বিছানায় উপুর হয়ে মরার মত ঘুমাই
বেঁচে থাকে একরোখা পিঁপড়ের মত শ্বাস;
হয়ত তখন তুলোমেঘ গ্রাস করে
মাঝ শরতের একফালি নীরব কাটাচাঁদ;
নিরুপায় চাঁদ গুম হয়ে যায়,
সে কি শান্তি পায় মেঘের নরম শরীরে ?
হয়ত রাতের গভীর হাওয়া সাথী হয়
ছিপছিপে, সবুজ নারকেল পাতার।
হাওয়ার শরীরে পাতার, পাতার শরীরে হাওয়ার
লাগে উত্তাপ। হয়ত এইসব দেখে
গলা সাধে উন্মাদ ঝিঁঝিঁ পোকার দল।
আমি তখনও বিছানায় মরার মত ঘুমাই,
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখা তোমাকে জমাই।
সময় হয়েছে, স্বপ্ন ছেড়ে বাস্তবে আসো।
দরদী, আমাকে তুমি জাগিয়ে রাখো।
তেমন বুঝি নাই!
নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না? (হেলাল হাফিজ)
প্রেম বোঝো, কবিতা বোঝো না? (অধম)
:clappinghands:
স্নিগ্ধ, শান্ত একটি লেখা।
ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ রুহশান!
নিরুপায় চাঁদ গুম হয়ে যায়,
সে কি শান্তি পায় মেঘের নরম শরীরে ?
ভাল লাগল। :love:
ধন্যবাদ তুসিন।
“ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখা তোমাকে জমাই।” – এই লাইনটা সুন্দর আছে।
ধন্যবাদ ,সুন্দর লাইনটা বেছে নেয়ার জন্য।
ভালো লেগেছে 🙂