শান্তি পাবে তুমি? ছোট্ট একটা জীবনকে এভাবে নষ্ট করে ফেলার কোন মানেই হয় না।
–আমি চিরকাল এই বৃত্তে ছিলাম, তুমি জানো। বৃত্তের সীমানার বাইরে যে কখনোই যাই নি। আমাকে অবাধ্য হতে বলো তুমি?
–অবাধ্য হতে নয়। বাধাকে অতিক্রম করতে বলি। চড়াই-উৎরাইয়ের ঢালকে ভয় করলে পৃথিবীতে কেউই তুষার মৌলি চূড়াকে স্পর্শ করতে পারত না।
–যদি বলি সে যোগ্যতা আমার নেই।
–তাহলে বলি তুমি নিজেকে চেনো না।
–বাজে কথা বলবে না। আমাকে আমার চেয়ে তুমি ভালো চেনো না।
–এটা কেমন কথা? আমিই ত তুমি।
–না,তুমি কল্পনা। তুমি আর বিরক্ত করো না আমাকে। আমি ভালো আছি এভাবেই, শান্তিতে আছি।
–ওহ! তাই বুঝি? তাহলে একটু আগে কাঁদছিলে কেন?
–তোমাকে বলতে যাবো কেন?
–না বললেও আমি যে জানি। তুমি ভালো নেই।নিজেকে আরেকবার জিজ্ঞেস করে দেখো ত তুমি কী চাও?
–আমি কাউকে দুঃখ দিতে চাই না। কীভাবে বলবো আমি কী চাই?
–যতক্ষণ পর্যন্ত তুমি অন্য কারো অধিকার কেড়ে নিচ্ছো না, ততক্ষণ তোমার তাই করা উচিত যা তুমি চাও।
–কিন্তু আমি কি শুধুই আমি? আমি ত একা নই দুনিয়ায়। আমাকে বাঁচতে হয় সবাইকে সাথে নিয়ে।
–কেউ কি তোমার হৃদয়ের দ্বারে কান পেতে শুনেছে তুমি কি চাও?
–তারা চেয়েছে আমি ভালো থাকি।
–তুমি ভালো থাকো এটা তুমি চাও?
–হ্যাঁ,তাই তো!
–তাহলে তাদের বলে দাও কি সে তুমি ভালো থাকবে।
–আমি কথার লঙ্ঘন করতে পারি না, তুমি জানো? একবার যা বলেছি তা ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না। তা আমার যত যন্ত্রণার কারণই হোক না কেন!
–তুমি সুন্দরকে ভালোবাসো না?
–সত্য সুন্দর। অপ্রিয় সত্যের বেলা? তাও সুন্দর। তাহলে সুন্দর হলেই সবসময় তা প্রিয় হতে হবে এমন কোন কথা নেই, না?
– তুমি একবার কিছু বলেছো বলেই সেটা সত্য হয়ে উঠে না বন্ধু। ‘দত্তা’ পড়ো নি? ওর একটা কথা আছে, ‘সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়।’
–মানে?
–’কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোন কিছু কখনো সত্য হয়ে ওঠে না। তবুও তাকেই যারা সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালোবাসে বলেই করে না, তারা সত্যভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে।’ ……কী হলো এত চুপচাপ কেন বন্ধু?
–তুমি তাহলে কী করতে বলো আমাকে?
–তোমার করণীয় তুমিই ঠিক করবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, নিজেকে কখনো প্রতারণা কোরো না। আত্ম-প্রবঞ্চকের শান্তি নাই কোথাও।আচ্ছা, এখন আসি। আল্লাহ হাফিজ।
মার্চ ৫, ২০১৩। ঢাকা, বাংলাদেশ।
ছবির জন্য কৃতজ্ঞতাঃ প্রিয় রাবেয়া’পু
দারুণ!!
আত্মপ্রবঞ্চকের স্থান নেই কোথাও!!
ধন্যবাদ অনুজ! :love:
নিজেকে কখনো প্রতারণা কোরো না। আত্ম-প্রবঞ্চকের শান্তি নাই কোথাও
এই লাইনটি পড়ে আমার বুকটা কেঁপে উঠলো।মনে বার বার প্রশ্ন জমতে লাগল সত্যি কি আমি নিজেকে প্রতারিত করছি?
লেখাটি পড়ার সময় যেন মনে হচ্ছিল আমি আয়নার সামনে দাড়িয়ে নিজেকে প্রশ্ন করছি।
খুব বেশি ভাল লাগল লিখাছি।
অনেক ধন্যবাদ আপনাকে। নিজের কাছে সৎ থাকাটা অনেক বড় গুন। খুব কঠিন না তা অর্জন করা। শুধু আয়নার সামনে এসে দাঁড়াতে হবে, এই যা!
শুভকামনা রইলো…
নিজেকে কখনো প্রতারণা কোরো না। আত্ম-প্রবঞ্চকের শান্তি নাই কোথাও……
সুন্দর কথা … চিন্তার খোরাক :thinking:
আচ্ছা, চিন্তা করুন। আমিও করছি… :thinking:
অনেক ধন্যবাদ আপনাকে ইকু! 😀
–অবাধ্য হতে নয়। বাধাকে অতিক্রম করতে বলি। চড়াই-উৎরাইয়ের ঢালকে ভয় করলে পৃথিবীতে কেউই তুষার মৌলি চূড়াকে স্পর্শ করতে পারত না :nono:
–তাহলে বলি তুমি নিজেকে চেনো না। 😳
–যতক্ষণ পর্যন্ত তুমি অন্য কারো অধিকার কেড়ে নিচ্ছো না, ততক্ষণ তোমার তাই করা উচিত যা তুমি চাও। :happy:
–কেউ কি তোমার হৃদয়ের দ্বারে কান পেতে শুনেছে তুমি কি চাও? :wallbash:
–”সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়।” :thinking:
–তোমার করণীয় তুমিই ঠিক করবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, নিজেকে কখনো প্রতারণা কোরো না। আত্ম-প্রবঞ্চকের শান্তি নাই কোথাও। আচ্ছা, এখন আসি। ভালো থেকো। আল্লাহ হাফিজ। :beshikhushi:
……………………………………………………………………………………………………..
আমার অবচেতন মন যদি এমন হত? পাগলামি চিন্তাভাবনা ছাড়া সে আর কিছুই করতে পারে না 🙁
–অল্প কিছু কথা দিয়ে পাঠককে দ্বিধায় ফেলে দেয়ার ক্ষমতা আপনার ভালই আছে 8) ——-feeling: semi-দ্বিধান্বিত :love:
ইমোগুলোর দারুণ ব্যবহার, বাহ! সেমি দ্বিধান্বিত হয়ে অনুভূতি জানিয়ে যাবার জন্যে ধন্যবাদ। :happy:
ইয়ে… এইটা আসলে কী ছিল?? 😯
জাস্ট লাইক আ বোম্ব!
অন্যের আত্মসমালোচনাও যে এভাবে বুক কাঁপিয়ে দিতে পারে সে ধারণাই ছিল না!
কিন্তু কেমন যেন ঠুস করে শেষ হয়ে গেল! 🙁
🙂 so, this is the ultimate simile- Bomb? :thinking:
সাবকনশাস মাইন্ডের কথাগুলো ঠুস করে শেষ হয় না আসলে… চলতেই থাকে… চলতেই থাকে… একজন ‘আল্লাহ হাফিজ’ বলে বিদায় নেয় তো আরেকজন সালাম জানিয়ে আসে। লালনের একটা গান আছে, “আমার ঘরে বসত করে কয়’জনা মন জানো না…” 😳
অনেক ধন্যবাদ শাহরিয়ার! 🙂