জাগিয়ে রাখো

বিছানায় উপুর হয়ে মরার মত ঘুমাই
বেঁচে থাকে একরোখা পিঁপড়ের মত শ্বাস;
হয়ত তখন তুলোমেঘ গ্রাস করে
মাঝ শরতের একফালি নীরব কাটাচাঁদ;
নিরুপায় চাঁদ গুম হয়ে যায়,
সে কি শান্তি পায় মেঘের নরম শরীরে ?

হয়ত রাতের গভীর হাওয়া সাথী হয়
ছিপছিপে, সবুজ নারকেল পাতার।
হাওয়ার শরীরে পাতার, পাতার শরীরে হাওয়ার
লাগে উত্তাপ। হয়ত এইসব দেখে
গলা সাধে উন্মাদ ঝিঁঝিঁ পোকার দল।

আমি তখনও বিছানায় মরার মত ঘুমাই,
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখা তোমাকে জমাই।
সময় হয়েছে, স্বপ্ন ছেড়ে বাস্তবে আসো।
দরদী, আমাকে তুমি জাগিয়ে রাখো।

জুলফিকার ইসলাম সম্পর্কে

পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। এমবিএ শেষ দিকে। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। বিজনেস নিয়ে সিরিয়াসলি লেখালেখি করি। শখের বশে কবিতা লিখি। তীব্র ভালোবাসা পেলে কবিতা লিখতে ইচ্ছে করে, কেউ প্রচণ্ড আঘাত করলে কবিতা লিখতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো খুব আটপৌড়ে নয়, ঘনঘন আসে না। সেজন্য কবিতাও আসে না। রাজনীতি, অর্থনীতি, দর্শন,ইতিহাস, সাহিত্য- এগুলো নিয়ে সময় কাটাতে ভালো লাগে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to জাগিয়ে রাখো

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    তেমন বুঝি নাই!

  2. রুহশান আহমেদ বলেছেনঃ

    স্নিগ্ধ, শান্ত একটি লেখা।
    ভালো লেগেছে।

  3. তুসিন বলেছেনঃ

    নিরুপায় চাঁদ গুম হয়ে যায়,
    সে কি শান্তি পায় মেঘের নরম শরীরে ?

    ভাল লাগল। :love:

  4. সামিরা বলেছেনঃ

    “ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখা তোমাকে জমাই।” – এই লাইনটা সুন্দর আছে।

  5. ধন্যবাদ ,সুন্দর লাইনটা বেছে নেয়ার জন্য।

  6. শারমিন বলেছেনঃ

    ভালো লেগেছে 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।