তিন টুকরো সুন্দর

তিন টুকরো স্বপ্ন যেন
হঠাৎ করে আঁকড়ে ধরে!
কাঁচের বাইরে আসতে চায়,
ঠিকানাটা সঠিক চায়!
সুন্দর আজ অসুন্দর হোক,
সু – অভিশাপ মুক্ত হোক!

কাল্পনিক এই সত্য অভিশাপ মুছে,
একবিন্দু জলের মাঝে,
আয়না যেন খুঁজে পায়!
প্রতিবিম্ব দেখতে চায়।
স্পর্শকাতর ফেনার মত
খোলসটা, আজ হোকনা ক্ষত!

নবজাতকের স্পর্শেও যার ধ্বংস,
সে আজ কঠিনভাবে কঠোর হতে চায়!
অসুন্দর এই বাস্তবতা সুন্দরের আজ,
তৃষ্ণা কেবল বাড়ায়!

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to তিন টুকরো সুন্দর

  1. ইকু বলেছেনঃ

    সুন্দর লিখা , ভালো লাগলো 🙂

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    সুস্বাগতম! :welcome:

    মিষ্টি ছড়া!

  3. শারমিন বলেছেনঃ

    :welcome:
    ভালো লেগেছে 😀

  4. মাধবীলতা বলেছেনঃ

    কবিতা সুন্দর। ‘মিষ্টি ডানা’ নিকটা বেশ পছন্দ হয়েছে।
    সরবে মিষ্টি স্বাগতম… 🙂

  5. অনুজ বলেছেনঃ

    বাহ! :clappinghands:
    ভারী মিষ্টি একটা লেখা দিয়ে সরব যাত্রা শুরু করলি তো! একদম তোর মতই মিষ্টি হয়েছে! 😀
    সরব রাজ্যে মিষ্টি ডানাকে মিষ্টি স্বাগতম!! :welcome:

  6. হৃদয় বলেছেনঃ

    সু-স্বাগতম, মিষ্টি ডানা
    বেশ লেগেছে, ছড়াখানা! 🙂 :clappinghands:

    এমন লেখা পাবো আরো,
    লেখা দিয়ে হৃদয় কারো। :welcome:

    বিদ্রঃ অনজু (অনুজ! 😛 ), তুই বলে সম্বোধন করেছে, তাই ছন্দের তাগিদে, স্বেচ্ছায় তুমি বলেই ডাকলাম! 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।