ভূল চোখের ভাষায়
ভূল নদীতে ঝাপ দিয়েছি,
লাল সে স্রোতে সঙ্গোপনে তলিয়ে গেছি।
ধূর্ত চাঁদের জোছনা-কোমল শীতলতায়
সিক্ত হয়ে সুধাই আমি
তবে কি হায় ভূল করেছি?
আমি না হয় হারিয়ে গেছি,
বেশ করেছি
রক্ত মাখা চঁন্দ্র হাতে লাভ কি হতো?
তোমায় আর আমায় নিয়ে
অলিক গল্প কতই বা আর লিখা হতো?
কষ্ট পেলাম__ মন্দ কি?
নষ্ট হতে __ দ্বন্দ কি?
ইকু সম্পর্কে
নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা। মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে।
আদতে স্বপ্ন দেখা একজন মানুষ আমি, হাজার অযুত স্বপ্ন নিয়ে আমার পথ চলা। অনেক গুলো প্রিয় মানুষ নিয়ে আমি পথ চলি, খুব সহজে কাউকে আপন করে নিতে পারি। তারপরেও মাঝে মাঝে হেলাল হাফিজের মত বলতে ইচ্ছে হয়,
"কেন আমার হাতের মাঝে হাত থাকেনা কেউ জানেনা।"
আমার নিজস্ব একটা ভাবনার জগত আছে, যেই জগতে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানেনা। জীবন ও মৃত্যু সম্পর্কে প্রায় ই একা বসে বসে ভাবি। জীবন আমার কাছে অনেকটা রহস্যের মত, যে রহস্যের সমাধান আমি আজো করতে পারিনি। তবে মৃত্যু মনে হয় একটা অসুখ, যার ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি।
আমি জ্যোৎস্না ভালোবাসি আর ভালোবাসি ভর দুপুরের সোনালী রোদ। ভালোবাসি রঙধনু আর ভালোবাসি তুমি-আমি নিয়ে লিখা সব কবিতা । ভালোবাসি কোন মেঠো পথের ধারে সবুজ মাঠে একা বসে থাকা, ভালোবাসি নীলাম্বরী শাড়ি পরা কোন এক কিশোরী আকাশ, ভালোবাসি নদীর পাড়ে বসে মাছরাঙ্গা দের উৎসব দেখা ।
ভালোবাসি সমুদ্র বালিয়াড়িতে উপলব্ধি করতে নিজের ক্ষুদ্রতা। ভালোবাসি অরণ্য, ভালোবাসি পাখি। ভালোবাসি রাত, ভালোবাসি রৌদ্র। ভালোবাসি দেশ, ভালোবাসি আমায়।
https://www.facebook.com/iqusan
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
হাবিজাবি-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
বাহ!
সুন্দর কবিতা! :yahooo:
“কষ্ট পেলাম – মন্দ কি?
নষ্ট হতে – দ্বন্দ কি?”
অদ্ভুত দু’টো লাইন!!
কেন জানি, অনেক আপন আপন লাগছে! :O
ধন্যবাদ … :guiter:
‘কষ্ট পেলাম__ মন্দ কি?
নষ্ট হতে __ দ্বন্দ কি?’ :beshikhushi:
:beshikhushi: :guiter:
আমি ফায়ারফক্সে পড়ছি। সমস্যা হচ্ছে
আপনি সম্ভবত perforatted অপশন সিলেক্ট করেছেন।
প্যারাগ্রাফ অপশন এ লিখুন। নাহলে অনেকেই হয়ত পড়তে পারবে না
ওকে …… বেপার টা খেয়াল রাখবো পরবর্তী সময় থেকে । ধন্যবাদ 🙂
ভালো লেগেছে 🙂
তবে কবিতার নামটা বেশি পছন্দ হয়েছে 😛
ধন্যবাদ …… নাম টা আমার নিজের ভালো লাগে 😛 😛