তুমি–আমি দু’টি বিন্দু
একই বৃত্তপথে ঘুরছি নিরন্তর।
ছুটছি— একই দিকে, একই বেগে
একই পথেই পাঁক খাচ্ছি সহস্রবার।
কিন্তু, একটিবারের জন্যও মিলতে পারিনি
কীভাবে মিলব—
আমাদের শুরুটা যে হয়েছে দু’টি ভিন্ন অবস্থা থেকে।
কঠিন বাস্তবতায়, নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে
ছুটছি প্রাণপণ।
চির-আরাধ্যের স্বপ্নটাকে মুঠোয় পুরতে এই বিসর্জন।
উন্মত্ত আমি, আজ না-হয় স্থির হয়ে যাই
আর-একটিবার ঘুরে এসো তুমি পুরোটা পথ।
জানি, পথটা অল্প নয়
একটা সময় পর্যন্ত দূরত্বটা বেড়েই চলবে
কিন্তু—
যেদিন তুমি পুরোটা পথ ঘুরে আসবে,
যেদিন দুটি বিন্দু পরিণত হবে এক বিন্দুতে,
ক্লান্ত, নিশ্চল আমি আবার ছুটবো সেদিন
এক বিন্দু হয়ে, তোমায় নিয়ে।
২৫শে সেপ্টেম্বর, ’১৩, সকাল
সেন্ট্রাল লাইব্রেরী।
অনিমেষ ধ্রুব সম্পর্কে
"You've gotta dance like there's nobody watching, Love like you'll never be hurt, Sing like there's nobody listening, And live like it's heaven on.''
অসম্ভব পছন্দ উইলিয়াম পার্কারের এই কথাগুলো! নিজের মত করেই নিজের পৃথিবীটা কল্পনা করে নিতে ভাল লাগে।
ঔদাসিন্য,অলসতা শব্দ দুটি আমার সাথে বনে যায়। গভীর মনোযোগ কিংবা অসম্ভব সিরিয়াস মুড আমার কখনোই আসে না। একা অচেনা রাস্তায় অকারণে হাঁটতে ভালো লাগে, মানুষ দেখতে ভালো লাগে, ভাল লাগে কবিতা লিখতে...তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমার চারপাশে থাকা মানুষগুলোর জন্য কিছু একটা করার, দেশকে কিছু একটা দেয়ার। পারব কি-না জানি না, তবুও স্বপ্ন বুনে চলেছি নিরন্তর... http://www.facebook.com/kamrul.h.hridoy.3
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা,
সাহিত্য-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
সৌন্দর্য্য! :clappinghands:
আমি আগেই পড়ে ফেলেছি!! :yahooo:
কবিতার নামটাও তোমার-ই দেয়া… :love: 🙂
ও কথা না বলাই ভালো ছিলো! 😳
কৃতজ্ঞ চিত্তে স্মরণ করিতেছি, সেই বালককে! :beerdrink: … :happy:
“নিজেকে সম্মানিত বোধ করছি…” 😐 😛 😛
দাঁড়া, কয়জনের লগে একটু আলোচনা কইরা লই :multitalk:
আলোচনার সারসংক্ষেপ- তোরে বিয়ার খাওয়ানো উচিৎ! 😳
এতো টাকা নাই,
চল, সেভেন-আপ খাই! :beerdrink:
আই ডোন্ট লাইক অ্যালকোহলস!!