নিভৃত নগরীর দেয়াল জুড়ে
বেড়ে উঠা শেওলা গুলো
আগের মত আর স্বপ্ন দেখেনা।
উৎসুক মৃতপ্রায় মুখগুলো
এদিক ওদিক দুমরে থাকে,
সন্ধ্যা রাতের শেষ দেখা চাঁদটিও
মুখ ঢেকে নেয় মেঘের ছাউনিতে।
পার্কের প্রান্ত ধরে পরে থাকা
মাতাল অনুভব গুলো স্তিমিত আসনে।
পুরনো সিন্দুকে আটকে রাখা
জাগরণের ব্যাকুল কন্ঠ ফিরে পাই,
আবার জেগে ওঠা রাজপথে
কল্পিত কয়েকটি ঘাসফুল খুজে বেড়াই।
নদী আর রাজপথ একাকার হয়ে গেলে
বৃষ্টি ভেজা আকাশটি আবার
সূর্যের স্পর্শ নিতে আকুল।
ইকু সম্পর্কে
নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা। মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে।
আদতে স্বপ্ন দেখা একজন মানুষ আমি, হাজার অযুত স্বপ্ন নিয়ে আমার পথ চলা। অনেক গুলো প্রিয় মানুষ নিয়ে আমি পথ চলি, খুব সহজে কাউকে আপন করে নিতে পারি। তারপরেও মাঝে মাঝে হেলাল হাফিজের মত বলতে ইচ্ছে হয়,
"কেন আমার হাতের মাঝে হাত থাকেনা কেউ জানেনা।"
আমার নিজস্ব একটা ভাবনার জগত আছে, যেই জগতে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানেনা। জীবন ও মৃত্যু সম্পর্কে প্রায় ই একা বসে বসে ভাবি। জীবন আমার কাছে অনেকটা রহস্যের মত, যে রহস্যের সমাধান আমি আজো করতে পারিনি। তবে মৃত্যু মনে হয় একটা অসুখ, যার ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি।
আমি জ্যোৎস্না ভালোবাসি আর ভালোবাসি ভর দুপুরের সোনালী রোদ। ভালোবাসি রঙধনু আর ভালোবাসি তুমি-আমি নিয়ে লিখা সব কবিতা । ভালোবাসি কোন মেঠো পথের ধারে সবুজ মাঠে একা বসে থাকা, ভালোবাসি নীলাম্বরী শাড়ি পরা কোন এক কিশোরী আকাশ, ভালোবাসি নদীর পাড়ে বসে মাছরাঙ্গা দের উৎসব দেখা ।
ভালোবাসি সমুদ্র বালিয়াড়িতে উপলব্ধি করতে নিজের ক্ষুদ্রতা। ভালোবাসি অরণ্য, ভালোবাসি পাখি। ভালোবাসি রাত, ভালোবাসি রৌদ্র। ভালোবাসি দেশ, ভালোবাসি আমায়।
https://www.facebook.com/iqusan
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
হাবিজাবি-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।