আমি, তুমি ইকুয়ালস টু আমরা

 ‘আমরা’ শব্দের ব্যাসবাক্য বল?

:আমি, তুমি ও সে মিলে হলআমরা’, এইটা তো ক্লাস নাইনে পড়েছিলাম বোধয়

একটু আগে অ্যান্টির সাথে টেলিফোনে কী বললে, ‘মামনি আমরা লেকের পাড়ে বসে গল্প করছিগল্প করছি আমি আর তুমি, আমাদের সাথে তো আর কোন থার্ড পার্সন- ‘সে’ নাই,  তাহলে ‘আমরা’ শব্দের ব্যাসবাক্য ‘আমি, তুমি ও সে’ হয় কীভাবে!  

:এই মেয়ে, এদিকে এসো তো? গোলাপের পিস কত করে? লিলি জোরে ডাক দিল

হঠাৎ, ফুল কেন? আমার প্রশ্নের কোন উত্তর খুঁজে পেলে?

:হুম পেয়েছি, ঐ যে মেয়েটা আসছে মানে আমাদের মাঝে একজন থার্ড পার্সনের প্রবেশ ঘটতে যাচ্ছে। এবার তো ব্যাকরণগত ভাবেই ‘আমরা’ হলাম, তাই-না? বলেই ফিক করে  হেসে দেয় লিলি।

-আমি সিরিয়াসলি জানার জন্য প্রশ্নটা করেছিলাম, পাংশু মুখে লিলির দিকে তাকায় শাহেদ।

:আমিও সিরিয়াসলি উত্তর দিয়েছি উইথ অ্যা রিয়েল লাইফ এক্সামপল! আমাকে টিচার হিসেবে কেমন মানাবে? দশে কত দেবে? মুচকি হেসে শাহেদের দিকে তাকায় লিলি

মাইনাস দশ! সঠিক উত্তরতো জানোই না, তারপরাবার মনগড়া, অদ্ভুত, ফালতু উত্তর দিচ্ছ বাস্তব উদাহারণ দিয়ে! তোমাকেতো মাইনাসই করা উচিত

:তুমি কিম্ভূত প্রশ্ন করতে পারবা, আর আমি অদ্ভুত উত্তর দিতে পারব না? আজুব তো!

-‘আজুবআবার কী শব্দ?

:আজিব + আজব = আজুব + আ মিলে ‘উ’, স্বরসন্ধির নিয়ম ভুলে গেছ?

-স্বরসন্ধিতে এমন নিয়ম আদৌ ছিল! কী জানি, মনে নাই, কত আগে পড়েছিলাম। আমি ফিজিক্সের ছাত্র, আমার ও’সব মনে থাকার কথাও নয়… যা-হোক, বোর্ড বইটা এখনও বাসায় আছে , বাসায় গিয়ে দেখে নেবো।

:এইতো বৎস, লাইনে আসছ! তুমি ফিজিক্সের ছাত্র, সমাস নিয়া তোমার এত মাতামাতি থাকবে ক্যান; আমি মাইক্রোতে পড়ি , আমাকেই বা এসব জিগাবা ক্যান? তুমি যদি ফান করে বলতা, তাহলে মেনে নিতাম, কিন্তু তুমি বলছ সিরিয়াসলি! সব জায়গায়, সব কিছুতে আতলামী আমার পছন্দ না যদিও আমি নিজে খুব পড়ুয়া-টাইপ মেয়ে ।

দু’জনেই শব্দ করে হেসে উঠলো… 

 

:চল একটা ছবি তুলি, কখনোই তো আমরা একসাথে ছবি তুলি না, চল-না আজ একসাথে একটা ছবি তুলি?

-ছবিতে আমাকে খুব বাজে দেখায়। আচ্ছা, আমি তো দেখতে খারাপ না, তাহলে ছবিতে অমন দেখায় কেন?

: অন্যান্য সময় যেমন নরমাল থাকো, ছবি তোলার সময় তেমন থাকো না তাই হয়তো…  নরমাল থাকবে, তাহলেই ছবি সুন্দর আসবে

হুম, দেখি… আচ্ছা, ছবি কে তুলে দেবে?

:আমি-ই তুলব! তোমার ডান কাঁধে  বা-হাত রেখে ডান হাতে ছবি তুলবো, বলেই মিষ্টি করে হাসে শাহেদ।

-খবরদার! আমার কাঁধে হাত রাখবে না, কেউ আমার গায়ে হাত রাখলে আমার কেমন যেন আসফাঁস লাগে, ভুরু কুঁচকে আসে লিলির।

:অন্য কেউ তো না, আমি রাখছি।

-না।

:আচ্ছা ঠিক আছে, আরেকটু কাছে এসো বস।

ছবি তোলার আগ মুহূর্তে শাহেদের বাঁ-হাত লিলি নিজেই তার কাঁধে তুলে নিল। লিলির দিকে তাকিয়ে, মিষ্টি করে হাসে শাহেদ।

: : : : : : : : : : :

হঠাৎ, কলিংবেলের শব্দে বাস্তবে ফিরে আসে লিলি। ভাবে, শাহেদ এসেছে বোধয়।

শাহেদের সাথে লিলির বিয়ে হয়েছে আজ পাঁচ বছর হল। ওদের কোন সন্তান হয়নি। সমস্যাটা যদিও লিলির; শাহেদের ভালোবাসায় কোন ভাঁটা পরেনি তাতে। শাহেদ আগের মতনই ভালোবাসে লিলিকে। গভীর রাতে যখন লিলি ফুঁপিয়ে কেঁদে ওঠে, তখন শাহেদ ও’র বাঁ হাতে লিলিকে জড়িয়ে রাখে আর বলে, আমি আর তুমি ইকুয়ালস টু হলো ‘আমরা’; আমাদের পৃথিবী-টা  থার্ড পার্সন বিহীন-ই থাকুক না। আমাদের জগতটা না’হয় একটু অন্যরকমই হলো…

 

             আবার বেল বাজার শব্দ, ছবিটা আঁচলে আলতো করে মুছে, নিজের ডায়েরীতে রেখে,দরজা খুলতে যায় লিলি, অনেকক্ষণ ধরেই বেল টিপছে শাহেদ…

অনিমেষ ধ্রুব সম্পর্কে

"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.'' অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে। ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প, পাগলামি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to আমি, তুমি ইকুয়ালস টু আমরা

  1. অনুজ বলেছেনঃ

    মিশ্র ভাষায় লেখা।
    স্বরসন্ধিতে ই+অ→ এ হয়, যদ্দুর জানতাম। আর এই দু’টো শব্দ মিলে ধ্বনি পরিবর্তনের নিয়মে তো ‘আজ্জেব’ হবার কথা মনে হয়!
    শেষটা ভালো ছিল! তবে আরেকটু অন্যরকম হতে পারত হয়ত…

  2. zayed বলেছেনঃ

    vai khub valo laglo. asa kori emon lekha aro pabo.

  3. শারমিন বলেছেনঃ

    শেষটা সুন্দর 😀

  4. মাধবীলতা বলেছেনঃ

    দুনিয়ায় সুখ নাইরে 🙁

    • হৃদয় বলেছেনঃ

      তবু কেন হায় সুখের নেশায়
      জগত চষে বেড়াও
      সুখ পেতে পারো বাড়ির উঠোনে
      বন্ধু যদি তুমি চাও। 🙂

      মাধবী’পু সুখ আছে তো!… 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।