ইট পাথরের জঞ্জালে আজো-
স্বপ্নে ভেজাই দুইচোখ,
চাঁদখেকো ওই নিয়ন আলো-
ভূল হোক তবু ভূল হোক।
মিথ্যে কথার খল সমাজে-
সত্যের জয় নাই হোক,
ধুলো-ধোয়াশার ঝাপসা আকাশ-
নীল হোক আরো নীল হোক।
ধূসর সময়ে রং মাখিয়ে-
গৌরবে চাপা দেই শোক,
ছড়িয়ে পড়া যুদ্ধ খেলা-
দূর হোক তবু দূর হোক।
জীবন নামের অনুচ্ছেদের-
গ্যাপ গুলো নাই ফিল হোক,
তোমার সাথে আমার পথের-
মিল হোক তবু মিল হোক।
রুহশান আহমেদ সম্পর্কে
ছোটবেলা থেকেই টুকটাক লিখতাম, পত্রিকায় পাঠাতাম। ছাপা হতোনা, ভাবতাম দেশে এত লেখক কেন! তারা না থাকলে হয়তো আমার লেখা ছাপাত।
যেদিন ব্লগের সাথে প্রথম পরিচয় হয়, আমি যেন আকাশের চাঁদ না, আস্ত একটা গ্যালাক্সী পেয়ে গেলাম। সেই গ্যালাক্সীতেই অবিরত বিচরন, বিট বাইটের প্রহেলিকায় একটু একটু অস্তিত্ব রেখে যাওয়া...
পাথর কুঁচি, পাতা বাহার, রঙ্গনে-
ভীড় জমালো শৈশবেরা-
রৌদ্রহীন এই বিষন্নতার প্রাঙ্গনে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
ছড়া-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
ভাল লাগল।
ধন্যবাদ কমেন্টের জন্য।
বেশ মিষ্টি একটা ছড়া
অনেক ধন্যবাদ আপনাকে।
সুন্দর 🙂
ধন্যবাদ, এবং শুভকামনা।
হুম, হওয়ার আছে অনেক কিছু :thinking:
২২/৭ কেজি ভালো হয়েছে 😛
হুম, আরো অনেক কিছু যোগ করা যেত। তবে যেগুলা বেশি ভাবায় সেগুলোই তুলে ধরেছি।
২২/৭? এটার সাথে তো গোল্লা রিলেটেড। তার মানে কি… 😳 !!
π = 22/7 …আলাদা করে আর কোন রিলেশান খুঁজি নাই 🙁
সবচেয়ে আলোচিত একখানা ইরেশনাল নাম্বার দিয়ে অভিমত প্রকাশের, একটা রেশনাল চেষ্টা মাত্র! 😛