কিছু অপ্রাপ্তি তোমাকে নিত্য পোড়ায়
ভাবো— বিধাতা বোধয় তোমাকেই, কেবল তোমাকেই
দুর্ভাগাদের কাতারে প্রথম করে পাঠিয়েছেন পৃথিবীতে।
ভেবে কষ্ট পাও, আর হতাশ হও তুমি।
একটিবার তাকাও, তোমার এলাকার
সেই মেধাবী ছেলেটার দিকে—
কৈশোরে বাবা হাড়িয়ে, রোজ সকালে পেপার বিলি করে
যে সংসার চালায়; পড়াশুনা করে।
ভাবো, তোমার বাড়ির পাশের বস্তিতে থাকা
সেই কিশোরী মেয়েটাকে—
মাঝরাতে তোমার ঘুম ভাঙে, যার গোঙানির শব্দে।
যৌতুকের দায়ে মাতাল স্বামীর কাছে, যে হয় প্রতি রাতে লাঞ্ছিত।
টিভির পর্দায় তাকিয়ে দেখ,
গৃহযুদ্ধের শিকার, সুদানের সেই অস্থিচর্মসার মা’কে—
যার শুকিয়ে যাওয়া স্তন-বৃন্ত নিরন্তর চুষেও
একফোঁটা দুধের হদিস মেলে না ক্ষুধার্ত শিশুটার।
এখন কী বলবে—
বিধাতা কেবল, তোমার উপরই রুষ্ট মেজাজে তাকিয়ে থাকেন?
নগরীর এক প্রান্তে, যেখানে একদল মানুষ তীব্র কষ্টে দিন-নিপাত করছে?
অন্যপ্রান্তে বসে, সামান্য কিছু না-পাওয়ার যাতনায়
হতাশ হওয়াটা কতটা সমীচীন?
বরং, স্রষ্টাকে এই বলে শুকরিয়া জানাও—
বেঁচে আছি, ভালো আছি
এইতো পরম সুখ।
খালি নিজে সুখে থাকলে চলবে?
হা-হা…বাপ্পি’দা, যে সুখের কথা বলছি, সে রকম সুখে আমারা সবাই আছি, অনুভব করি না আর-কি 😛
পুরাপুরি সুখ আর পাইলাম কই! বিবাহের খানা এখনও খিলাইলেন না…পরথম বিবাহ বার্ষিকী তো দরজায় টোকা দেওয়া শুরু করছে…ক্যামনে কী! :crying:
আপনি তো দেখি ব্যাপক স্বার্থপর গোছের মানুষ! একলা একলা ভালো থাকার শখ খালি! 😛
লেখাটা ভালো ছিলো… :love:
নিউক্লিয়ার নিয়া ঢাবি-তে আয় ব্যাটা, আমার স্বার্থপরতার কিছুই এখনো দেখাই নাই! 😀 …… :cuthair:
ভয় পাই! ভয় পাই!
[এক্কেরে এটম বোম মাইরা উড়ায়া দিমু সব]