আনকোরা বুলি

তোমাকে ভালোবেসে আমি পৃথিবীর ভীষণতম বোবা হতে চাই!
আর করতে চাই তোমায়,
আমার একেবারে মনের গহীনে লুকিয়ে থাকা,
ছটফটানির আওয়াজ মাখা শব্দগুলোর অনুবাদক!
যা তুমি না শুনেই দেখতে পাবে, একেবারে স্পষ্ট!!
আমি ক্ষণিকের জন্যও যদি বোবা হই,
তুমি পারবে তো
আমার অব্যক্ত বক্তব্য,
আয়নার সামনে দাঁড়িয়ে
তোমার দিকে চেয়ে থাকা,
তোমারই মতন তোমাকে
ব্যক্ত করতে?
যদি পারো,
তবে আমার প্রতিবন্ধী রুপের
অবসান ঘটাবে তুমিই!
সেই তিন খণ্ড শব্দই হবে,
আমার মুখ নিঃসৃত প্রথম বুলি!
আর
যদি না পারো,
তবে আজীবন তোমার অভিশাপে অভিশপ্ত হয়েই থাকবো!
তুমিই তো!
তবুও,
মুক্ত করো আমারে!!

মিষ্টি ডানা সম্পর্কে

অসংজ্ঞায়িত!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to আনকোরা বুলি

  1. শারমিন বলেছেনঃ

    আমার অব্যক্ত বক্তব্য,
    আয়নার সামনে দাঁড়িয়ে
    তোমার দিকে চেয়ে থাকা,
    তোমারই মতন তোমাকে
    ব্যক্ত করতে?
    সুন্দর 😀

  2. মিষ্টি ডানা বলেছেনঃ

    ধন্যবাদ … 🙂

  3. সামিরা বলেছেনঃ

    হুম

  4. হৃদয় বলেছেনঃ

    ‘সেই তিন খণ্ড শব্দই হবে,
    আমার মুখ নিঃসৃত প্রথম বুলি!’ :clappinghands:
    থিম, নাম নির্বাচন, সব মিলিয়ে অসাধারণ! 🙂

  5. ফিনিক্স বলেছেনঃ

    :beshikhushi:

  6. স্রোতস্বিনী বলেছেনঃ

    আফসুস,তিন খণ্ড শব্দ আজো উদ্ঘাটন করতে পারি নাই… 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।